Ibas++ Employee Type Change করার পদ্ধতি ? ibas++ Staff Type Change ?
Ibas++ Employee Type Change কেন প্রয়োজন হয় ?
কোন কোন কারণে Ibas++ এ Employee টাইপ হয়ে যায়, অর্থাৎ
- কোন অফিসারকে স্টাফ হিসাবে এন্টি করা হলে
- কোন স্টাফকে অফিসার হিসেবে এন্ট্রি করা হলে
- পদোন্নতি হলে
- কোন কারণে পদানবতি হলে
আরও জানুনঃ লামগ্রান্ট কি। মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি | ছুটি নগদায়ন
ibas++ Staff Type Change করার প্রয়োজন হয়।
Ibas++ Employee Type Change করার পদ্ধতি ?
এ জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে আইবাস++ এ অডিটরের আইডি হতে লগইন করার পর Ibas++ Master data হতে Employee Management থেকে Employee Type Change Request অপশনে ক্লিক করার পর এরপর এনআইডি দিয়ে go অপশনে ক্লিক করলে নিচের স্কিন আসবেঃ
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
- Employee Name : অটোমেটিক দেখা যাবে।
- Designation : অটোমেটিক দেখা যাবে।
- Present Grade : অটোমেটিক দেখা যাবে।
- Current Employee Type : অটোমেটিক দেখা যাবে।
- Select Employee Type to change : এখানে Gob Staff or Gob officer সিলেক্ট করতে হবে।
- Select Reason : এখানে সঠিক কারণ সিলেক্ট করতে হবে।
এরপর সাবমিট করলে হিসাবরক্ষণ অফিসার অনুমোদন করলে Ibas++ Employee টাইপ Change হয়ে যাবে।
Ibas++ Employee টাইপ পরিবর্তন করার পদ্ধতি এখানে ক্লিক করুন।
রিলেটেড ট্যাগঃ Ibas ++ employee
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।