Admin

Ibas++Question & Answer | আইবাস++ এ প্রাইমারী স্কুলের নাম এন্ট্রি নেই? | আইবাস++ পোস্ট বা পদবী নেই?

Table of Contents

Toggle

প্রশ্নঃ আইবাস++ এ প্রাইমারী স্কুলের নাম এন্ট্রি নেই?

উত্তরঃ অধিদপ্তরের মাধ্যমে আইবাসের সাপোর্ট  টিমের সাথে যোগাযোগ করতে হবে।

প্রশ্নঃ আইবাস++ পোস্ট বা পদবী নেই?

উত্তরঃ Organogram সহ আইবাসের Organogram সংক্রান্ত টিমের সাথে যোগাযোগ করতে হবে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

প্রশ্নঃ Master Data  তে কোন কর্মচারীর NID সাপেক্ষে Employee Information Entry (New) তে তথ্য Entry  করার ক্ষেত্রে Error ম্যাসেজ প্রদর্শিত হয় “ You pay point is not matched with the pay fixation of this employee.Please check the fixation or contac with Account office to his fixation এই ক্ষেত্রে সমাধান কি?

উত্তরঃ সংশ্লিষ্ট হিসারক্ষণ অফিসে যোগাযোগ করে Pay Fixation এর তথ্য Correction করতে হবে।

প্রশ্নঃ  Employee Salary Information এ বেতন ভাতা এবং কর্তনের অর্থনৈতিক কোডের বিপরীতে টাকার তথ্য এন্ট্রি দেওয়া আছে, কিন্তু বেতন বিলে প্রদর্শন করে না, এই ক্ষেত্রে করণীয় কি?

উত্তরঃ অফিসের কোডের বিপরীতে Economic code permission না থাকলে, Helpdesk এর সহায়তা নিতে হবে।

প্রশ্নঃ Online এ বেতন বিল Submit করার সময় একজন কর্মকর্তা Salary Month পাওয়া যাচ্ছে না, এ ক্ষেত্রে সমাধান কি?

উত্তরঃ একজন কর্মকর্তা একই ‍Salary Month এ একাধিক বেতন বিল দাখিল করতে পারবেন না। এ ক্ষেত্রে বিল হিসাবরক্ষণ অফিসে দাখিল হয়েছে কিনা, তা হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করতে হবে।

প্রশ্নঃ একজন কর্মকর্তার বেতন বিল Employee Salary Information এন্টির সময় Deduction অংশে BF, GI এবং Stamp Duty Entry করতে হবে কিনা?

উত্তরঃ কর্মকর্তার বেতন বিলে BF, GI এবং Stamp Duty স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়, এই জন্য নতুন করে  Employee Salary Information এ BF, GI এবং Stamp Duty এন্ট্রি  করতে হবে না।

আর জানুনঃ

আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ? ibas++ta da staff login ?

প্রশ্নঃ মাষ্টার রোলে কর্মরত কর্মচারীদের বেতন কিভাবে হবে?

উত্তরঃ মাষ্টার রোলে কর্মরত কর্মচারিীদে মজুরী বা পারিশ্রমিক দেওয়া হয়, বেতন দেওয়া হয় না। মজুরী বা পারিশ্রমিক কন্টিনজেন্সি বিলের মাধ্যমে হবে।

প্রশ্নঃ চলতি দায়িত্বের ক্ষেত্রে দায়িত্বে ভাতার বরাদ্দ না থাকলে দায়িত্ব ভাতার এন্ট্রি দেয়া যাবে কিনা ?

উত্তরঃ এন্ট্রি দেওয়া যাবে কিন্তু বাজেট বরাদ্দ ছাড়া বিল পাওয়া যাবে না।

আরও জানুনঃ

ibas++salary statement 2022

admin

Recent Posts

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন ভাতা বৃদ্ধির গেজেট ২০২৪ ?

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন বিল বৃদ্ধির ভ্রমণ ভাতা গেজেট ২০২৪ ?…

1 day ago

নবম পে স্কেল ২০২৪ সহ ৭ দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

2 weeks ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

4 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

1 month ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

1 month ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

2 months ago