আয়কর রিটার্ন জমা করার জন্য ibas++salary statement 2024 বের করার উপায় ?
সরকারি কর্মকর্তা কর্মচারীগণের প্রতিবছর আয়কর রিটার্ন জমা দিতে হয় এই জন্য প্রত্যেকের ibas++salary statement প্রয়োজন হয়। এ জন্য আমরা হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে করি। কিন্তু ১০ (দশ) গ্রেড থেকে ১ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাগণের তাদের আইডি থেকে স্যালারি স্টেটমেন্ট বের করা যায় এবং ১১তম গ্রেড হতে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের স্টেটমেন্ট তাদের ডিডও আইবাস++ একাউন্ট হতে বের করা যায়। এই পোস্ট হতে আমরা আইবাস থেকে বেতন বিবরণী বা স্যালারী স্টেটমেন্ট বের করার উপায় সম্পর্কে জানব।
আইবাস ++ হতে আয়কর রিটার্ন জমা করার জন্য বেতন বিবরণী বের করার উপায় ২০২৪ ?
সরকারি কর্মকর্তা/কর্মচারিদের আয়কর রিটার্ন জমা করার জন্য প্রতি বছর ম্যানুয়ালী বেতন বিবরনী তৈরী করা হতো। কিন্তু ম্যানুয়ালী তৈরী করা বেশ কষ্টসাধ্য এবং বর্তমানে ম্যানুয়ালী তৈরী করা বেতন বিবরনী গ্রহণযোগ্য নয়। বেতন বিবরণীতে নিম্ন লিখিত তথ্যাদি উল্লেখ করার হয়ঃ
- মুল বেতন
- মেডিক্যাল ভাতা
- বাড়ি ভাড়া ভাতা
- উৎসব ভাতা
- নববর্ষ ভাতা
- দায়িত্ব ভাত ( যদি থাকে)
- শ্রান্তি ও বিনোদন ভাতা ( যদি থাকে)
- বিভিন্ন কর্তন সমূহ।
আইবাস থেকে বেতন বিবরণী বের করার উপায় ?
এখন ibas++ এ salary statement তৈরী করা আছে। আইবাস++ হতে সেলফ ড্রয়িং অফিসারগণ তাদের নিজের আইডি হতে এবং কর্মচারিগণ তাদের ডিডিও আইডি থেকে বেতন বিবরণী প্রিন্ট করে নিতে পারবেন। এ বেতন বিবরণীতে হিসাবরক্ষণ অফিসের কোন স্বাক্ষরের প্রয়োজন নেই।
যে কোন ব্রাুউজারের সাহায্যে ibas.finance.gov.bd প্রবেশ করার পর ইউজার আইডি দিয়ে করলে নিচের স্ক্রিন আসবেঃ
এর পর Ibas++এ Budget Execution অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর Ibas++ এ Pay Bill Repots অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
- Online pay bill Reports: ক্লিক করতে হবে।
- My Yearly Salary Statement: অটোমেটিক সিলেক্ট করা থাকবে।
- Fiscal Year : সিলেক্ট করতে হবে।
- Run Report ক্লিক করলে নিচের রিপোর্ট পাওয়া যাবে।
ibas++salary statement 2022 | আইবাস ++ হতে আয়কর রিটার্ন জমা করার জন্য বেতন বিবরণী বের করার উপায় ভিডিও দেখতে নিতে পারেন।
আইবাস++ অ্যাপের সাহায্যে বেতন ও অন্যান্য বিল সাবমিট করার পদ্ধতি এখানে ক্লিক করুন।
Related tag:salary statement from ibas++ ,ibas++salary statement 2024
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।