nocomments

ibas++salary statement 2024 | আইবাস ++ হতে আয়কর রিটার্ন জমা করার জন্য বেতন বিবরণী বের করার উপায় ?

salary statement from ibas++2024

ibas++salary statement 2024 | আইবাস ++ হতে আয়কর রিটার্ন জমা করার জন্য বেতন বিবরণী বের করার উপায়?

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের আয়কর রিটার্ন জমা করার জন্য প্রতি বছর ম্যানুয়ালী বেতন বিবরনী তৈরী করা হতো। বেতন বিবরণীতে নিম্ন লিখিত তথ্যাদি উল্লেখ করার হয়ঃ

  • মুল বেতন
  • মেডিক্যাল ভাতা
  • বাড়ি ভাড়া ভাতা
  • উৎসব ভাতা
  • নববর্ষ ভাতা

এখন ibas++ এ salary statement তৈরী করা আছে। আইবাস++ হতে সেলফ ড্রয়িং অফিসারগণ তাদের নিজের আইডি হতে এবং কর্মচারিগণ তাদের ডিডিও আইডি থেকে বেতন বিবরণী প্রিন্ট করে নিতে পারবেন। এ বেতন বিবরণীতে হিসাবরক্ষণ অফিসের কোন স্বাক্ষরের প্রয়োজন নেই।

যে কোন ব্রাুউজারের সাহায্যে ibas.finance.gov.bd প্রবেশ করার পর ইউজার আইডি দিয়ে করলে নিচের স্ক্রিন আসবেঃ

এর পর আইবাস++ এ Accounting অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ salary statement 2022 accounting
ibas++ salary statement 2022 accounting
  • Reports Search by NID: ক্লিক করতে হবে।
  • Employee Salary Statement: অটোমেটিক সিলেক্ট করা থাকবে।
  • Fiscal Year : সিলেক্ট করতে হবে।
  • National ID: দিয়ে Run Report ক্লিক করলে নিচের রিপোর্ট পাওয়া যাবে।

ibas++salary statement 2022 | আইবাস ++ হতে আয়কর রিটার্ন জমা করার জন্য বেতন বিবরণী বের করার উপায় ভিডিও দেখতে নিতে পারেন।

আইবাস++ অ্যাপের সাহায্যে বেতন ও অন্যান্য বিল সাবমিট করার পদ্ধতি এখানে ক্লিক করুন।

ibas++salary statement 2022

Related tag:salary statement from ibas++ ,ibas++salary statement 2024

Reply

error: Content is protected !!