Ibas++Employee currently is not active any post এই Message আসলে করণীয় ?
Ibas++ এ যে কোন তথ্য এন্ট্রি করার সময় ”Employee currently is not active any post” Message আসলে এই ক্ষেত্রে করণীয় কি?
এই সমস্যাটি স্টাফদের ক্ষেত্রে ডিডিও আইডিতে এবং হিসাবরক্ষণ অফিসারের আইডিতে স্টাফ ও অফিসারদের ক্ষেত্রে হতে পারে।
সমাধানঃ আইবাস ++ হতে কোন কারণে কর্মকর্তা/কর্মচারি আইবাস++ হতে রিলিজ হয়ে গেলে এই সমস্যাটি তৈরী হয়।
আইবাসে মাস্টার হতে জয়েন করে নিলে সমস্যাটি সমধান হবে।
পারিবারিক পেনশন ফরম ২.২ পূরণের নিয়ম ।
এখান থেকে ভিডিও দেখে নিতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।