nocomments

ibas++ gpf correction | ibas++ gpf subscription correction

এই পোস্ট থেকে নিম্নবর্ণিত বিষয়সমূহ জানা যাবে;

  • ibas++ gpf কি ?
  • ibas++ এ gpf information correction করা যায় ?
  • ibas++ এ কি কি gpf information পাওয়া যাবে ?
  • ibas++ এ gpf correction করার পদ্ধতি ?
  • কোন সময় gpf subscription কম/বেশী করা যায় ?

ibas++ gpf কি ?

সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাদের চাকরির বয়স দুই পূর্ণ হয়েছে, তাদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল চাঁদা কর্তন ব্যধ্যতামূলক। বর্তমানে জিপিএফ ব্যবস্থাপনা অনলাইন করা হয়েছে।

ibas++ এর মাধমে কর্মকর্তা/কর্মচারিদের gpf অনলাইন করার হয়েছে। gpf  এর সকল তথ্য আইবাসে কর্মকর্তাদের ২০১৮-১৯ পর হতে এবং কর্মচারিদের ২০২১-২১ সালের পর হতে সংরক্ষিত আছে।

ibas++ gpf correction করার পদ্ধতি ?

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের শুধুমাত্র জুন মাসে ibas++ gpf correction করা যায়। জুলাই মাসে জিপিএফ কম/বেশি করার জন্য জুলাই মাসে বেতন বিল সাবমিটের আগে সংশোধন করতে হবে। অফিসারগণ তাদের নিজের আইডি থেকে এবং কর্মচারিদের ডিডিও এর আইডি থেকে জিপিএফ এর চাঁদা কম/ বেশি করা যাবে।

ibas++ এ কি কি gpf information পাওয়া যাবে ?

ibas++ হতে নিম্নবর্ণিত gpf information পাওয়া যাবে :

  • জিপিএফ এর চাঁদার পরিমাণ বের করা যাবে।
  • ibas++ হতে gpf slip বের করা যাবে।

কোন সময় gpf subscription কম/বেশী করা যায় ?

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের শুধুমাত্র জুন মাসে ibas++ gpf correction করা যায়। জুলাই মাসে জিপিএফ কম/বেশি করার জন্য জুলাই মাসে বেতন বিল সাবমিটের আগে সংশোধন করতে হবে। অফিসারগণ তাদের নিজের আইডি থেকে এবং কর্মচারিদের ডিডিও এর আইডি থেকে জিপিএফ এর চাঁদা কম/ বেশি করা যাবে।

Ibas++ এ কিভাবে ২০২১ সালে অফিসারদের জিপিএফ কারেকশন বিস্তারিত ভিডিসহ দেখতে এখানে ক্লিক করুন।

How create ibas++ registration of self drawing officer (SDO) id বিস্তারিত এখানে দেখতে পারেন।

রিলেটেড ট্যাগঃ ibas++gpf, ibas++gpf information , ibas++gpf information, ,কোন সময় gpf subscription কম/বেশী করা যায় ?

Reply

error: Content is protected !!