ibas++ gpf চাঁদা correction বা কম/বেশি করার উপায় ২০২৪ ?
- সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ একটি গুরুত্বপূর্ন বিষয়। চাকরির বয়স দুই বছর হলে জিপিএফ এর চাঁদা কর্তন করা বাধ্যতামুলক । জিপিএফ এর চাঁদা কর্তন করার জন্য প্রথমে আইবাস++ জিপিএফ একাউন্ট খুলতে হবে।
এই পোস্ট থেকে নিম্নবর্ণিত বিষয়সমূহ জানা যাবে;
- ibas++ gpf কি ?
- ibas++ এ gpf information correction করা যায় ?
- ibas++ এ কি কি gpf information পাওয়া যাবে ?
- ibas++ এ gpf correction করার পদ্ধতি ?
- কোন সময় gpf subscription কম/বেশী করা যায় ?
ibas++ gpf কি ?
সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাদের চাকরির বয়স দুই পূর্ণ হয়েছে, তাদের জন্য জিপিএফ বা সাধারণ ভবিষৎ তহবিল চাঁদা কর্তন ব্যধ্যতামূলক। বর্তমানে জিপিএফ ব্যবস্থাপনা অনলাইন করা হয়েছে।
ibas++ এর মাধমে কর্মকর্তা/কর্মচারিদের gpf অনলাইন করার হয়েছে। gpf এর সকল তথ্য আইবাসে কর্মকর্তাদের ২০১৮-১৯ পর হতে এবং কর্মচারিদের ২০২১-২১ সালের পর হতে সংরক্ষিত আছে।
ibas++ gpf correction করার পদ্ধতি ?
সরকারি কর্মকর্তা/কর্মচারিদের শুধুমাত্র জুন মাসে ibas++ gpf correction করা যায়। জুলাই মাসে জিপিএফ কম/বেশি করার জন্য জুলাই মাসে বেতন বিল সাবমিটের আগে সংশোধন করতে হবে। অফিসারগণ তাদের নিজের আইডি থেকে এবং কর্মচারিদের ডিডিও এর আইডি থেকে জিপিএফ এর চাঁদা কম/ বেশি করা যাবে।
আইবাস++ এ জিপিএফ ইনফর্মেশন পাওয়া যাবে ?
আইবাস++ এ নিম্নবর্ণিত জিপিএফ ইনফর্মেশন পাওয়া যাবে :
- জিপিএফ এর চাঁদার পরিমাণ বের করা যাবে।
- ibas++ হতে gpf slip বের করা যাবে।
- ibas ++ হতে gpf account balance check করা যাবে।
কোন সময় gpf subscription কম/বেশী করা যায় ?
সরকারি কর্মকর্তা/কর্মচারিদের শুধুমাত্র জুন মাসে ibas++ gpf correction করা যায়। জুলাই মাসে জিপিএফ কম/বেশি করার জন্য জুলাই মাসে বেতন বিল সাবমিটের আগে সংশোধন করতে হবে। অফিসারগণ তাদের নিজের আইডি থেকে এবং
কর্মচারিদের জিপিএফ চাঁদা কর্তনের হার কিভাবে পরিবর্তন করা যায় ?
- কর্মচারিদের ডিডিও এর আইডি থেকে জুন মাসে জিপিএফ চাঁদা কর্তনের হার কম/ বেশি করা যাবে।
কর্মকর্তাদের জিপিএফ চাঁদা কর্তনের হার কিভাবে পরিবর্তন করা যায় ?
- অফিসারগণ তাদের নিজের আইডি থেকে জুন মাসে জিপিএফ চাঁদা কর্তনের হার পরিবর্তন করা যাবে।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
শেষ কথাঃ জিপিএফ চাঁদা কম/বেশি করার জন্য আপনাকে অবশ্যই জুন মাসে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Ibas++ এ কিভাবে ২০২১ সালে অফিসারদের জিপিএফ কারেকশন বিস্তারিত ভিডিসহ দেখতে এখানে ক্লিক করুন।
How create ibas++ registration of self drawing officer (SDO) id বিস্তারিত এখানে দেখতে পারেন।
রিলেটেড ট্যাগঃ ibas++gpf, ibas++gpf information , ibas++gpf information, ,কোন সময় gpf subscription কম/বেশী করা যায় ?
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।