gpf

ibas++ gpf subscriber nominee entry | ডিজিটাল নম্বর দিয়ে আইবাস++ সিস্টেমে নমিনির তথ্য এন্ট্রি করার পদ্ধতি ?

এই পোস্ট থেকে নিম্নবর্ণিত বিষয় সমূহ জানা যাবে:

  • ibas ++ gpf nominee এ এন্ট্রি করার পদ্ধতি ?
  • gpf nominee form পূরণ করার প্রদ্ধতি ?
  • gpf nominee form আপলোড করার পদ্ধতি ?
  • ibas ++ gpf nominee form সাবমিট করার পদ্ধতি ?

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

ibas++ gpf subscriber nominee entry :

সকল সরকারী কর্মচারী/কর্মকর্তার ম্যানুয়ালী জিপিএফ (general provident fund) হিসাব নম্বর রয়েছে। যাদের ম্যানুয়ালি জিপিএফ হিসাব নম্বর রয়েছে তাদের আইবাস++ সিস্টেমে হতে পূর্বের হিসাব নম্বরের পরিবর্তে ১০ ডিজিটের ডিজিটাল নম্বর প্রদান করা হয়েছে।

ম্যানুয়ালি খোলা জিপিএফ হিসাধারীদের নমিনীর তথ্য ম্যানুয়ালি সংরক্ষিত আছে। আইবাস++ সিস্টেমে সকল জিপিএফ হিসাবধারীদের নমিনির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের জন্য আইবাস++ সিস্টেমে ibas++ digital nominee information entry এন্টি করা প্রয়োজন। সকল SDO( self drawing officer) তাদের আইবাস++ এর আইডি হতে এবং সকল নন গেজেটেড কর্মচারিগণ তাদের DDO(drawing and disbursing officer) আইডি হতে তাদের জিপিএফ এর ibas++ try এ gpf subscriber nominee information en এন্ট্রি করতে পারবেন।

আরও জানুনঃ অক্ষমতাজনিত অবসর কি ? অক্ষমতাজনিত অবসর গ্রহণ করলে কি কি সুবিধা পাওয়া যায় ? অক্ষমতাজনিত অবসর গ্রহণ করলে পুনরায় চাকরি ফিরে পাওয়া যায় ?

Ibas++ GPF Subscriber Nominee Entry করার জন্য যে কোন ব্রাউজার দিয়ে আইবাস (Ibas++) প্রবেশ করার পর নিচের স্ক্রিন আসবেঃ

gpf subscriber nominee entry

এখানে ২০১৮-১৯ থেকে নতুন কোড অনুযায়ী অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ digital nominee entry | ibas++ gpf subscriber nominee entry |

তারপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর Ibas++ GPF Subscriber Nominee Entry পরিবর্তন করার জন্য নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ digital nominee entry | ibas++ gpf subscriber nominee entry |

আরও জানুনঃ প্রাপ্যতা বিহীন ছুটি ? প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?

তারপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর Ibas++ GPF Subscriber Nominee Entry পরিবর্তন করার জন্য নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ digital nominee entry | ibas++ gpf subscriber nominee entry |

তারপর আইবাস++ এ ডিজিটাল নম্বরের নতুন নিয়মে জিপিএফ নমিনি তথ্য এন্ট্রি করার জন্য go option এ ক্লিক করার পর নিচের স্ক্রিন আসবেঃ

bas++ digital nominee entry | ibas++ gpf subscriber nominee entry | ibas++ gpf nominee entry

এখানে নিচের তথ্যগুলো দেখা যাবেঃ

১। নতুন ১০ ডিজিটের ডিজিটাল জিপিএফ হিসাব নম্বর।

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

২। পুরাতন জিপিএফ হিসাব নম্বর।

৩। gpf subscribers name

৪। পদবী, অফিসের নাম এবং কোন সময় হতে জিপিএফ এর চাঁদা কর্তন করা হচ্ছে এবং চাঁদার পরিমাণ দেখা যাবে।

আইবাস++ ডিজিটাল নম্বরের নতুন নিয়মে জিপিএফ নমিনি তথ্য এন্ট্রি করার জন্য নমির টাইপ, এনআইডি নম্বর, ধর্ম এবং ঠিকানা দেওয়ার পর add option এ ক্লিক করে সেভ করার পর প্রিন্ট করা অথবা ডাউলোড করা যাবে।

তারপর চাদাঁ প্রদানকারীর জিপিএফ নমিনি পরিবর্তন মনোনয়ন ফরম প্রিন্ট করে দুইজন স্বাক্ষীর স্বাক্ষর এবং জিপিএফ চাঁদা প্রদানকারীর স্বাক্ষর দিয়ে আপনার কম্পিউটারে স্ক্যান করে সেভ করার পর select file option এ ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে yes অপশনে ক্লিক করলে মোবাইলে প্রেরিত ৬ ডিজিটের নম্বরের কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে জিপিএফ নমিনি পরিবর্তন সাবমিট হয়ে যাবে।

Ibas++ GPF Subscriber Nominee Entry পরিবর্তন করার জন্য বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।

নিজে নিজে online এ gpf account balance check করার পদ্ধতি জেনে নিন।

সাধারন ভবিষৎ তহবিল ভর্তি হইবার দরখাস্ত(দুই খানা দাখিল করিতে হইবে) পিডিএফ ডাউনলোড করে সংগ্রহ করে নিতে পারেন।

চাদাঁ প্রদানকারীর মনোনয়ন ফরম ডাউনলোড করে নিন।

মনোনয়ন বাতিলের উপনিমিত্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারেন।

অনলাইনে পদোন্নতিতে উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি জেনে নিন।

পোস্ট রিলেটেড ট্যাগঃ ibas++gpf nominee entry, ibas++ gpf, ibas ++ gpf nominee , gpf nominee form, ibas ++ gpf nominee form , gpf nominee change form,gpf information,gpf,

admin

Recent Posts

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

2 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

3 weeks ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

4 weeks ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

1 month ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

2 months ago