দৈনিক ভিত্তিক শ্রমিক মজুরির হার পুনঃনির্ধারণ ২০২২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
শিক্ষা ভবন,ঢাকা।
স্মারক নং-৩৭.০৭.০০০০.০০৭.৪৯.০৩.২০/৩৯২ তারিখঃ ০৩/০৮/২০২২খ্রি:
বিষয়ঃ দৈনিক ভিত্তিক শ্রমিক মজুরির হার পুনঃনির্ধারণ ।
সূত্র: অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, প্রবিধি অনুবিভাগ, প্রবিধি-৩, অধিশাখার স্মারক নং-০৭.০০.০০০০.১৭৪৩, ৬৬.০৫৯.১৫ (অংশ)-৯৩, তাং ১২/১০/২০২০খ্রি.
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
উপযুক্ত বিষয় ও সূত্রে বর্ণিত পত্র বিবেচ্য স্বাপেক্ষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দৈনিক ভিত্তিক মজুরিতে নিয়োজিত শ্রমিকের দৈনিক মজুরির হার নিম্নবর্ণিত পদবি অনুযায়ী পুন:নির্ধারণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
ক্রমিক | শ্রমিকের ধরণ | পদের নাম | ঢাকা ও চট্টগ্রাম সিটি কপোরেশন এলাকা | বিভাগীয় শহর ও অন্যান্য সিটি কপোরেশন এলাকা | জেলা ও উপজেলা এলাকা | মন্তব্য |
নিয়মিত দক্ষ | উপসহকারী প্রকৌশলী/ ড্রাফটসম্যান/| শ্রমিক কম্পিউটার অপারেটর/ ডাটাএন্ট্রি অপারেটর/ গাড়ী চালক/ লিফটম্যান/ জেনারেটর অপারেটর/ প্লাম্বার/ইলেকট্রিশিয়ান। | ৬০০/০০ | ৫৭৫/০০ | ৫৫০/০০ | ২৬দিনের অধিক হবে না | |
অনিয়মিত অফিস/হিসাব সহকারী/ ষ্টোর কিপার/ অদক্ষ শ্রমিক সুপারভাইজার/অফিস সহায়ক/ মালী/ গার্ড/সুইপার/ ঝাড়দার/ক্লিনার | ৫৭৫/০০ | ৫৫০/০০ | ৫০০/০০ | মাসিক ২২ দিনের অধিক হবে না। |
এ ব্যয় পরিচালন বাজেটের মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহের পরিচালন কোড নং-১২৫০৩০১-১০৯৯৭২-৩২১১১০৯ বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আওতাধীন পরিচালন বাজেটে বরাদ্দকৃত অর্থ হতে মিটানাে হবে। দৈনিক ভিত্তিক পুন:নির্ধারণকৃত শ্রমিক মজুরির হার ০১/০৭/২০২২ তারিখ থেকে কার্যকর হবে।
স্বাক্ষরিত
(শাহ্ নইমুল কাদের)
প্রধান প্রকৌশলী(চলিতি দায়িত্ব)।
অর্থ মন্ত্রণালয় সার্কুলার দৈনিক মজুরি বেতন এর সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন।
জিপিএফ ব্যালেন্স এর স্লিপ বের করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
রিলেটেড ট্যাগঃ দৈনিক ভিত্তিক শ্রমিক মজুরি হার 2023, অর্থ মন্ত্রণালয় সার্কুলার দৈনিক মজুরি বেতন,অনিয়মিত শ্রমিকদের বেতন, স্থানীয় সরকার বিভাগ দৈনিক হাজিরা ভিত্তিক ২০২২
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।