nocomments

অর্জিত ছুটি কাকে বলে ? অর্জিত ছুটি কত প্রকার ও কি কি ? গড় বেতনে অর্জিত ছুটির হিসাব ২০২৪ ?

অর্জিত ছুটি কাকে বলে ? অর্জিত ছুটি কত প্রকার ও কি কি ?

অর্জিত ছুটি (Earned Leave)

 সরকারী কর্মকর্তা/কর্মচারীর কর্মকালীন সময়ের দ্বারা যে ছুটি অর্জিত হয়, তাকে অর্জিত ছুটি বলা হয়। (বি এস আর, পার্ট-১ এর বিধি-১৪৫)। 

অর্জিত ছুটি কত প্রকার ও কি কি ?

 অর্জিত ছুটি দুই প্রকার। 

যথা:-

(১) গড় বেতনে অর্জিত ছুটি, এবং 

(২) অর্ধ-গড় বেতনে অর্জিত ছুটি।

       অর্জিত ছুটির হিসাব বের করার উপায় ?

জিপিএফ ব্যালেন্স চেক ২০২৩

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

গড় বেতনে অর্জিত ছুটির হিসাব ২০২৪ ?

গড় বেতনে অর্জিত ছুটি ?

বি এস আর, পার্ট-১ এর বিধি-৫ এর উপবিধি-(৩২) অনুযায়ী যে ছুটিকালে গড় বেতনের সমান ছুটিকালীন বেতন প্রাপ্য, তাকে গড় বেতনে অর্জিত ছুটি বলা হয়। 

নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি-৩(১)(i) অনুযায়ী একজন কর্মচারী কর্মকালীন সময়ের প্রতি ১১ দিনের জন্য ১ দিন হিসাবে গড় বেতনে ছুটি অর্জন করেন। 

গড় বেতনে অর্জিত ছুটির হিসাব ২০২৪ ?
গড় বেতনে অর্জিত ছুটির হিসাব ২০২৪ ?

গড় বেতনে অর্জিত ছুটির হিসাব করার উপায় ?

উদাহরণ : একজন সরকারী কর্মকর্তার  ০২ ফ্রেবুয়ারী ২০১২ তারিখে চাকরিতে যোগদান করেন । তিনি ১০ ডিসেম্বর, ২০২২ তারিখ হইতে ১ মাসের   ছুটিতে যাওয়ার আবেদন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তার ১০ ডিসেম্বর, ২০২২ তারিখ হতে ছুটিতে যাওয়ার আবেদন করেছেন, সেইহেতু ১০ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত তাঁর অর্জিত ছুটির প্রাপ্যতার হিসাব করা প্রয়োজন হবে। গড় বেতনে অর্জিত ছুটির হিসাব বের করার  প্রয়োজনীয় তথ্যাদি নিম্নরূপ-

আরও জানুনঃ কখন শ্রান্তি বিনোদন ভাতার জন্য আবেদন করবেন ও কোন কোন কর্মকর্তা/কর্মচারি rest and recreation leave প্রাপ্য হবেন না ?

(১) চাকরিতে যোগদানের তারিখঃ ০২  ফ্রেবুয়ারী ২০১২ খ্রিঃ

(২) অর্জিত ছুটিতে যাওয়ার আবেদনকৃত তারিখঃ  ১০ ডিসেম্বর, ২০২২

(৩) ইতিপূর্বে ভোগকৃত সর্বমোট ছুটির পরিমাণঃ

(ক) গড় বেতনে অর্জিত ছুটিঃ  ১ মাস ৭ দিন

(খ) প্রসূতি ছুটি- ৬ মাস

(গ) অধ্যয়ন ছুটি- ০২ বছর

(ঘ)  অসাধারণ ছুটি- ২ মাস

আরও জানুনঃ পলিসিস্টিক ওভারি সিনড্রোম কি ? পলিসিস্টিক ওভারি সিনড্রোম লক্ষণ ?

সমাধানঃ

সংশ্লিষ্ট কর্মকর্তার অর্জিত ছুটির হিসাব হবে নিম্নরূপ-

                                                                            সাল          মাস            দিন

  • ছুটিতে যাওয়ার আবেদনকৃত তারিখ :               ২০২৩       ১২               ১০
  • বাদ চাকরিতে যোগদানের তারিখ      :                ২০১২       ০২              ০২   

মোট চাকরিকাল-                                              ১১ বছর     ১০ মাস       ০৮ দিন

আরও জানুনঃ টাইম স্কেল কি ? টাইম স্কেল পাওয়ার নিয়ম ? ২০১৫ পে স্কেল এর পরও কি বহাল রয়েছে ? টাইম স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি ?

বাদ ভোগকৃত ছুটিকাল-              বছর       মাস     দিন

গড় বেতনে অর্জিত ছুটিকাল-      ০০         ০১        ০৭

প্রসূতি ছুটিকাল- ০৬ মাস             ০০         ০৬       ০০

অধ্যয়ন ছুটিকাল- ০২ বছর         ০২         ০০        ০০

অসাধারণ ছুটিকাল- ২ মাস          ০০        ০২      ০০   মোট ২ বছর ৮ মাস ০৭ দিন                                                                                                              

ছুটির হিসাবের জন্য কর্মকাল                                         ০৯ বছর ০২মাস ০১দিন

মোট কর্মদিনের সংখ্যা= ০৯ বছর ৩৬৫ = ৩২৮৫ দিন

                                             ০২ মাস/৩০= ৬০দিন

                                             ০১ দিন×১= ০১ দিন

                                                    মোট= ৩৩৪৬ দিন   

গড় বেতনে মোট অর্জিত ছুটির পরিমাণ (৩৩৪৬/ ১১) = ৩০৪ দিন 

অথাৎ (৩০৪/৩০)  ১০ মাস ৪ দিন

গড় বেতনে মোট অর্জিত ছুটির পরিমাণ-  ১০ মাস ০৪ দিন

ইতিমধ্যে ভোগকৃত অর্জিত ছুটি-               ০১ মাস  ০৭ দিন   

প্রাপ্য অর্জিত ছুটির পরিমাণ-                    ০৮ মাস ২৭ দিন

আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৪ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?

অর্জিত ছুটি ভোগের নিয়ম ?

গড় বেতনে  কত দিন সর্বোচ্চ অর্জিত ছুটি ভোগে করা যায় ?

 (ক) গড় বেতনে অর্জিত ছুটির মেয়াদ

১। ব্যক্তিগত বা পারিবারিক কারণ : 

নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি- ৩(১)(ii) অনুযায়ী একজন কর্মচারী ব্যক্তিগত বা পারিবারিক কারণে এককালীন সর্বোচ্চ ৪ (চার) মাস পর্যন্ত গড় বেতনের অর্জিত ছুটি ভোগ করিতে পারেন।

 ২। স্বাস্থ্যগত কারণ :১৯৫৯ সালের  নির্ধারিত ছুটি বিধিমালার  ৩(১)(ii) নং বিধি অনুসারে ১ কর্মকর্তা/কর্মচারী  স্বাস্থ্যগত কারণে গড় বেতনে অর্জিত ছুটি এককালীন সর্বোচ্চ ৬ (ছয়) মাস ছুটি ভোগ করতে পারবেন।  তারপরও যদি অতিরিক্ত ছুটির দরকার হলে সেই ছুটি অর্ধ-গড় বেতনে ভোগ করতে পারবেন।

আরও জানুনঃ কোন গ্রেডে কত পেনশন ? সরকারি কর্মকর্তা/কর্মচারিদের কোন গ্রেডে পেনশন কত ২০২৪ ?

 

স্বাস্থ্যগত কারণ অর্জিত ছুটি ভোগের নিয়ম ?

স্বাস্থ্যগত কারণ অর্জিত ছুটি ভোগের নিয়ম ?
স্বাস্থ্যগত কারণ অর্জিত ছুটি ভোগের নিয়ম ?

বাংলাদেশ সার্ভিস রুল , পার্ট-১ এর বিধি-১৫৭ এবং পরিশিষ্ট-৮ এর বিধান মোতাবেক স্বাস্থ্যগত কারণে ছুটির ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলি অনুসরণ করতে হবেঃ 

(১)অর্জিত  ছুটির আবেদনের সাথে মেডিকেল সার্টিফিকেট দাখিল করতে হবে। অনুচ্ছেদ-৯ ও ১৫

(২) স্বাস্থ্যগত কারণে ৩ মাসের অধিক ছুটির আবেদনের ক্ষেত্রে অথবা ৩ মাসকে অতিক্রমপূর্বক ছুটি বর্ধিতকরণের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সার্টিফিকেট প্রয়োজন হবে। অনুচ্ছেদ-১১

(৩) ছুটি শেষে কর্মে যোগদানের ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট দাখিল করতে হবে। অনুচ্ছেদ-১৯ ও ২০

(৪) দাখিলকৃত মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ সন্তোষ্ট না হইলে দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষার আদেশ দিতে পারবেন।

আরও জানুনঃ প্রাপ্যতা বিহীন ছুটি ? প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?

অর্জিত  ছুটির সর্বোচ্চ মেয়াদ ?

নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি-৭ অনুযায়ী 

  • ব্যক্তিগত বা পারিবারিক কারণে এককালীন সর্বোচ্চ ১ (এক) বৎসর 
  • স্বাস্থ্যগত কারণে ২ (দুই) বৎসর পর্যন্ত ছুটি ভোগ করা যায়। 

অর্জিত ছুটির আবেদন ফরম ২৩৯৫ ডাউনলোড করার উপায় ?

অর্জিত ছুটির আবেদন ফরম ২৩৯৫ ফরম ডাউনলোড করে নিতে এখানে ক্লিক করুন।

বছরে অর্জিত ছুটি কতদিন ?

# গড় বেতনে অর্জিত ছুটি ১১ কর্মদিবের জন্য ১ দিন ছুটি অর্জিত হয়। ১ বছরে বা ৩৬৫ দিনে গড় বেতনে অর্জিত ৩৩ দিনের মত।
# অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি ১২ কর্মদিবের জন্য ১ দিন ছুটি অর্জিত হয়। ১ বছরে বা ৩৬৫ দিনে গড় বেতনে অর্জিত ৩০ দিনের মত।

রিলেটেড ট্যাগঃ অর্জিত ছুটির হিসাব ২০২৪ ?, অর্জিত ছুটি ভোগের নিয়ম,অর্জিত ছুটির হিসাব,অর্জিত ছুটির আবেদন ফরম ওয়ার্ড ফাইল,গড় বেতনে অর্জিত ছুটি ফরম,অর্জিত ছুটি ভোগের নিয়ম ?,গড় বেতনে অর্জিত ছুটির হিসাব ২০২৪ ?

Reply

error: Content is protected !!