nocomments

আইবাস++এ শিক্ষা ভাতা পাওয়ার উপায় ?

আইবাস++এ শিক্ষা ভাতা পাওয়ার জন্য সন্তানের বয়স কত হবে ?

প্রশ্নঃ Ibas++ কর্মকর্তা/কর্মচারীর তথ্য  এন্ট্রি করার সময় স্বামী/স্ত্রী এর NID না থাকলে করণীয় কি ?

উত্তরঃ Ibas++ স্বামী/স্ত্রী এর NID বাধ্যতামূলক । NID না থাকলে খালি রাখতে হবে। NID পাওয়ার তথ্য এডিট করা যাবে।

প্রশ্নঃ শিক্ষা ভাতা পাওয়ার ক্ষেত্রে সন্তানের বয়স কত হবে?

উত্তরঃ ৫- ২৩ বছর।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

প্রশ্নঃ শিক্ষা ভাতা কত বছর পর্যন্ত পাওয়া যায় ?

  • শিক্ষা ভাতা ২৩ বছর পর্যন্ত পাওয়া যায় ।

প্রশ্নঃ শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির বয়স কত ?

  • শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়স ৫ বছর।

প্রশ্নঃ মা বাবা উভয় সরকারি কর্মচারী হলে সন্তানের শিক্ষা ভাতা পাপ্যতার ক্ষেত্রে করণীয় কি?

উত্তরঃ  স্বামী/স্ত্রী যে কোন একজন শিক্ষা ভাতা প্রাপ্য হবেন।

প্রশ্নঃ সন্তানের জম্ম নিবন্ধন না থাকলে তার নাম আইবাস++ এ এন্ট্রি করা যাবে কি?

উত্তরঃ জম্ম নিবন্ধন না থাকলে তার নাম আইবাস++ এ এন্ট্রি করা যাবে না ।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ (খসড়া) দেখতে পারেন।

আইবাস++ এ জিপিএফ ব্যালেন্স দেখা এবং জিপিএফ স্লিপ প্রিন্ট করার উপায় | ibas++ gpf balance online দেখে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির বয়স, শিক্ষা ভাতা কত বছর পর্যন্ত পাওয়া যায়? আইবাস++এ শিক্ষা ভাতা

Reply

error: Content is protected !!