আইবাস++এ শিক্ষা ভাতা পাওয়ার উপায় ?
আইবাস++এ শিক্ষা ভাতা পাওয়ার জন্য সন্তানের বয়স কত হবে ?
প্রশ্নঃ Ibas++ কর্মকর্তা/কর্মচারীর তথ্য এন্ট্রি করার সময় স্বামী/স্ত্রী এর NID না থাকলে করণীয় কি ?
উত্তরঃ Ibas++ স্বামী/স্ত্রী এর NID বাধ্যতামূলক । NID না থাকলে খালি রাখতে হবে। NID পাওয়ার তথ্য এডিট করা যাবে।
প্রশ্নঃ শিক্ষা ভাতা পাওয়ার ক্ষেত্রে সন্তানের বয়স কত হবে?
উত্তরঃ ৫- ২৩ বছর।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
প্রশ্নঃ শিক্ষা ভাতা কত বছর পর্যন্ত পাওয়া যায় ?
- শিক্ষা ভাতা ২৩ বছর পর্যন্ত পাওয়া যায় ।
প্রশ্নঃ শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির বয়স কত ?
- শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়স ৫ বছর।
প্রশ্নঃ মা বাবা উভয় সরকারি কর্মচারী হলে সন্তানের শিক্ষা ভাতা পাপ্যতার ক্ষেত্রে করণীয় কি?
উত্তরঃ স্বামী/স্ত্রী যে কোন একজন শিক্ষা ভাতা প্রাপ্য হবেন।
প্রশ্নঃ সন্তানের জম্ম নিবন্ধন না থাকলে তার নাম আইবাস++ এ এন্ট্রি করা যাবে কি?
উত্তরঃ জম্ম নিবন্ধন না থাকলে তার নাম আইবাস++ এ এন্ট্রি করা যাবে না ।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ (খসড়া) দেখতে পারেন।
আইবাস++ এ জিপিএফ ব্যালেন্স দেখা এবং জিপিএফ স্লিপ প্রিন্ট করার উপায় | ibas++ gpf balance online দেখে নিতে পারেন।
রিলেটেড ট্যাগঃ শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির বয়স, শিক্ষা ভাতা কত বছর পর্যন্ত পাওয়া যায়? আইবাস++এ শিক্ষা ভাতা
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।