আইবাস++ (Ibas++) হতে বাড়ি ভাড়া, পৌরকর,গ্যারেজ ভাড়া, গ্যাস বিল কর্তনের সার্টিফিকেট বের করার পদ্ধতি?
সরকারি কর্মকর্তা/কর্মচারি যাদের নামে সরকারি বাসা বরাদ্দ আছে অর্থাৎ সরকারি বাসা, ডরমেটরিতে বসবাস করেন, তাদের বেতন বিল হতে বাড়ি ভাড়া, পৌরকর, গ্যারেজ ভাড়া, গ্যাস বিল কর্তন করা বাধ্যতামূলক। বর্তমানে আইবাস++এর সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বেতন বিল পরিশোধ করা হয়ে থাকে। আইবাস++ (Ibas++) হতে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বাড়ি ভাড়া, পৌরকর,গ্যারেজ ভাড়া, গ্যাস বিল কর্তন করা হয়েছে তা জানার প্রয়োজন হয়। এখানে কর্মকর্তাদের নিজের আইবাস আইডি হতে বাড়ি ভাড়া, পৌরকর,গ্যারেজ ভাড়া, গ্যাস বিল কর্তনের সার্টিফিকেট বের করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে।
আরও জানুনঃ
আইবাস++ এ ২০২২ সালে ব্যাংক একাউন্ট পরিবর্তন করার পদ্ধতি
আইবাস++ (Ibas++) হতে বাড়ি ভাড়া, পৌরকর,গ্যারেজ ভাড়া, গ্যাস বিল কর্তনের সার্টিফিকেট বের করার পদ্ধতি ভিডিও দেখে নিতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।