জাতীয় বেতন স্কেল ২০১৫ ইনক্রিমেন্ট বের করার নিয়ম ? এমসিএইচএফপি গনের ৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রাপ্তি ?
পোস্ট সামারীঃ
- জাতীয় বেতন স্কেল ২০১৫ ইনক্রিমেন্ট বের করার নিয়ম ?
- ইনক্রিমেন্ট কি ? ইনক্রিমেন্ট কিভাবে হিসাব করা যায় ?
- ইনক্রিমেন্ট চেক
- ইনক্রিমেন্ট ধাপ
- ৩ টি বিশেষ বা স্পেশাল ইনক্রিমেন্ট এবং অতিরিক্ত ইনক্রিমেন্ট পাওয়ার নিয়ম?
- এমসিএইচএফপি গনের ৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রাপ্তি প্রসঙ্গে
জাতীয় বেতন স্কেল ২০১৫ ইনক্রিমেন্ট বের করার নিয়ম ?
প্রতি ১ জুলাই মাসে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ইনক্রিমেন্ট এর কপি প্রিন্ট করে হিসাবরক্ষণ অফিসে জমা দিতে হয়। ইনক্রিমেন্ট এর কপি বের করার বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।
ইনক্রিমেন্ট কি ? ইনক্রিমেন্ট কিভাবে হিসাব করা যায় ?
প্রতি ১ জুলাই মাসে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মুল বেতনের ৫% হারে বেতন বৃদ্ধি পায়, এটি ইনক্রিমেন্ট। ৫% হারে ইনক্রিমেন্ট হিসাব করে বেতন নির্ধারণ করা হয়।
আরও জানুনঃ Pay fixation increment bd 2023 & Pay fixation verification number বের করার উপায় ?
ইনক্রিমেন্ট চেক
প্রতি ১ জুলাই মাসে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের অবশ্যই তাদের ইনক্রিমেন্ট যোগ হয়েছে কিনা তা চেক করতে হয়। অনেক ক্ষেত্রে অটোমেটিক আইবাস++ এ ইনক্রিমেন্ট নাও যোগ হতে পারে।
ইনক্রিমেন্ট ধাপ
প্রতি ১ জুলাই মাসে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মুল বেতনের ৫% হারে বেতন বৃদ্ধি পেয়ে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর নির্ধারিত গ্রেড অনুযায়ী পরবর্তী ধাপে মিলে যায়।
৩ টি বিশেষ বা স্পেশাল ইনক্রিমেন্ট এবং অতিরিক্ত ইনক্রিমেন্ট পাওয়ার নিয়ম?
বেতন ও ভাতাদি আদেশ, ২০১৫ এর ১২(৫)(ক) (খ) অনুযায়ী
- ৯ম গ্রেডে সরসরি BCS Cadre কর্মকর্তাগণ ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেডে ১টি অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন অর্থাৎ (২২০০০+১১০০)=২৩১০০/- টাকা বেতন নির্ধারিত হবে।
- পিএসসির সুপারিশক্রমে এবং পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে নিযোগ প্রাপ্ত কর্মকর্তাগণ এর প্রারম্ভিক বেতন নির্ধারিত ২২,০০০/- টাকা হবে।
- এ সুবিধা ১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ তারিখ হতে প্রাপ্য হবে।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
- বিশেষ বিধান। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১২ এর উপ- অনুচ্ছেদ (৫) এর দফা (ক) তে যাহা কিছুই থাকুক না কেন, এই আদেশ জারীর পূর্বে, ইতোমধ্যে বিসিএস ক্যাডারভুক্ত কোন কর্মচারী জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৮ম গ্রেডে বেতন নির্ধারণের পর যে ধাপে তাঁহার বেতন নির্ধারিত হইয়াছে পুনরায় উক্ত কর্মচারীর ৯ম গ্রেডে বেতন নির্ধারণের ক্ষেত্রে ইতোপূর্বে ৮ম গ্রেডে নির্ধারিত বেতন হইতে কম বেতন প্রাপ্ত হইবেন না; সেইক্ষেত্রে নতুন করিয়া ৯ম গ্রেডে বেতন নির্ধারণকালে তাঁহার বেতন ৯ম গ্রেডের সংশ্লিষ্ট ধাপের সমান হইলে ঐ ধাপেই বেতন নির্ধারণ করিতে হইবে এবং যদি ঐ স্কেলে ৯ম গ্রেডে উক্ত টাকা সমান কোন ধাপ না থাকে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারিত হবে।
- এ সুবিধা ১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ তারিখ হতে প্রাপ্য হবে।
৩ টি বিশেষ ইনক্রিমেন্ট
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় নব নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) গনের ৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রাপ্তি প্রসঙ্গে
অতিরিক্ত ইনক্রিমেন্ট পাওয়ার স্পষ্ঠীকরণ ?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
সিজিএ ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
স্মারক নং-০৭.03.0000.010.11.193.05-549 তারিখ : ১৪/০৯/২০১৭খ্রি.
বরাবর,
প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
সিজিএ ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় নব নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) গনের ৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রাপ্তি প্রসঙ্গে ।
সূত্র :সিএও/স্বাস্থ্য/স্বাস্থ্য-৩/মতামত/১০৬/৫৬৯ তারিখ : ০৮/০২/২০১৭ খ্রি.
অর্থ বিভাগের ১৩/০২/২০১১ তারিখের ০৭.১৭২.০১৮.০০.০৩.২০১০-১৬ নং স্মারক অনুযায়ী ১ম শ্রেণির নন-ক্যাডার মেডিকেল অফিসার/সহকারী সার্জনদের চাকুরী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়মিত না করা পর্যন্ত তাঁদেরকে প্রথম নিয়োগকালে ১২(ক) ও ১২(গ) National payscale অনুযায়ী দুইটি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের সুযোগ নেই ।
অপরদিকে অর্থ বিভাগের ২০/০৪/২০১৬ তারিখের এসআরও নং ১০৪- আইন/২০১৬ তে সংশোধিত ১৫/১২/২০১৫ তারিখের চাকুরী (বেতন ও ভাতাদী) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১২(৫)(ক) অনুযায়ী আলোচ্য নন-ক্যাডার হিসাবে ৯ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) গণের প্রথম নিয়োগকালে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৯ম গ্রেডে একটি অতিরিক্ত অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধাসহ প্রারম্ভিক বেতন (২২০০০+১১০০)=২৩১০০/- টাকা নির্ধারণ করা যেতে পারে মর্মে এ কার্যালয়ের অভিমত নির্দেশক্রমে জানানো হলো ।
(মোঃ আব্দুর রহমান)
উপ-হিসাব মহানিয়ন্ত্রক পদ্ধতি)
ফোন : ৯৫৫৬৫০১
আরও জানুনঃ দেশের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ? ই-নামজারি কি ? ভূমি মালিকদের আধুনিক কার্ড ?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ,
অর্থ মন্ত্রণালয় বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন অধিশাখা-৩
নং-০৭.০০.০০০০.163.45.০৭২.১৭-২০৯ তারিখ :২৮ ভাদ্র, ১৪২৫ বঃ ১২ সেপ্টেম্বর ২০১৮খ্রিঃ
বিষয় : ২০১৫ এর অনুচ্ছেদ ১২ (৫) (ক) এর বেতন ও ভাতাদি আদেশ, স্পষ্টীকরণ প্রসঙ্গে।
সূত্র: হিসাব মহানিয়ন্ত্রকের স্মারক নং ০৭.০৩.0000.010.11.193.05-677 তারিখ: ১০-০৭-২০১৮ খ্রিষ্টাব্দ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অর্থ বিভাগের ২০ এপ্রিল ২০১৬ তারিখের এসআরও নং-১০৪-আইন/২০১৬ এর আলোকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ কার্যকর হওয়ার পূর্বেই (জাতীয় বেতনস্কেল ২০০৯ এর আওতায়) চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সে ক্ষেত্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় ৯ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্দ নন-ক্যাডার মেডিকেল অফিসার (এম সি এইচ এফপি) কর্মকর্তাগণের অনুকুলে প্রথম নিয়োগকালে ৯ম গ্রেডে একটি অতিরিক্ত অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধাসহ প্রারম্ভিক বেতন (২২০০০-১১০০)=২৩১০০/- টাকা নির্ধারণের কোন সুযোগ নেই ।
হিসাব মহানিয়ন্ত্রক
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
ডিঙ্গার ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০
(মোহাম্মদ হাবিব উল্লাহ)
সিনিয়র সহকারী সচিব
ফোনঃ ৯৫৬৫ ৭৩৩
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।