nocomments

বেসরকারী ইন্টারমিডিয়েট কলেজ শিক্ষকদের ছুটি বিধি ?

বেসরকারী ইন্টারমিডিয়েট কলেজ শিক্ষকদের ছুটি বিধি

 (১) ছুটি :

কলেজে দু’বছর এক নাগাড়ে চাকুরি না করলে নৈমিত্তিক ছুটি ছাদা কোন শিক্ষক  আন্যান্য ছুটি প্রাপ্য হবেন না। তবে সর্বোচ্চ ১৫ দিন ডাক্তারের সার্টিফিকেট সহ ছুটি গ্রহণ করতে পারবে।

(২) বেসরকারী ইন্টারমিডিয়েট নৈমিত্তিক ছুটি:

সরকারী কলেজের শিক্ষকের অনুরূপ (বছরে ২০দিন) বেসরকারী কলেজের শিক্ষকগণ বছরে নৈমিত্তিক ছুটি পাবেন।

(৩) বেসরকারী ইন্টারমিডিয়েট অর্জিত ছুটি :

এ বিধির বিধান সাপেক্ষে সরকারী শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য অর্জিত ছুটি বিধির ন্যায় । স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারী ইন্টারমিডিয়েট কলেজের শিক্ষকগণও অর্জিত ছুটি প্রাপ্য হবেন ।

(৪)বেসরকারী ইন্টারমিডিয়েট চিকিৎসা ছুটি :

(এ) ১৬ বিধির বিধান সাপেক্ষে প্রতি পূর্ণ বছর চাকুরি করার জন্য একজন শিক্ষক দশ দিনের জন্য চিকিৎসাজনিত ছুটি পেতে পারেন ।

(বি) রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক সার্টিফিকেট দাখিলের ভিত্তিতে এক মাস পূর্ণ বেতনে এবং তিন মাস অর্ধ বেতনে চিকিৎসা ছুটি মঞ্জুর করা যেতে পারে ।

(সি) চিকিৎসা ছুটি জমা থাকা সাপেক্ষে চিকিৎসা সর্টিফিকেট দাখিলের ভিক্তিতে এক মাস পূর্ণ বেতনে এবং তিন মাস অর্ধ বেতনে চিকিৎসা ছুটি মঞ্জুর করা যেতে পারে।

ব্যতিক্রম ধর্মী ক্ষেত্রে শিক্ষককের সুস্থ্য হওয়ার সময় পর্যন্ত কোন শিক্ষককে বিনা বেতনে গভর্নিং বডি ছুটি মঞ্জুর করিতে পারেন।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

(৫) বেসরকারী ইন্টারমিডিয়েট মাতৃত্বজনিত ছুটি :

এক জন মহিলা শিক্ষক একসাথে দু’মাসের মাতৃত্ব জনিত ছুটি পেতে পারেন এবং সারা চাকুরী জীবনে চার মাস মাতৃত্বজনিত ছুটি পেতে পারেন।

(৬) বেসরকারী ইন্টারমিডিয়েট অসাধারণ ছুটি :

অসাধারণ ছুটি বিনা বেতনে এক সাথে দু বছরের জন্য মঞ্জুর করা যেতে পারে। কিন্তু অসাধারণ ছুটির সময় চাকুরির গণনার ক্ষেত্রেও জ্যেষ্ঠাতার ক্ষেত্রে হিসাব করা হবে না।

(৭)বেসরকারী ইন্টারমিডিয়েট কতর্ব্যকালীন ছুটিঃ

কর্তব্য ছুটি নিম্ন ক্ষেত্রে মঞ্জুর করা যেতে পারে ।

(এ) গভর্নিং বডি বোর্ড অথবা অন্য যে কোন আইনানুগ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পরীক্ষা পরিচালনা ও সভায় উপস্থিতির কারণ।

(বি) কোন আদালতে সমনের প্রেক্ষিতে বা জুনিয়র হিসাবে বা সরকারী স্বাক্ষী হিসাবে হাজির হতে হলে ।

(সি) বিনা ভাতায় কোন সভায় সদস্য হিসাবে কোন সরকারী সংস্থা বা সরকারী অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান অংশ গ্রহণ করা।

আরও জানুুনঃ

সার্বজনীন পেনশন ব্যবস্থা কি ? সার্বজনীন পেনশন ব্যবস্থার আইন ২০২৩ ?

(ডি) কোন কলেজ, বোর্ড বা সরকারী সংস্থার সভায় ও সম্মেলনে প্রতিনিধিত্ব

হওয়া।

(ই) শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাশ নেবার জন্য আহ্বান জানানো হলে তথায় হাজির

(৮) শিক্ষা ছুটি :

 (১) একজন শিক্ষ পূর্ণ পাঁচ বছর চাকুরী করলে শিক্ষা ছুটি পেতে পারেন। তবে অধ্যয়ন গভর্নিং বডির প্রয়োজনে বা শিক্ষাগত যোগ্যতার উন্নয়নে হতে হবে।

(এ) সারা চাকুরী জীবনে একজন শিক্ষক তিন বছরের শিক্ষা ছুটি পেতে পারেন।

(বি) এক জন শিক্ষক ১ম বছরে পূর্ণ বেতনে, ২য় বছরে অর্ধ বেতনে এবং তৃতীয় বছরে বিনা বেতনে শিক্ষা ছুটি পাবেন ।

আরও জানুনঃ

ই-নামজারি কি ? ই-নামজারি আবেদন বা ই-নামজারি সিস্টেম নাগরিকের আবেদন করার উপায় ?

(সি) শিক্ষক শিক্ষা ছুটি শেষে কলেজে ফেরৎ এসে পাঁচ বছর ঐ প্রতিষ্ঠানে চাকুরি করতে বাধ্য থাকিবেন অথবা গ্রহণকৃত অর্থ ফেরৎ দিতে বাধ্য থাকবেন মর্মে একটি বন্ড সম্পাদন করবে।

(৯) ছুটি অধিকার হিসাবে দাবী করা যাবে না :

১৬ ও ২৩ অনুচ্ছেদ যা কিছুই থাক না কেন,ছুটি কখনই অধিকার হিসাবে দাবী

করা যাবে না।

রিলেটেড ট্যাগঃ ইন্টারমিডিয়েট কলেজ শিক্ষকদের ছুটি

Reply

error: Content is protected !!