Ibas++employee income tax certificate 2024 ?
আইবাস++ হতে কোন গ্রেডের চাকরিজীবিগণ কিভাবে ও কোথায় হতে আয়কর কর্তনের সার্টিফিকেট সংগ্রহ করবে !!!
আইবাস++ হতে কোন গ্রেডের কর্মকর্তা/কর্মচারিগণ কিভাবে এবং কোথায় হতে আয়কর কর্তনের সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
১০ গ্রেড হতে ১ গ্রেডের কর্মকর্তাগণ কিভাবে Ibas++ হতে income tax সার্টিফিকেট বের করবে ?
- আইবাস++ হতে ১০ গ্রেড হতে ১ গ্রেডের কর্মকর্তাদের তাদের নিজেদের আইবাস++ এর আইডি হতে আয়কর কর্তনের সার্টিফিকেট বের করতে পারবে ।
আরও জানুনঃ আয়কর রিটার্ন জমা করার জন্য ibas++salary statement 2024 বের করার উপায় ? জেনে নিন সহজ উপায় ?
১১ গ্রেড হতে ২০ গ্রেডের কর্মচারিগণ কিভাবে Ibas++ হতে income tax সার্টিফিকেট বের করবে ?
- ১১ গ্রেড হতে ২০ গ্রেডের কর্মচারিগণ তাদের ডিডিও এর আইবাস++ এর আইডি হতে আয়কর কর্তনের সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।
- আবার সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস হতে সকল কর্মকর্তা/কর্মচারিগণ আয়কর কর্তনের সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।
- সরকারি কর্মকর্ত/কর্মচারিদের প্রতি মাসের বেতন বিল আয়কর বিধিমালা হতে আয়কর কর্তন করা হয়। অর্থ বছর শেষে আয়কর রিটার্ন জমা করার জন্য Ibas++হতে income tax বা আয়কর সার্টিফিকেট দরকার । আইবাস++ হতে কর্মকর্তা/কর্মচারিদের আয়কর সার্টিফিকেট বের করা প্রয়োজন হয়। ডিডিও এবং এসডিওগণ তাদের আইবাস++ এর আইডি হতে ও কর্মচারিগণ তাদের ডিডিও এর আইবাস++আইডি হতে আয়করের সনদ বের করে নিতে পারবে।
এ জন্য আইবাস++ যে কোন ব্রাউজারের ডিডিও আইডিতে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
- Budget execution অপশনে প্রবেশ করতে হবে।
- রিপোর্ট অপশনে প্রবেশ করতে হবে।
- তারপর DDO Monitoring Report অপশনে প্রবেশ করতে হবে।
- এরপর ড্রপডাউন থেকে Employee income tax statement সিলেক্ট করতে হবে।
- তারপর Run report অপশনে ক্লিক করলে আইবাস++ কর্মচারিদের আইবাস++আয়করের সনদ বের হবে।
আরও জানুনঃ অনলাইনে বেতন নির্ধারণ করার নিয়ম ? অনলাইনে বেতন নির্ধারণী ২০২৩ ?
নিম্নরুপ আইবাস++আয়করের সনদ বের হবেঃ
- আইবাস++আয়করের সনদ প্রিন্ট করার পর Accounts Officer/any other authorized officer নিকট হতে অনুমোদন নিতে হবে।
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
Related tag: ibas++ income tax 2023, ibas++ income tax
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।