nocomments

Ibas++employee income tax certificate 2023 | আইবাস++ হতে কর্মচারিদের আয়করের সনদ বের করার  পদ্ধতি ২০২৩ ?

সরকারি কর্মকর্ত/কর্মচারিদের প্রতি মাসের বেতন বিল আয়কর বিধিমালা  হতে আয়কর কর্তন করা হয়। অর্থ বছর শেষে আয়কর রিটার্ন জমা করার  জন্য Ibas++হতে income tax বা আয়কর সার্টিফিকেট দরকার । আইবাস++ হতে কর্মকর্তা/কর্মচারিদের আয়কর সার্টিফিকেট বের করা প্রয়োজন হয়। ডিডিও এবং এসডিওগণ তাদের আইবাস++ এর আইডি হতে ও কর্মচারিগণ তাদের ডিডিও এর আইবাস++আইডি হতে আয়করের সনদ বের করে নিতে পারবে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

 এ জন্য আইবাস++ যে কোন ব্রাউজারের  ডিডিও আইডিতে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++income tax ?
Ibas++income tax ?
  • Budget execution অপশনে প্রবেশ করতে হবে।
  • রিপোর্ট অপশনে প্রবেশ করতে হবে।
  • তারপর DDO Monitoring Report অপশনে প্রবেশ করতে হবে।
  • এরপর ড্রপডাউন থেকে Employee income tax statement সিলেক্ট করতে হবে।
  • তারপর Run report অপশনে ক্লিক করলে আইবাস++ কর্মচারিদের আইবাস++আয়করের সনদ বের হবে।

আরও জানুনঃ অনলাইনে বেতন নির্ধারণ করার নিয়ম ? অনলাইনে বেতন নির্ধারণী ২০২৩ ?

নিম্নরুপ আইবাস++আয়করের সনদ বের হবেঃ

Ibas++income tax ? বা আইবাস++আয়করের সনদ ২০২২

  • আইবাস++আয়করের সনদ প্রিন্ট করার পর Accounts Officer/any other authorized officer নিকট হতে অনুমোদন নিতে হবে।

Related tag: ibas++ income tax 2023, ibas++ income tax

Reply

error: Content is protected !!