ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?
ছুটি নগদায়নের ইংরেজি কি ?
- ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) .
ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?
অবসর উত্তর ছুটি ভোগ না করলে ছুটি নগদায়ন সুবিধা প্রাপ্য হবে কি ?
- অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে ১৮ (আঠারো) মাসের ছুটি নগদায়ন অর্থাৎ ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হইবেন। অবসর- উত্তর ছুটি (PRL) এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে ০২ (দুই) দিনের অর্ধগড় বেতনের ছুটিকে ০১ (এক) দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর (Conversion) করা যাইবে। অবসরকালীন মূল বেতনের ভিত্তিতে উক্ত নগদায়ন সুবিধা অবসর-উত্তর ছুটির শুরুতে প্রাপ্য। অবসর-উত্তর ছুটি ভোগ না করিলেও এই আর্থিক সুবিধা প্রাপ্য হইবেন। (পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর সংযোজনী-১৯)
আরও জানুনঃ অর্জিত ছুটি কাকে বলে ? অর্জিত ছুটি কত প্রকার ও কি কি ? গড় বেতনে অর্জিত ছুটির হিসাব ২০২৪ ?
ছুটি নগদায়ন প্রজ্ঞাপন ২০২৪ ?
- ইএলপিসি প্রাপ্তির ১ (এক) মাসের মধ্যেই সংশ্লিষ্ট কর্মচারী প্রাপ্যতা সাপেক্ষে নির্ধারিত ফরমে ছুটি নগদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করিবেন।
- অর্জিত ছুটির হিসাব নিরূপণক্রমে পিআরএল ও নগদায়নের জন্য প্রাপ্য ছুটির পরিমাণ নির্ধারণ করিতে হইবে।
- প্রশাসনিক কর্তৃপক্ষ ৩ (তিন) মাসের মধ্যে ছুটি নগদায়নের মঞ্জুরিপত্র জারি করিবেন।
- ছুটি নগদায়নের মঞ্জুরির আদেশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মচারী বিল দাখিল করিবেন।
- ছুটি নগদায়নের অর্থের চেক/EFT হিসাবরক্ষণ অফিস বিল প্রাপ্তি সাপেক্ষে পিআরএল-এ গমনের পরবর্তী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কাচারীর নিকট/ব্যাংক একাউন্টে প্রেরণ নিশ্চিত করিবে। (পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ-২.০৬ ও 2.07)
আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৪ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?
বিভাগীয় শাস্তি থাকলে ছুটি নগদায়ন সুবিধা প্রাপ্য হবে কি ?
- দণ্ড হিসাবে বাধ্যতামূলকভাবে অবসরপ্রাপ্ত কোনো কর্মচারী ছুটি নগদায়ন সুবিধা পাইবেন না। (স্মারক নং অম(অবি)/প্রবি-২/ছুটি-৩/৮৫/৫১, তারিখ : ৩০ মে, ১৯৮৯)
চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে কি ছুটি নগদায়ন প্রাপ্য হবেন কি ?
- চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মৃত্যুবরণ করিলে মৃত্যুর তারিখে অবসরগ্রহণ ধরিয়া পাওনা সাপেক্ষে ছুটির সর্বাধিক ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ নগদ অর্থ তাঁহার পরিবারকে প্রদেয় হইবে। এইক্ষেত্রে পরিবার বলিতে পারিবারিক পেনশন প্রদান নিমিত্তে সংজ্ঞায়িত পরিবার বুঝাইবে। (অর্থ বিভাগের প্রজ্ঞাপন নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৫.৮১, তারিখ: ১৪-১০-২০১৫ খ্রিঃ/২৯-৬-১৪২২ বঃ এবং স্মারক অম/অবি/প্রবি-২/ছুটি-১৬/৮৪/১৯৩, তারিখ : ২১ সেপ্টেম্বর, ১৯৮৫)
- অবসরের পর চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও ছুটি নগদায়নের সুবিধা প্রাপ্য। তবে এইক্ষেত্রে ছুটির প্রাপ্যতা নির্ণয়ের সময় পি আর এল এর সময় ১২ মাস বাদ দিয়া অবশিষ্ট পাওনা ছুটির অনুর্ধ্ব ১৮ মাস নগদায়নের সুবিধা দেওয়া হইবে। (অর্থ বিভাগের প্রজ্ঞাপন নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৫.৮১, তারিখ: ১৪-১০- ২০১৫ খ্রিঃ/২৯-৬-১৪২২ বঃ এবং স্মারক নং অম(অবি)/প্রবি-২/ছুটি-১৪/৮৫/১৪০, তারিখ : ২৫ আগস্ট, ১৯৮৭)
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
রিলেটেড ট্যাগঃ ছুটি নগদায়ন প্রজ্ঞাপন, ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?,ছুটি নগদায়ন প্রজ্ঞাপন ২০২৪ ? ছুটি নগদায়ন প্রজ্ঞাপন
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
মেইলে পেতে চাই, ডাউনলোড করতে পারছিনা।
আপনার ইমেল এর ঠিকানা কমেন্ট উল্লেখ করুন। ধন্যবাদ।