জাতীয়করণকৃত শিক্ষকদের চাকুরীকাল কোন তারিখ হতে গণনা করে পিআরএল, লাম্পগ্রান্ট মঞ্জুর করা হবে ?
জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অর্জিত ছুটির হিসাব কোন তারিখ থেকে গণনা করে লাম্প গ্রান্ট এবং পিআরএল ছুটির হিসাব করা হবে ?
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
পোস্ট সামারীঃ
- জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের অর্জিত ছুটির হিসাব কোন তারিখ হতে গণনা করা হবে ?
- জাতীয়করণকৃত তারিখ হতে গণনা করে ?
- না সরকারিকরণের তারিখ হতে ?
- ২০১৩ ও ২০১৪ সালে অধিগ্রহণকৃত/জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকুরীকাল গণনা ও ছুটির প্রাপ্যতা, জাতীয়করণকৃত তারিখ হতে গণনা করে পেনশন, লাম্পগ্রান্ট এবং পিআরএল মঞ্জুর করা হবে । বিষয়টি নিয়ে মতভেদ তৈরী হওয়ায় এ বিষয়ে সিন্ধান্তের জন্য ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ এর কার্যালয়ে প্রত্র লেখা হয়।
আরও জানুনঃ ২৫ বছরের বেশি বয়সের সন্তান কি আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন ?
ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ এর কার্যালয় জাতীয়করণ শিক্ষকদের অর্জিত ছুটি কোন তারিখ হতে গণনা করে পেনশন, লাম্পগ্রান্ট এবং পিআরএল অনুমোদনের ব্যাপারে নিম্নরুপ সিন্ধান্ত প্রদান করেঃ
- অর্থ মন্ত্রণালয়ের ১২/০৮/২০২০ খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১6১.৩৮.০০১.১৭-৯২ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা’২০১৩ এর বিধি ২ (গ) এ উল্লিখিত “কার্যকর চাকুরীকাল” একই বিধিমালার বিধি ১০ এ উল্লিখিত শুধু পেনশন গণনার ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায় অন্যান্য ছুটির প্রাপ্যতা কার্যকর চাকুরীকালের ভিত্তিতে নির্ধারণ করার সুযোগ নেই এবং চাকুরী সরকারিকরণের তারিখ হতে ছুটি গণনা করে প্রাপ্য/জমাকৃত ছুটির ভিত্তিতে পিআরএলসহ লাম্পগ্রান্ট দাবীর বিল পরিশোধ করা যেতে পারে মর্মে আপনার কার্যালয়ের মতামতের সহিত এ কার্যালয় একমত পোষণ করে।
আদেশটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
রিলেটেড ট্যাগঃ জাতীয়করণ শিক্ষকদের অর্জিত ছুটি
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।