nocomments

টি এ বিলের গেজেট ২০২২ । আইবাস++ এ Distance Calculator বা ibas++ distance matrix মাধ্যমে নতুন টিএ বিলের দূরত্ব বা কিলোমিটার বের করা উপায় ২০২২ ?

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবে:

  • টিএ বিলের নতুন পরিপত্র ২০২২
  • ভ্রমণ বিল ও দৈনিক ভাতা সংক্রান্ত নীতিমালা
  • সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার হার
  • টিএ ডিএ বিল করার নিয়ম
  • টিএ বিলের দূরত্ব বের করার উপায় ?
  • আইবাস++ এ Distance Calculator মাধ্যমে নতুন টিএ বিলের দূরত্ব বা কিলোমিটার বের করা উপায় ২০২২

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

সরকারি কর্মচারীদের ভ্রমণ বিল ও দৈনিক ভাতা হার সংক্রান্ত নীতিমালা ২০২২

সকল সরকারি কর্মচারীর দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা ইত্যাদি ০১/১০/২০২২ খ্রিঃহতে শেণিবিন্যাস গ্রেড ভিত্তিক করা হয়েছেঃ

১। সরকারি কর্মচারীদের শ্রেণিবিন্যাসঃ

  • ক্যাটিগরি-১ : ৫ম গ্রেড এবং তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মচারী।
  • ক্যাটিগরি-২ :৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডভুক্ত কর্মচারী।
  • ক্যাটিগরি-৩ : ১১তম থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারী।
  • ক্যাটিগরি-৪ : ১৭তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারী।

২। দৈনিক ভাতাঃ

 ক্যাটিগরি-১ :

১। গ্রেড-১ ও তদূর্ধ্ব ১৪০০/- টাকা

২। গ্রেড-২ এবং গ্রেড-৩ : ১২২৫/- টাকা

৩। গ্রেড-৪ এবং গ্রেড-৫ : ১০৫০/- টাকা

 ক্যাটিগরি-২

১। গ্রেড-৬ এবং গ্রেড-৭ : ৯০০/- টাকা

২। গ্রেড-৮ থেকে গ্রেড-১০ : ৮৭৫/- টাকা

ক্যাটিগরি-৩

১। গ্রেড-১১ থেকে গ্রেড-১৩ :৭০০/- টাকা

২। গ্রেড-১৪ থেকে গ্রেড-১৬: ৪৯০/- টাকা

ক্যাটিগরি-৪।

১। গ্রেড-১৭ থেকে গ্রেড-২০: ৪০০/- টাকা

নতুন টিএ বিলের দূরত্ব বা কিলোমিটার বের করা উপায় ২০২২

ব্যয়বহুল স্থানে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকার জন্য সাধারণ হারের অতিরিক্ত ৩০%।

আরও জানুনঃ স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন পাবেন কি ?পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কী কী বিশেষ সুবিধা প্রাপ্য হন ? কারা আজীবন পারিবারিক পেনশন পাবেন ?

distance matrix ibas++ বা ibas++ distance matrix বের করার ১ম ধাপ ?

ibas++ distance matrix বা আইবাস++ এ Distance Calculator মাধ্যমে নতুন টিএ বিলের দূরত্ব বা কিলোমিটার বের করা উপায় ২০২২

আপনি যে কোন ব্রাউজারের সাহায়্যে ibas.finance.gov.bd এই ঠিকানায় প্রবেশ করলে নিচের স্ক্রিন দেখতে পাবেন

distance matrix ibas++ বা ibas++ distance matrix বের করার ২য় ধাপ ?

তারপর distance matrix ibas++ নির্ণায়ক নতুন এই অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

distance matrix ibas++ বা ibas++ distance matrix বের করার ৩য় ধাপ ?

এখানে Departure Location ড্রপডাউন থেকে রওনা করেছেন সেই জায়গায় নাম এবং Arrival Location যে জায়গায় ভ্রমন করেছেন সে জায়গার নাম ড্রপডাউন থেকে সিলেক্ট করলে Distance Km জায়গায় দূরত্ব দেখাবে।

আইবাস++ এ Distance Calculator মাধ্যমে নতুন টিএ বিলের দূরত্ব বা কিলোমিটার বের করা উপায় ২০২২ ভিডিও দেখে নিতে পারেন।

আরও জানুনঃ জ্যেষ্ঠ কর্মচারী ও কনিষ্ঠ কর্মচারীদের মধ্যে বেতন সমতাকরণ আদেশ

রিলেটেড ট্যাগ: টিএ বিলের দূরত্ব বের করার উপায়, টিএ বিল গেজেট ২০২২, টি এ বিল ফরম, টি এ বিলের গেজেট, টিএ বিলের হার, গেজেটেড কর্মকর্তার টিএ বিল ফরম, টিএ বিলের পরিপত্র, ট্রান্সফার টিএ বিল করার নিয়ম, নতুন টিএ বিল ফরম, টিএ বিলের নতুন পরিপত্র ২০২২, ভ্রমণ বিল ও দৈনিক ভাতা সংক্রান্ত নীতিমালা সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার হার,ibas++ distance matrix, ibas++ distance calculator,distance matrix ibas++

Reply

error: Content is protected !!