nocomments

পারিবারিক পেনশন মঞ্জুরির প্রয়োজনীয় ফরম, সনদ ও কাগজপত্রাদি | পারিবারিক পেনশন ফরম ২.২

Table of Contents

পারিবারিক পেনশন (Family Pension) কি ?

কোন সরকারী কর্মচারী পেনশন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় নুন্যতম ৫বছর চাকরিকাল পূর্ণ হওয়ার পর চাকুরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করলে উক্ত কর্মচারীর পরিবারের ভরণ পোষণের জন্য যে পেনশন দেওয়া হয়, তাকে পারিবারিক পেনশন (Family Pension) বলে

পারিবারিক পেনশন ফরম ২.২
পারিবারিক পেনশন ফরম ২.২


পারিবারিক পেনশনের মঞ্জুরির জন্য নিম্নবর্ণিত পারিবারিক পেনশন ফরম ২.২,সনদ ও কাগজপত্রাদি প্রশাসনিক/হিসারক্ষণ অফিসে দাখিল করতে হবে। এর অতিরিক্ত কোন কাগজপত্রাদির প্রয়োজন হবে না ।

আরও জানুনঃ লামগ্রান্ট কি। মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি | ছুটি নগদায়ন

পারিবারিক-পেনশনের-জন্য-প্রয়োজনীয়-কাগজপত্র
পারিবারিক-পেনশনের-জন্য-প্রয়োজনীয়-কাগজপত্র

পারিবারিক পেনশনের জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র দরকার ?

(১) পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মচারীর মুত্যু যে সব কাগজপত্র প্রয়োজন হয়ঃ

১। পারিবারিক পেনশন আবেদন ফরম ২.২ (সংযোজনী-৫) = ১ কপি

২। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বুক অথবা গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সর্বশেষ ৩ (তিন)বছরের চাকরির বিবরণী = ১ কপি

৩। অবসর ও পিআরএল গমনের মঞ্জুরিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) = ১ কপি

৪। প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যয়ন পত্র/শেষ বেতন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) = ১ কপি

৫। সত্যায়িত ছবি ( স্বামী/স্ত্রী/ উত্তরাধিকারীগণের) = ৪ কপি

৬। জাতীয় পরিচয়/জম্ম নিবন্ধন ( উত্তরাধিকারী/উত্তরাধিকারীগণের বয়স ১৮ বছরের নিচে হলে জম্ম  সনদ এবং বয়স ১৮ বছরের উপরে হলে জাতীয় পরিচয়পত্র) = ১ কপি

আরও জানুনঃ পারিবারিক পেনশন কি এবং সরকারী কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবার কি কি সুবিধাদি প্রাপ্য হবেন ?

৭। উত্তরাধিকার সনদপত্র  ও ননম্যারিজ সার্টিফিকেট ( সংযোজনী-৩) = ৩ কপি

৮। নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬) = ৩ কপি

৯। অভিভাবক মনোনয়ন এবং অবসর ভাতা ও আনুতোষিক উত্তোলন করার জন্য ক্ষমতা      অর্পণ সনদপত্র (সংযোজনী -৭) = ৩ কপি

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

১০। চিকিৎসক অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদপত্র = ১ কপি

১১। না-দাবী প্রত্যয়নপত্র (সংযোজনী-৮) = ১ কপি

১২। চাকরি স্থায়ীকরণের/নিয়মিতকরণের আদেশ (উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত,আত্তীকরণ এর মাধ্যমে যোগদানকৃত, এডহক ভিত্তিতে নিয়োগকৃতদের ক্ষেত্রে প্রযোজ্য) = ১ কপি

আরও জানুনঃ শুক্রাণু কি ? পুরুষের বন্ধ্যাত্বের লক্ষণ এবং পুরুষের বন্ধ্যাত্ব দূর করার উপায় ? শুক্রাণু বৃদ্ধির উপায় বা বীর্যে শুক্রাণু বৃদ্ধির খাবার ?

১৩। প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) নিবন্ধন, পরিচয় পত্র ও মেডিকেল বোর্ডের সনদপত্র = ৩ কপি

পারিবারিক পেনশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ?

 (২)অবসর ভাতাভোগরত অবস্থায় পেনশনভোগীর মৃত্যু হলে

পারিবারিক পেনশন ফরম সংযোজনী ৭,পারিবারিক পেনশন ফরম 2.2,পারিবারিক পেনশন কি

১। পারিবারিক পেনশন আবেদন ফরম ২.২(সংযোজনী-৫) = ১ কপি

২। সত্যায়িত ছবি (স্বামী/স্ত্রী ও সন্তানগণের) = ৪ কপি

আরও জানুনঃ পেনশন কি? পেনশন যোগ্য চাকুরী এবং পেনশন যোগ্য চাকরির শর্তাবলী ?

৩। উত্তরাধিকার সনদপত্র ও নন ম্যারেজ সার্টিফিকেট (সংযোজনী-৩) = ৩ কপি

৪। নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ(সংযোজনী-৬) = ৩ কপি

৫। অভিভাবক মনোনয়ন এবং অবসর ভাতা ও আনুতোষিক উত্তোলন করার ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭) = ৩ কপি

৬। চিকিৎসক/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যুসনদপত্র = ১ কপি

৭। অবসর ভাতার মঞ্জুরিপত্র = ১ কপি

৮। পিপিও এবং ডি-হাফ= ১ কপি

আরও জানুনঃ পিপিও কি , Pension Payment Order, ইপিপিও কি? ডি-হাফ ( Disburser’s Half) কি?

৯। প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) নিবন্ধন, পরিচয়পত্র ও মেডিকেল বোর্ডের সনদপত্র= ৩ কপি

অফিসে থাকা কোন ডকুমেন্ট দ্বিতীয়বার পেনশনার/ উত্তরাধিকারের নিকট চাওয়া যাবে না।

আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক বা জানার জন্য দেখে নিতে পারেন।

পারিবারিক পেনশন ফরম ২.২ ডাউনলোড করার লিংক ?

পারিবারিক পেনশন ফরম ২.২ ডাউনলোড করে সংগ্রহ করতে পারেন

পারিবারিক পেনশন ফরম ২.১ ডাউনলোড করার লিংক ?

পারিবারিক পেনশন ফরম ২.১ সংগ্রহ করে নিতে পারেন।

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

পারিবারিক পেনশন ফরম সংযোজনী ৩ ডাউনলোড করার লিংক ?

পেনশনারের উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারিজ সার্টিফিকেট সংযোজনী-৩ সংগ্রহ করে নিতে পারেন।

পারিবারিক পেনশন ফরম সংযোজনী ৬ ডাউনলোড করার লিংক ?

পেনশনারের নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬) সংগ্রহ করে নিতে পারেন।

পারিবারিক পেনশন ফরম সংযোজনী ৭ ডাউনলোড করার লিংক ?

আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার ক্ষমতা অর্পণ ফরম সংযোজনী -৭ সংগ্রহ করে নিতে পারেন।

পারিবারিক পেনশন মঞ্জুরির জন্য কাগজপত্র, সনদ এবং ফরম সমূহ দেখে নিতে পারেন

পেনশনভোগরত অবস্থায় মারা গেলে করণীয় কি ?

  • পেনশনভোগরত অবস্থায় কোন সরকারি কর্মকর্তা/কর্মচারি মারা গেলে প্রথমে ইউনিয়ন পরিষদ,/পৌরসভা/ সিটিকর্পোরেশন হতে ডেথ সার্টিফিকেট বা বা মুত্য সনদ নিতে হবে।
  • তারপর মৃত পেনশনারের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মৃত্যসনদসহ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে।
  • সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস বলতে যে অফিস হতে উক্ত পেনশনারের পেনশন ইএফটির আওতায় আনা হয়েছে।
  • হিসাবরক্ষণ অফিস ঐ পেনশনারকে ডেথ ব্লক করবে।

পেনশনার মারা গেলে কে পেনশন পাবে?

  • মৃত পেনশনারের স্বামী যদি সরকারি চাকরি করেন, তাহলে তার স্ত্রী অজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন।
  • আর যদি স্ত্রী সরকারি চাকরিজীবি হয় তাহলে তার স্বামী অজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন।

পারিবারিক পেনশন (Family Pension) চালুর উপায় ‍কি ?

  • মুল পেনশনারে যে অফিসে চাকরি করেছেন তার সর্বশেষ কর্মস্থল অর্থাৎ তিনি যে অফিস হতে অবসরে গেছেন সেই অফিসের অনুমোদন দরকার হবে।
  • সংশ্লিষ্ট অফিস অনুমোদন করে হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবে।
  • হিসাবরক্ষণ অফিস যাচােই-বাচাই সম্পন্ন করে উক্ত পেনশনারের পারিবারিক পেনশন চালু করবে।

পারিবারিক পেনশন কত বছর?

উত্তর : স্বামী/স্ত্রী পারিবারিক পেনশন অজীবন প্রাপ্য হবেন।

রিলেটেড ট্যাগঃ পারিবারিক পেনশন,পারিবারিক পেনশন ফরম,পারিবারিক পেনশন ফরম ২.২,পারিবারিক পেনশনের কাগজপত্র,পারিবারিক পেনশন ফরম ২.২ সংযোজনী ৫,পারিবারিক পেনশন ফরম সংযোজনী ৭,পারিবারিক পেনশন ফরম 2.2,পারিবারিক পেনশন কি

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Reply

error: Content is protected !!