পিএইচডি ডিগ্রীধারীদের অগ্রিম ইনক্রিমেন্ট ?

পিএইচডি ডিগ্রীধারীদের অগ্রিম ইনক্রিমেন্ট ?

এস,আর,ও নং৩১৮-আইন/২০২১ । সরকারি চাকরি আইন ২০১৮ ( ২০১৮ সালে ৫৭ নং আইন) এর ধারা ১৫এরে প্রদত্ত ক্ষমতা বলে সরকার ১লা পৌষ,১৪২২ খ্রিঃ বঙ্গাব্দ মোতাবেক ১৫ ডিসেম্বর,২০১৫ সালের এস,আর,ও নং ৩৬৯-আইন/২০১৫ দ্বারা জারিকৃত চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ সংশোধন করা হয়েছেঃ

  • প্রথম নিয়োগ প্রাপ্ত অথবা চাকরিরত বা কর্মরত পিএইচডি ডিগ্রী অর্জনকারী  শিক্ষা বিভাগীয় কোনো কর্মচারী ( শিক্ষক) যে পদে কর্মরত থাকবেন, উক্ত  পদের জন্য নির্ধারিত ও আহরিত বেতন গ্রেড অনুযায়ী তিনি পিএইচডি  ডিগ্রি অর্জনের জন্য ৩ (তিন) টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা প্রাপ্য হবেন।

তবে শর্ত থাকে যে

  • ৩টি অগ্রিম ইনক্রিমেন্ট পদোন্নতি বা উচ্চতর গ্রেড ( টাইমস্কেল, সিলেকশন গ্রেড বা অন্য যে নামে প্রাপ্য বা প্রাপ্ত উচ্চতর গ্রেড) এ ক্ষেত্রে প্রাপ্য হবে না। পিএইচডি ডিগ্রির থেসিসের বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
  • ইত:মধ্যে পিএইচডি ডিগ্রিধারীগণের গ্রহীত ৩টি অগ্রিম ইনক্রিমেন্ট এর  উত্তোলিত অর্থ ফেরত দিতে হবে না।

পিএইচডি ডিগ্রীধারী শিক্ষদের তিন অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের আদেশ ডাউনলোড করে নিতে পারেন।

আনুতোষিক কি( what is gratuity)? আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ?

পিএইচডি ডিগ্রীধারী শিক্ষদের তিন অগ্রিম ইনক্রিমেন্ট । শিক্ষকদের ৩ টি বিশেষ ইনক্রিমেন্ট ভিডিও দেখতে পারেন।

রিলেটেড ট্যাগ: পিএইচডি ডিগ্রীধারীদের অগ্রিম ইনক্রিমেন্ট ?

Reply

error: Content is protected !!