nocomments

পিএইচডি ডিগ্রীধারীদের অগ্রিম ইনক্রিমেন্ট ?

পিএইচডি ডিগ্রীধারীদের অগ্রিম ইনক্রিমেন্ট ?

এস,আর,ও নং৩১৮-আইন/২০২১ । সরকারি চাকরি আইন ২০১৮ ( ২০১৮ সালে ৫৭ নং আইন) এর ধারা ১৫এরে প্রদত্ত ক্ষমতা বলে সরকার ১লা পৌষ,১৪২২ খ্রিঃ বঙ্গাব্দ মোতাবেক ১৫ ডিসেম্বর,২০১৫ সালের এস,আর,ও নং ৩৬৯-আইন/২০১৫ দ্বারা জারিকৃত চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ সংশোধন করা হয়েছেঃ

  • প্রথম নিয়োগ প্রাপ্ত অথবা চাকরিরত বা কর্মরত পিএইচডি ডিগ্রী অর্জনকারী  শিক্ষা বিভাগীয় কোনো কর্মচারী ( শিক্ষক) যে পদে কর্মরত থাকবেন, উক্ত  পদের জন্য নির্ধারিত ও আহরিত বেতন গ্রেড অনুযায়ী তিনি পিএইচডি  ডিগ্রি অর্জনের জন্য ৩ (তিন) টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা প্রাপ্য হবেন।

পিএইচডি ডিগ্রীধারীদের অগ্রিম ইনক্রিমেন্ট এর শর্ত ?

তবে শর্ত থাকে যে

  • ৩টি অগ্রিম ইনক্রিমেন্ট পদোন্নতি বা উচ্চতর গ্রেড ( টাইমস্কেল, সিলেকশন গ্রেড বা অন্য যে নামে প্রাপ্য বা প্রাপ্ত উচ্চতর গ্রেড) এ ক্ষেত্রে প্রাপ্য হবে না। পিএইচডি ডিগ্রির থেসিসের বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
  • ইত:মধ্যে পিএইচডি ডিগ্রিধারীগণের গ্রহীত ৩টি অগ্রিম ইনক্রিমেন্ট এর  উত্তোলিত অর্থ ফেরত দিতে হবে না।

পিএইচডি ডিগ্রীধারীদের অগ্রিম ইনক্রিমেন্ট আদেশ ডাউনলোড করার উপায় ?

পিএইচডি ডিগ্রীধারী শিক্ষদের তিন অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের আদেশ ডাউনলোড করে নিতে পারেন।

আনুতোষিক কি( what is gratuity)? আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ?

পিএইচডি ডিগ্রীধারী শিক্ষদের তিন অগ্রিম ইনক্রিমেন্ট । শিক্ষকদের ৩ টি বিশেষ ইনক্রিমেন্ট ভিডিও দেখতে পারেন।

রিলেটেড ট্যাগ: পিএইচডি ডিগ্রীধারীদের অগ্রিম ইনক্রিমেন্ট ?

Reply

error: Content is protected !!