nocomments

পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২৪ ও পে ফিক্সেশন বাতিলের পদ্ধতি ২০২৪ ?

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয় সমূহ জানা যাবে;

 • আইবাস++ এ পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন করার পদ্ধতি ?
 • পে ফিক্সেশন বাতিলের আবেদন এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে ?
 • পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২৩ ?
 • পে ফিক্সেশন বাতিলের পদ্ধতি ২০২৩ ?
পে ফিক্সেশন ভুল হলে করণীয় কি
পে ফিক্সেশন ভুল হলে করণীয় কি

আইবাস++ এ পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন করার পদ্ধতি ?

আইবাস++ এ পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম নিম্নে দেয়া হলো;

 • কর্মচারিদের ক্ষেত্রে :

(১) ডিডিও এর  আইবাস++ এর আইডি থেকে মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য এন্ট্রি করতে হবে।

(২) তারপর হিসাবরক্ষণ অফিস বরাবর ফরওয়ার্ড করতে হবে।

 • কর্মকর্তাদের ক্ষেত্রে :

(১) নিজের আইবাস++ এর আইডি থেকে মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য এন্ট্রি করতে হবে।

(২) তারপর হিসাবরক্ষণ অফিস বরাবর ফরওয়ার্ড করতে হবে।

এরপর হিসাবরক্ষণ অফিস হতে অনুমোদন করা হলে মোবাইল নম্বর পরিবর্তন হয়ে যাবে।

পে ফিক্সেশন বাতিলের আবেদন এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে ?

 • প্রথমে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর হিসাবরক্ষণ অফিস বরাবর আবেদন করতে হবে।
 • আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্রের নম্বর।
 • পে ফিক্সেশন  এর কপি।
 • বর্তমান পদের নিযোগপত্র।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২৪ ?

 • কোন উন্নয়ন প্রকল্প বা সরকারী জব কালীন আইবাস++ থেকে অনলাইন ফিক্সেশন করে বেতন গ্রহণ করতে হয়।
 • উন্নতি প্রকল্প সম্পন্ন শেষে অথবা নতুন কোন সরকারি চাকরিতে নিয়োগ পেলে নিশ্চয়ই পূর্বে পে ফিক্সেশন বাতিল করতে হবে।
 • একবার একটি এনআইডি দিয়ে পে ফিক্সেশন করা হলে ২য় বার কোনভাবেই উক্ত এনআইডি দিয়ে পে ফিক্সেশন করা যাবে না।

পে ফিক্সেশন বাতিলের পদ্ধতি ২০২৪ ?

 • প্রথমে আপনার অফিস প্রধান বরাবর পে ফিক্সেশন বাতিলের জন্য আবেদন করতে হবে।
 • অফিস প্রধান হিসাবরক্ষণ অফিস বরাবর আপনার আবেদন ফরওয়ার্ড করবে।
 • উপজেলা বা জেলা হিসাবরক্ষণ অফিস ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস বরাবর পত্র প্রেরণ করবে।
 • ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস তার আইডি হতে পে ফিক্সেশন বাতিল করবে।
 • প্রধান হিসাবরক্ষণ অফিসে প্রধান হিসাবরক্ষণ অফিসার তার আইডি হতে পে ফিক্সেশন বাতিল করবে।

আর জানুন:

Payfixation বা পে ফিক্সেশন কি ? অনলাইন পে ফিক্সেশন বা পে ফিক্সেশনের নিয়ম ?

এখন কি তাহলে কর্তৃপক্ষকে অবহিত না নিউ চাকরি নিয়ে ফিক্সেশন করা যাবে না?


অবশ্যই না। আপনি যদি কোন দপ্তরের মাধ্যমে হিসাবরক্ষণ কাজের জায়গায় ফিক্সেশন করে থাকেন তবে কর্তৃপক্ষকে অবহিত করেই আপনার ফিক্সশন বাতিল করতে হবে। পুরাতন ফিক্সেশন বাদ না করে কোনভাবে নিউ জবের ফিক্সেশন শেষ করার জন্য পারবেন না। পূর্বে ম্যানুয়াল বেতন বিল হতো একারণে ১টি চাকরি ছেড়ে দিয়ে লুকিয়ে অন্য ১টি চাকরিতে যোগদান করলেই বেতন ভাতা পেতেন তার সাথে কোন প্রবলেম হতো না। কর্তৃপক্ষকে অবগত করেই আপনার ফিক্সেশন বাদ করে নিউ ফিক্সেশন করার জন্য হবে। এইজন্য আমরা পরামর্শ দিব আপনি যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়েই নিউ জবের জন্য অ্যাপ্লাই করুন ও বেতন সংরক্ষণ এর মাধ্যমে নতুন চাকরিতে জয়েন করতে হবে।

পে ফিক্সেশন ভুল হলে করণীয় কি ?

 • যদি হিসাবরক্ষণ অফিসের অনুমোদনের পূর্বে পে ফিক্সেশন এর শুরুতে যদি ভুল হয়, তাহলে হিসারক্ষণ হতে বাতিল করে পুনরায় নতুন করে পে ফিক্সেশন করতে হবে।
 • যদি হিসাবরক্ষণ অফিসের অনুমোদনের পরে যদি ভুল হয়, তাহলে হিসারক্ষণ অফিসের মাধ্যমে পে ফিক্সেশন বাতিলের আবেদন করতে হবে।
 • তারপর পুনরায় নতুন করে পে ফিক্সেশন করতে হবে।

পে ফিক্সেশন বাতিলের আবেদন এর সাথে কি কি ডকুমেন্ট এর কপি দেখে নিতে পারেন।

রিলেটেড ট্যাগ: পে ফিক্সেশন বাতিলের আবেদন এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে ?,আইবাস++ এ পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন করার পদ্ধতি ?,পে ফিক্সেশন বাতিলের আবেদন এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে ?,পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২৩ ?, পে ফিক্সেশন বাতিলের পদ্ধতি ২০২৩ ?পে ফিক্সেশন বাতিল,Pay fixation cancel

Reply

error: Content is protected !!