প্রতিবন্ধী সন্তানের পারিবারিক পেনশন ?
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজীবন পেনশন পেয়ে থাকেন। চাকরিজীবী পুরুষ হলে স্বামী মারা গেলে স্ত্রী আজীবন পেনশন পেয়ে থাকে। স্ত্রী চাকরিজীবী হলে তার স্বামী আজীবন পেনশন পেয়ে থাকে। আমি ভাই স্ত্রী মারা গেলে প্রতিবন্ধী সন্তান আজীবন পারিবারিক পেনশন পেয়ে থাকে আজকের পর্বে আমরা প্রতিবন্ধী সন্তানের পারিবারিক পেনশন বিষয়টি আলোচনা করব।
পারিবারিক পেনশন বিধিমালা ?
- প্রতিবন্ধী বিবাহিত বা অবিবাহিত কন্যা/কন্যাগণ আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। (অম/অবি/বিধি-১/বিবিধ-৩/২০০৬/৩৫ তারিখঃ ১৪-৫-০৬ খ্রিঃ)
- বিধবা স্ত্রী ও প্রতিবন্ধী সন্তান ব্যতীত অন্য কেউ অবসর গ্রহনের তারিখ হতে ১৫ বছর পূর্তির পর পারিবারিক পেনশন প্রাপ্য নয় ।
- অবিবাহিতা/বিধবা/তালাক প্রাপ্ত কণ্যা/বোন এর ক্ষেত্রে পেনশন পরিশোধের জন্য বয়সসীমা নির্ধারিত নেই ।
- একাধিক সদস্য পারিবারিক পেনশন গ্রহন কালে কোন সদস্য মৃত্যু বরন করলে বা অন্য কোন কারনে পেনশন প্রাপ্তির যোগ্যতা হারালে অবশিষ্ট সদস্য/সদস্যগন তার অংশ সমানভাবে প্রাপ্য হবেন ।
- বিধবা স্ত্রী আজীবন পেনশন প্রাপ্য হলেও বিপত্নীক স্বামী অজীবন পেনশন প্রাপ্য হবেন।
- মরহুমের প্রথম স্ত্রীর অবিবাহিত কন্যা ও বিধবা ২য় স্ত্রী পেনশন গ্রহনকালে উক্ত কন্যার বিবাহের কারনে তার অংশও মরহুমের বিধবা ২য় স্ত্রী পাবেন । [অম/অবি/বিধি-১/৩পি-৬/৯৮(অংশ-১)/১২৭ তারিখ ঃ ১৭-৮-০৫ খ্রিঃ]
- অন্য কোন যোগ্য সদস্য না থাকলে ২৫ বছরের উর্দ্ধের পুত্র/বিবাহিত কন্যা অবসরের তারিখ হতে ১৫ বছরের অবশিষ্ট সময় পর্যন্ত পারিবারিক পেনশন প্রাপ্য হবেন ।
আরও জানুনঃ আপেল সিডার ভিনেগার ? আপেল সিডার ভিনেগার এর উপকারিতা ? ডায়াবেটিসে আপেল সিডার ভিনেগার ?
- অন্য কোন উত্তরাধিকারী থাকুক বা না থাকুক মৃত চাকরিজীবির ভাতিজা/ভাতিজি পেনশন/আনুতোষিক প্রাপ্য নয় ।
- বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী বা ছেলেমেয়ে নিজে পেনশনার হলেও স্বামী/ স্ত্রী/পিতা/মাতার পেনশনের চিকিৎসা ভাতা পেতে কোন বাধা নেই । অম/অবি/প্রবি-১/চিঃ ভাঃ-১/২০০৮/৭৭ তারিখ : ১৪-৫-২০০৮ খ্রিঃ)
- ১০০% পেনশন সমর্পনকারীও চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। তবে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ চিকিৎসা ভাতা প্রাপ্য নন । [অর্থ মন্ত্রণালয়ের ২৫-৪-৯৫ তারিখের ৩৬(২০০০) ও ১৮-৭-০১ তারিখের ১০২ নং স্মারক । ]
প্রতিবন্ধী সন্তানের পারিবারিক পেনশন ?
- প্রতিবন্ধী সন্তান হিসেবে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ সনের ১০০% পেনশন সমর্পনকারীর মৃত্যুর পর কোন পিপিও ইস্যু করা যাবে না । ১২ নং আইনের ৩ নং ধারা অনুযায়ী প্রতিবন্ধী হিসেবে বিবেচিত হতে হবে । উক্ত আইনের ১৩ (খ) অনুচ্ছেদ বলে প্রতিবন্ধী হিসেবে নিবন্ধনকৃত হতে হবে । স্থানীয় ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রতিবন্ধী হিসেবে প্রত্যয়ন পত্র থাকতে হবে প্রতিবন্ধী সন্তানের পারিবারিক পেনশনের জন্য। (অম/অবি/বিধি-১/৩পি- ১৭/৯৮/১৭১ তারিখঃ ১৯-১০-০৪ খ্রিঃ)
আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?
নিখোঁজ পেনশনারের পেনশন করার উপায় ?
কোন নিখোঁজ পেনশনারকে আদালত কর্তৃক সিভিল ডেথ ঘোষনা করা না হলে পারিবারিক পেনশন মঞ্জুর করা যাবে না। (নং-অম/অবি/বিধি- ১/বিবিধ-২/৯৪/১১৭ তারিখ : ১৪-৬-২০০০ ইং)
স্ত্রীর পেনশন কি স্বামী পাবে?
বিধবা স্ত্রী বা প্রতিবন্ধী সন্তান যারা আজীবন পেনশন প্রাপ্তির জন্য আবেদন করেননি তারা প্রয়োজনীয় কাগজ পত্রাদি সর্বশেষ নিয়ন্ত্রনকারী প্রশাসনিক কর্তৃপক্ষের প্রত্যয়নসহ এখনও হিসাব রক্ষন অফিসে দাখিল করতে পারবেন । (অম/অবি/বিধি-১/৩পি-৩ /২০০৫/৩৭৬ তারিখ ঃ ১৩-১১-০৭ খ্রিঃ) পেনশন ভোগরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক পেনশন মঞ্জুরীর জন্য মঞ্জুরকারী কর্তৃপক্ষ যে সকল তথ্যের ভিত্তিতে পেনশন মঞ্জুর করেন, সে সকল তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সিএও/ডিএও/টিএও গণ বিধি মোতাবেক পারিবারিক পেনশন বরাদ্দ করতে পারবেন । (নং-অম/অবি/প্রবিধি-১/৩পি- ২০/৯৫/০৬ তারিখ ঃ ১৫-১-৯৭ ইং)
আরও জানুনঃ ই-পাসপোর্ট করার নিয়ম ? ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩ ?
উত্তরাধিকারী মনোনয়নের ক্ষেত্রে মৃত পেনশনারের স্ত্রী/স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই এই মর্মে স্থানীয় পৌরসভা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ওয়ার্ড কমিশনারের সার্টিফিকেটের ভিত্তিতে সর্বশেষ নিয়ন্ত্রনকারী কর্মকর্তার প্রদত্ত সার্টিফিকেট গ্রহনযোগ্য হবে । কোর্ট হতে সাকসেশন সার্টিফিকেট প্রদানের বাধ্যবাধকতা থাকবে না । (অনু ঃ ৩.০১, পেনশন সহজীকরন আদেশ/২০০১)
রিলেটেড ট্যাগঃ প্রতিবন্ধী সন্তানের পারিবারিক পেনশন ? অক্ষমতাজনিত পেনশন
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।