বেতন গ্রেডভিত্তিক সরকারি কর্মচারীদের পরিচিতি সাথে পূর্বতন শ্রেণিভিত্তিক পরিচিতির সম্পর্ক স্পষ্টীকরণের নতুন নির্দেশনা ২০২৩
বেতন গ্রেডভিত্তিক সরকারি কর্মচারীদের পরিচিতি সাথে পূর্বতন শ্রেণিভিত্তিক পরিচিতির সম্পর্ক স্পষ্টীকরণের নতুন নির্দেশনা ২০২৩
- সরকারি কর্মচারি/কর্মকর্তাগণ বেতন স্কেলের গ্রেড ভিত্তিক পরিচিত হবে।
- জাতীয় বেতন স্কেল ২০১৫-এ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির পরিবর্তে ১ম হতে ২০টি গ্রেডের উল্লেখ করা আছে।
- ১ম শ্রেণি হলো গ্রেড-১ থেকে গ্রেড-৯
আরও জানুনঃ
সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?
- পূর্বতন ২য় শ্রেণি হলো গ্রেড-১০ থেকে গ্রেড-১৩ [যে সমস্ত পদ ২য় শ্রেণির গেজেটেড পদমর্যাদা সম্পন্ন বলিয়া সরকারি আদেশে (GO) সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক সৃষ্টি করা হয়েছে]
- এবং পূর্বতন ৩য় শ্রেণি হলো গ্রেড-১৩ গ্রেড-১৬
- পূর্বতন ৪র্থ শ্রেণি হলো গ্রেড-১৭ থেকে গ্রেড-২০।
পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
বিধি-১ শাখা
www.mopa.gov.bd
স্মারক নম্বর: ০৫.00.0000.190.22.017.16.90 তারিখ: ১৮ এপ্রিল ২০২৩
বিষয়: বেতন গ্রেডভিত্তিক পরিচিতি সাথে পূর্বতন শ্রেণিভিত্তিক পরিচিতির সম্পর্ক সরকারি কর্মচারীদের জন্য স্পষ্টীকরণ।
উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ৮ অনুযায়ী “আপাতত বলবৎ এতদসংক্রান্ত অন্য কোন বিধি-বিধানে যাহাই থাকুক না কেন, কর্মচারীগণ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণিতে বিভাজনের বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে বেতনস্কেলের গ্রেডভিত্তিক পরিচিত হইবেন।” এ নির্দেশনা অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির পরিবর্তে ২০টি গ্রেডের উল্লেখ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট আইন ও বিধি- বিধানেও প্রয়োজনীয় সংশোধনী আনয়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ মে ২০১৬ তারিখের 05,00,0000.170.22.017.16.132 নং স্মারকের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে (কপি সংযুক্ত)। তবে পূর্ববর্তী বিধি-বিধানের ভিত্তিতে উল্লিখিত ২০টি গ্রেডের মধ্যে পূর্বতন ১ম শ্রেণি হলো গ্রেড-১ থেকে গ্রেড-৯, পূর্বতন ২য় শ্রেণি হলো গ্রেড-১০ থেকে গ্রেড-১৩ [যে সমস্ত পদ ২য় শ্রেণির গেজেটেড পদমর্যাদা সম্পন্ন বলিয়া সরকারি আদেশে (GO) সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক সৃষ্টি করা হয়েছে] এবং পূর্বতন ৩য় শ্রেণি হলো গ্রেড-১৩ থেকে গ্রেড-১৬ এবং পূর্বতন ৪র্থ শ্রেণি হলো গ্রেড-১৭ থেকে গ্রেড-২০।
খালেদ মোহাম্মদ জাকী উপসচিব
ফোন: ৯৫১৫৫৫২
ইমেইল: [email protected]
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।