মুজিবনগর সরকারের কর্মচারিদের বয়স এক বছর বৃদ্ধি এবং আইবাসে এন্ট্রি করার অপশন চালু ?
মুজিবনগর সরকারের কর্মচারিদের এক বছর বৃদ্ধি এবং আইবাসে এন্ট্রি করার সার সংক্ষেপ নিম্নরুপ:
- মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে আত্মীকৃত হওয়ায় ও
- ২৬-০২-২০১৩ খ্রি. তারিখে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে Public Servants (Retirement) Act-এ সংশোধনী আনয়নকালে তিনি চাকরিরত ছিলেন বিধায় মুক্তিযোদ্ধা হিসেবে চাকরিতে ০১ (এক) বছর বয়স বৃদ্ধি অর্থাৎ ৬০ (ষাট) বছর বয়স পর্যন্ত সরকারি চাকরি করার সুবিধা প্রাপ্য হবে ।
- iBAS++ সিস্টেমে মুজিবনগর কর্মচারিদের বয়স এক বছর বৃদ্ধির অপশন চালু করার জন্য অনুরোধ করা হয়েছে।
” গুগল নিউজ হতে আপডেট ” নিউজ সংগ্রহ করে নিতে পারেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-১ অধিশাখা
www.mof.gov.bd
স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০২.৯৯ তারিখ: ২২ নভেম্বর ২০২২খ্রিঃ
বিষয়ঃ জনাব মোঃ নজরুল ইসলাম, প্রাক্তন সাব-রেজিষ্ট্রার, জয়পুরহাট এর মুজিবনগর কর্মচারী হিসাবে চাকরি ০১ (এক) বছর বৃদ্ধির আবেদনের বিষয়ে মতামত প্রদান প্রসঙ্গে।
সূত্র:হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের স্মারক নং- ০৭.০৩,0000,00৯.৪৮.০০১.২২-১৪২, তারিখ: ০৮/১১/২০২২ খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রে বর্ণিত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জনাব মোঃ নজরুল ইসলাম, প্রাক্তন সাব-রেজিষ্ট্রার, জয়পুরহাট, মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে আত্মীকৃত হওয়ায় এবং ২৬-০২-২০১৩ খ্রি. তারিখে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে Public Servants (Retirement) Act-এ সংশোধনী আনয়নকালে তিনি চাকরিরত ছিলেন বিধায় মুক্তিযোদ্ধা হিসেবে চাকরিতে ০১ (এক) বছর বয়স বৃদ্ধি অর্থাৎ ৬০ (ষাট) বছর বয়স পর্যন্ত সরকারি চাকরি করার সুবিধা প্রাপ্য হবেন মর্মে নির্দেশক্রমে অর্থ বিভাগের মতামত জানানো হলো।
হিসাব মহানিয়ন্ত্রক
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় সেগুনবাগিচা, ঢাকা।
(শামীম বানু শান্তি)
উপসচিব
ফোন: ৫৫১০০১৮৩
আরও জানুনঃ পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কি কি সুবিধা প্রাপ্য হবে ?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
“হিসাব ভবন”
সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
www.cga.gov.bd
নম্বর: ০৭.০৩.০০০০.০০৩.০৪.৪৩৪ (খন্ড-২).২২-৯৮৮ তারিখঃ১৮/১২/২০২২ খ্রিঃ
বিষয়ঃ মুজিবনগর কর্মচারী হিসাবে চাকরির বয়স ০১ (এক) বছর বৃদ্ধি প্রসঙ্গে
সূত্র: ১। ০৭.০০.০০০০.১৭১.১৩.০০২.১৭-৯৯ তারিখঃ ১৮/১২/২০২২ খ্রি.
২। ০৭.০৩.০০০০.০০৯.৪৮.০০১.২২-১৬৭, তারিখ: ১২/১২/২০২২ খ্রি.
উপর্যুক্ত বিষয় এবং সূত্রস্থ পত্র সমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
২। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এর স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০২.১৭-৯৯, তারিখঃ২২/১১/২২ খ্রি. এবং হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের স্মারক নং ০৭.০৩.০০০০.০০৯.৪৮.০০১.২২-১৬৭, তারিখ: ১২/১২/২০২২ খ্রি. মোতাবেক মুজিবনগর কর্মচারী হিসাবে কর্মরত সরকারি চাকরিজীবীদের চাকরির বয়স ০১ (এক) বছর বৃদ্ধি অর্থাৎ ৬০ (ষাট) বছর করার বিষয়ে iBAS++ সিস্টেমে অপশন চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জাতীয় কর্মসূচি পরিচালক
স্ট্রেংদেনিং পিএফএম টু এনাবল সার্ভিস ডেলিভারী প্রোগ্রাম
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)
শহীদ প্রকৌশলী ভবন (৫ম তলা),সদর দপ্তর, রমনা, ঢাকা-১০০০।
[দৃষ্টি আকর্ষণঃ PEC, (BACS And iBAS++ স্কিম)]
(মোঃ মিরাজ আলী)
উপ হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব-২)
ফোন: 8392526
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।