লামগ্রান্ট কি ? মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি ?
লাম গ্রান্ট কি ? বা ছুটি নগদায়ন কি ?
লামগ্রান্ট হলো একজন সরকারি কর্মচারী পেনশন এর উদ্দেশ্যে পিআরএল গমনের পর যদি অর্জিত অর্জিত ছুটি পাওনা থাকে তবে তাকে সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়ে থাকে যাকে লামগ্রান্ট বা ছুটি নগদায়ন বলা হয়।
বাধ্যতামূলক অবসর প্রদানের ক্ষেত্রে ১৮ মাসের লামগ্রান্ট বা ছুটি নগদায়ন করতে পারবেন কি ?
• কোন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক অবসর প্রদান করা হলে সে ক্ষেত্রে তিনি পাওনা ছুটির পরিবর্তে ১৮ মাসের লামগ্রান্ট বা ছুটি নগদায়ন করতে পারবেন না।
• অর্থমন্ত্রণালয়ের ৩০-০৫-১৯৮১ তারিখের অম/অবি/প্রবি-২/ছুটি/৮৫/৫১ মোতাবেক সিদ্ধান্ত প্রদান করা হয়েছে যে বাধ্যতামূলকভাবে অবসর প্রধান এক ধরনের শাস্তি মূলক ব্যবস্থা এবং শাস্তিপ্রাপ্ত কোন কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান সরকারের অভিপ্রায় নয়।
• সুতরাং প্রায় বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মচারী আওতায় ১৮ মাসের লামগ্রান্ট বা ছুটি নগদায়ন করতে পারবেন না।
ছুটি নগদায়ন এবংলাম গ্রান্ট কি একই ?
ছুটি নগদায়নের ইংরেজি হলো লাম্পগ্রান্ড (lump grant) .ছুটি নগদায়ন এবং লাম্প গ্রান্ট একই ।
কত মাসের ছুটি নগদায়ন সুবিধা বা এককালীন কত মাসের মুল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবে ?
ছুটি নগদায়ন সুবিধা বা এককালীন ১৮ মাসের মূল বেতনের সমান অর্থ পেয়ে থাকে।
ছুটি নগদায়নের কত দিন ছুটি পাওনা থাকতে হবে ?
ছুটি নগদায়ন সুবিধা পেতে হলে ১৮ মাসের ছুটি পাওনা থাকতে হবে এবং পিআরএল এর ছুটি এক বছর থাকতে হবে। অর্থাৎ মোট (১২+১৮)= ৩০ মাসের ছুটি পাওনা থাকতে হবে।
অর্ধগড় ছুটি কি গড় বেতনে রুপান্তর করা যাবে ?
অর্ধগড় ছুটি গড় বেতনে রুপান্তর করা যাবে।
ছুটি নগদায়নের জন্য কোন গ্রেডের কর্মচারিদের কি কি তথ্য লাগবে এবং কোথায় যোগাযোগ করবেন ?
- প্রথমে আপনার নিজের হতে অফিসে ১১ থেকে ২০ গ্রেডের কর্মরতদের সার্ভিস বুক এর ছুটির হিসাব, পেনশনযোগ্য চাকরিকাল, বেতন নির্ধারণী যাচাই করে ইএলপিসি তৈরী করে হিসাবরক্ষণ অফিসে ইএলপিসির প্রতিস্বাক্ষরের জন্য প্রেরণ করতে হবে।হিসাবরক্ষণ অফিস সবকিছু যাচাই বাচাই শেষে ইএলপিসি প্রদান করবে।
- ১০ থেকে ১ম গ্রেডের কর্মরতদের সকল এলপিসির মাধমের সার্ভিস স্টেটমেন্ট তৈরী করে হিসাবরক্ষণ অফিসে ইএলপিসির জন্য আবেদন করতে হবে। হিসাবরক্ষণ অফিস ছুটির হিসাব, পেনশনযোগ্য চাকরিকাল, বেতন নির্ধারণী যাচাই করে ইএলপিসি প্রদান করবে।
- হিসাবরক্ষণ অফিসে হতে ইএলপিসির প্রদানের পরে আপনার মঞ্জুরকারী কর্তৃপক্ষ বরাবর পিআরএল এবং লাম্পগ্রান্ট অনুমোদনের জন্য আবেদন করতে হবে।
- গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে সার্ভিস স্টেটমেন্ট, ইএলপিসি এবং ননগেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে সার্ভিস বুকসহ, ইএলপিসি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রসহ আবেদন করতে হবে।
ছুটি নগদায়ন বা লাম্প গ্রান্ট এর বিল কিভাবে করবেন ?
- আপনার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাম্পগ্রান্ট মঞ্জুর করা হলে আপনাকে বিল তৈরী করে হিসাবরক্ষণ অফিসের জমা দিতে হবে।
- গেজেটেড কর্মকর্তা হলে গেজেটেড কর্মকর্তাদের বেতন বিল ফরমে বিল জমা দিতে হবে।
- নন গেজেটেড হলে নন গেজেটেড কর্মচারিদের বেতন বিল ফরমে বিল জমা দিতে হবে।
- বিলের সাথে ইএলপিসি, লাম্পগ্রান্ট আদেশ, নন গেজেটেড হলে সার্ভিস বুক এবং গেজেটেড হলে সার্ভিস সেস্টমেন্টসহ বিল জমা দিতে হবে।
আরও জানুনঃ আইবাস++হেল্পলাইন । ibas++helpline number | Ibas++ helpdesk Number
মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লামগ্রান্ট বা ছুটি নগদায়ন অর্থ প্রদান করা যাবে কি?
• চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুবরণ করলে তার পরিবার ১৮ মাসের ছুটির পরিবর্তে লামগ্রান্ট বা ছুটি নগদায়ন এর অর্থ প্রাপ্য হবেন ।
• অর্থমন্ত্রণালয়ের ০৭-০৯-১৯৮৬ তারি্খের অম/অবি/প্রবি-২/ছুটি-৩/৮৬/১৫৮ মোতাবেক অবশ্যই প্রস্তুতি ছুটি ভোগ করে কোনো কর্মকর্তা কর্মচারী অবসর গ্রহণ করলে ছুটি নগদায়ন সুবিধাপ্রাপ্ত হবেন।
• ফলে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কোন কর্মকর্তা-কর্মচারী পরিবারের ক্ষেত্রে পাওনা সাপেক্ষে ছুটি নগদায়ন সুবিধাপ্রাপ্ত হবে ।
অর্জিত ছুটি নগদায়ন বা লাম্পগ্রান্ট হিসাবের নিয়ম ?
অর্জিত ছুটি নগদায়ন বা লাম্পগ্রান্ট হিসাবের নিয়ম ?
অর্থ,মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-১ শাখার ১৪ অক্টোবর ২০১৫ তারিখের পত্র নং ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৫-৮১ অনুযায়ী এর (ছ) অনুযায়ী ছুটি নগদায়ন নীতিমালা:
আরও জানুনঃ পিপিও কি , Pension Payment Order, ইপিপিও কি? ডি-হাফ ( Disburser’s Half) কি?
• অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে ১২ মাসের ছুটি নগদায়ন এর বিধান পরিবর্তন করে ১৮ মাসের ছুটি নগদায়ন অর্থাৎ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন।
• ছুটি নগদায়নের ক্ষেত্রে দুই দিনের গড় বেতনে ছুটিকে ০১ দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে।
• অবসরকালীন মূল বেতনের ভিত্তিতে নগদায়নের সুবিধা অবসর উত্তর ছুটির শুরুতে প্রাপ্য।
•অবসর-উত্তর ছুটি ভোগ না করলেও এ আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।
ছুটি নগদায়ন অর্থনৈতিক কোড কত ?
# ছুটি নগদায়ন বা লামগ্রান্ট এর অফিসারদের অর্থনৈতিক কোড কত হলোঃ ৩১১১১১০
# ছুটি নগদায়ন বা লামগ্রান্ট এর কর্মচারিদের অর্থনৈতিক কোড কত হলোঃ ৩১১১২০৯
পিআরএল এর আদেশ ছাড়া কি লাম্প গ্রান্ট অনুমোদন করা যাবে ?
- লামগ্রান্ট বা ছুটি নগদায়ন এর জন্য অবশ্যই ছুটি মঞ্জুরকারি কর্তৃকপক্ষ হতে পিআরএল আদেশ জারি করবে এবং একইসাথে লামগ্রান্ট বা ছুটি নগদায়ন এর আদেশও সংযুক্ত থাকবে।
ছুটি নগদায়ন ইংরেজি হলো Lampgrant বা লামগ্রান্ট ।
মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করার আদেশ: ডাউনলোড
নিজে নিজে অনলাইনে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স যাচাই করার এবং জিপিএফ একাউন্টস স্লিপ প্রিন্ট করার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
লাম গ্রান্ট কি।মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি |বাধ্যতামূলক অবসর প্রদানের ক্ষেত্রে ১৮ মাসের ছুটি নগদায়ন করতে পারবেন কি? বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
রিলেটেড ট্যাগঃ লাম গ্রান্ট কি? , ছুটি নগদায়ন কি, লামগ্রান্ট কি, নগদায়ন অর্থ কি, ছুটি নগদায়ন ইংরেজি,ছুটি নগদায়নের হিসাব, অর্জিত ছুটি নগদায়ন,ছুটি নগদায়ন হিসাব
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।