সরকারি গাড়ির জ্বালানি প্রাপ্যতা ২০২২, সরকারি যানবাহনে জ্বালানী ব্যবহার সংক্রান্ত প্রজ্ঞাপন ?
bn
সরকারি যানবাহনে সিএনজি/জ্বালানী ব্যবহারের ২০১০ সালের আদেশ ?
সরকারি যানবাহনে সিএনজি/জ্বালানী ব্যবহারের ২০১০ সালের নির্দেশনা অনুযায়ী :
- সিএনজি জ্বালানীর প্রাপ্যতা গাড়ি প্রতি মাসে ৩০০ (তিনশত) ঘনমিটার ;
- সিএনজি চালিত যানে রূপান্তরিত ই.এফ.আই./এম.পি.এফ. আই. ইঞ্জিনের গাড়ি চালু করার জন্য মাসিক ৩০ (ত্রিশ) লিটার পেট্রোল/অকটেন বরাদ্দ করা যাবে ;
- সিএনজি চালিত যানে রূপান্তরিত কার্কিউরেটর ইঞ্জিনের গাড়ি চালু করার জন্য মাসিক ১৫ (পনের) লিটার পেট্রোল/অকটেন বর দ করা যাবে :
- জ্বালানী তেলের ক্ষেত্রে প্রাপাতা- গাড়ি প্রতি মাসিক ২০০ (দুইশত) লিটার।
- সরকারি ছুটি দু’দিন হওয়াতে জরুরী অপারেশন কাজ ব্যহত না করে সকল অফিসের ক্ষেত্রে ১০% জ্বালানী ব্যয় হ্রাস করতে হবে।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ সংগ্রহ করে নিতে পারেন।
সরকারি গাড়ির জ্বালানি প্রাপ্যতা ২০২২ আদেশ ?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ
প্রশাসন শাখা-৬
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০0.086.26.015.21.136 অফিস আদেশ তারিখঃ ২৭/০৭/2022
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত এবং অর্থ বিভাগের বাজেট-১ অনুবিভাগের বাজেট-১ অধিশাখার ২১/০৭/২০২২ তারিখের 07.101.020.00.0০.০০১.২০০৯-১৬ পরিপত্র মোতাবেক বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে জ্বালানী সাশ্রয়ের লক্ষ্যে অর্থ বিভাগ এবং অধীনস্ত দপ্তরসমূহে ব্যবহৃত যানবাহনসমূহের চালক এবং ব্যবহারকারীগণের ন্যূনতম ২০% জ্বালানী সাশ্রয় অত্যাবশ্যক। বর্ণিত প্রেক্ষাপটে জ্বালানী সাশ্রয় করার নিমিত্ত যানবাহনসমূহের চালক এবং ব্যবহারকারীগণকে নিম্নোক্তভাবে জ্বালানী ব্যবহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলোঃ
১। অকটেন/পেট্রোল/ডিজেল ব্যবহার মাসিক সর্বোচ্চ ১৪০ লিটার;
২। গ্যাসচালিত যানবাহনসমূহে সর্বোচ্চ ২১০ ঘনমিটার গ্যাস ব্যবহার করা যাবে।
বিষয়টি অতীব জরুরি এবং অবিলম্বে কার্যকর হবে।
.মোঃ রুহুল আমিন মল্লিক)
সহকারী সচিব
সরকারি যানবাহনে সিএনজি/জ্বালানী ব্যবহারের ২০১০ সালের আদেশ ?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্থাপন মন্ত্রণালয়
পরিবহন অধিশাখা
www.moestab.gov.bd
নং-০৫.১২১.০২.০০.০০.০৮.২০০৪ (অংশ-১ )/১০৯ তারিখঃ ১৩ এপ্রিল, ২০১০
প্রজ্ঞাপন
বিষয়: সরকারি যানবাহনে জ্বালানী ব্যবহার।
সরকারি যানবাহনে সিএনজি/জ্বালানী ব্যবহার বিষয়ে সরকার নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে :-
সরকারি যানবাহনে এখন থেকে সিএনজি অথবা জ্বালানী তেল এর যে কোন একটি ব্যবহার করা যাবে। প্রাধিকারপ্রাপ্ত সরকারি যানবাহনের ক্ষেত্রে সিএন / জ্বালানী তেলের প্রাপ্যতা নিম্নরূপ হবে ঃ
(ক) সিএনজি জ্বালানীর প্রাপ্যতা গাড়ি প্রতি মাসে ৩০০ (তিনশত) ঘনমিটার ;
(১) সিএনজি চালিত যানে রূপান্তরিত ই.এফ.আই./এম.পি.এফ. আই. ইঞ্জিনের গাড়ি চালু করার জন্য মাসিক ৩০ (ত্রিশ) লিটার পেট্রোল/অকটেন বরাদ্দ করা যাবে ;
(2) সিএনজি চালিত যানে রূপান্তরিত কার্কিউরেটর ইঞ্জিনের গাড়ি চালু করার জন্য মাসিক ১৫ (পনের) লিটার পেট্রোল/অকটেন বর দ করা যাবে :
আরও জানুনঃ কোন গ্রেডে কত পেনশন ? সরকারি কর্মকর্তা/কর্মচারিদের কোন গ্রেডে পেনশন কত ২০২৪ ?
(খ) জ্বালানী তেলের ক্ষেত্রে প্রাপাতা- গাড়ি প্রতি মাসিক ২০০ (দুইশত) লিটার।
২।সরকারি ছুটি দু’দিন হওয়াতে জরুরী অপারেশন কাজ ব্যহত না করে সকল অফিসের ক্ষেত্রে ১০% জ্বালানী ব্যয় হ্রাস করতে হবে।
৩।সংস্থাপন মন্ত্রণালয়ের ২৬/০৯/২০০৪ তারিখের সম(পরিঃ )-সিএনজি- ১০/২০০৩-৫০১ এবং ১২/০৩/১৯৯৮ তারিখের সম(পরি)প-১০/৯৭-১৩৭(২০০) শং প্রজ্ঞাপনম্বরের আদেশ এ তদ্বারা বাতিল করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারী করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
(মাহমুদা খাতুন) উপ-সচিব
বর্তমানে সরকারি যানবাহনে জ্বালানী ব্যবহারের জ্বালানী সাশ্রয় করার ২০২২ সালের আদেশ অনুযায়ী ব্যবহার করতে হবে। অন্যথায় অডিট আপত্তি উত্থাপনের সম্ভবনা থাকবে।
রিলেটেড ট্যাগঃ সরকারি গাড়ির জ্বালানি প্রাপ্যতা ২০২২, সরকারি যানবাহনে জ্বালানী ব্যবহার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, জ্বালানি তেলের প্রজ্ঞাপন,
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।