1comment

ibas++lpc entry করার জন্য কি কি তথ্য প্রয়োজন ?

এই পোস্ট হতে নিম্নবর্ণিত বিষয়সমূহ জানা যাবে;

  • lpc meaning কি ?
  • lpc tracking number কি ?
  • lpc তৈরী সময় কি কি requirements থাকে ?
  • কিভাবে Lpc Ibas++ এ entry করতে হয় ?

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

lpc meaning কি ?

lpc full meaning or lpc এর পূর্ণরূপ কি : lpc meaning last pay certificate. Last Pay Certificate‖ alludes to a support in the proposed proforma accommodating compensation and privilege to settlements and determinations, recuperation of credits and advances and at the hour of end of organization or sensible exchange of authoritative staff.

lpc full meaning
lpc full meaning

lpc online tracking number কি ?

lpc tracking number: অডিটর আইডি থেকে এলপিসি আইবাস++ এন্ট্রি করার পর সেভ করলে যে নম্বর আইবাস++ সিস্টেম হতে প্রদান করা হয়, এটিই lpc online tracking number . lpc online tracking number টি এলপিসি হার্ড কপির উপর লিখে দেওয়া হয়।

আরও জানুনঃ আইবাস++হেল্পলাইন । ibas++helpline number | Ibas++ helpdesk Number

সরকারি কর্মকর্তা/কর্মচারি এক স্টেশন হতে অন্য স্টেশনে বদলি হলে তার বেতন-ভাতাসহ অন্য তথ্যাদি বদলিকৃত স্টেশনে প্রেরণ করার জন্য এলপিসি বা last payment certificate (lpc) ইস্যু করতে হয়ে। এলপিসি বা last payment certificate এর হার্ড কপি তৈরী করার পর আইবাস++ এ অনলাইনে বদলিকৃত স্টেশনে প্রেরণ করা হয়।

lpc তৈরী সময় কি কি requirements থাকে ?

এলপিসি বা শেষ বেতনের প্রত্যায়ন পত্রে নিম্ন লিখিত তথ্যাদি উল্লেখ থাকবেঃ

  • মুল বেতন
  • বাড়ি ভাড়া ভাতা
  • মেডিকেল ভাতা
  • টিফিন ভাতা
  • শিক্ষা ভাতা
  • যাতায়াত ভাতা
  • গৃহ নির্মাণ লোন ( যদি থাকে )
  • জিপিএফ অগ্রিম
  • জিপিএফ এর ব্যালেন্স
  • অর্জিত ছুটির তথ্য

আরও জানুনঃ লামগ্রান্ট কি। মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি | ছুটি নগদায়ন

কিভাবে Lpc Ibas++ এ entry করতে হয় ?

ibas++ এ last payment certificate (lpc) এন্ট্রি করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে payfixation অপশনে প্রবেশ করে lpc entry অপশনে ক্লিক কররে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++ lpc entry
lpc full meaning

এখানে এনআইডি এবং ভেরিফিকেশন নম্বর দিয়ে go অপশনে ক্লিক করলে ঐ কর্মকর্তা/কর্মচারির সকল তথ্যাদি অটোমেটিক দেখা যাবে। এরপর

আরও জানুন: Ibas++ gpf balance check | online gpf account balance check | ibas++ gpf statement 2022 | অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম

Ibas++lpc এন্ট্রি করার নিয়ম ?

  • বদলিকৃত স্টেশন সিলেক্ট করতে হবে।
  • বদলি আদেশে কপি আপলোড করতে হবে।
  • এলপিসির হার্ড কপি আপলোড করতে হবে।
  • এলপিসির ইস্যুর নম্বর, তারিখ এবং অব্যহতির তারিখ দিতে হবে।
  • এরপর সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলে এলপিসির ট্রাকিং নাম্বার দেখা যাবে। ট্রাকিং নাম্বারটি লাল কালিতে এলপিসির হার্ড কপিতে উল্লেখ করতে হবে।

lpc send করলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারি কি এসএমএস পাবেন কি ?

  • হিসারক্ষণ কর্মকর্তা এলপিসি অনুমোদন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারির মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো অবহিত করা হয়।

lpc form bd ?

বাংলাদেশের সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বদলি জনিতকারণে lpc form দরকার হয়। এখানে lpc form bd ডাউনলোড করে নিতে পারবেন।

আরও জানুনঃ

এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর

ibas++ lpc entry ইস্যু এবং গ্রহণ করার প্রয়োজনীয় নির্দেশনা জানতে এখানে ক্লিক করুন।

ibas++ এ lpc entry করার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

রিলেটেড ট্যাগঃ lpc meaning,lpc meaning in bangladesh,lpc tracking bd,lpc tracking number,lpc tracking number bd, lpc requirements,Lpc tracking online,Lpc tracking online in bangladesh,lpc full meaning,lpc এর পূর্ণরূপ কি

One Response

Reply

error: Content is protected !!