Ibas++ register uao4 হতে প্রতি মাসের রিকনসাইলের জন্য রিপোর্ট বের করার উপায় ?
আইবাস++ এ ডিডিও আইডি থেকে হিসাবরক্ষণ অফিসের সাথে রিকনসাইল করার জন্য মাসিক ব্যয় বিবরণী ( ibas++ vertical summary report) প্রিন্ট করার পদ্ধতি?
Ibas++ register uao4 হতে প্রতি মাসে ডিডিওদের মাসিক খরচের সাথে হিসাবরক্ষণ অফিসের খরচের হিসাবের সাথে রিকনসাইল করার প্রয়োজন হয়। এ জন্য প্রতি মাসে হিসাবরক্ষণ অফিস হতে ইউএও৪ অর্থাৎ মাসিক খরচের সামারির হিসাব নিয়ে আসতে হয়। এই অসুবিধা দূর করার জন্য ডিডিওদের আইডি হতে যাতে খুব সহজেই তাদের নিজেদের আইডি থেকে ইউএও৪ প্রিন্ট করার অপশন যুক্ত করা হয়েছে।
Ibas++ হতে মাসিক ব্যয় বিবরণী (ibas++ vertical summary) বের করার জন্য যে কোন ব্রাউজারের সাহ্যয়্যে ডিডিওগণ তাদের তাদের আইডিতে লগইন করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর Ibas++ Accounting Module এ প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
এখন Ibas++ Repots অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর ibas++ register ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
Ibas++ এ register অপশনে registers ড্রপডাউন অপশন হতে Register 04 – Summary (DDO Wise) সিলেক্ট করে Run Report ক্লিক করলে Ibas++ Register 04 – Summary (DDO Wise) রিপোর্ট পাওয়া যাবে।
Ibas++ register uao4 বের করার পদ্ধতি জেনে নিন।
Ibas++ online gpf account balance check বের করার উপায়।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।