nocomments

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা বা বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৩

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা:

বাংলাদেশের ২০২৩ সালে সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের সরকারি ছুটির তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশ করা হয়েছে।

এই বছরের উক্ত সরকারি ছুটির তালিকায় নিম্নরুপ ছুটি রয়েছেঃ

  • সাধারণ ছুটি ( ৪টি সাপ্তাহিক ছুটির দিনসহ )  মোট= ১৮ দিন
  • নির্বাহী আদেশে সরকারি ছুটি ( ৪টি সাপ্তাহিক ছুটির দিনসহ )  মোট= ০৮ দিন
  • ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)( ২টি সাপ্তাহিক ছুটির দিনসহ )  মোট= ০৫ দিন
  • ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)( ৩টি সাপ্তাহিক ছুটির দিনসহ )  মোট= ০৯ দিন
  • ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব) ( ২টি সাপ্তাহিক ছুটির দিনসহ )  মোট= ০৮দিন
  • ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব) ( ১টি সাপ্তাহিক ছুটির দিনসহ )  মোট= ০৫ দিন
  • ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য) ( ১টি সাপ্তাহিক ছুটির দিনসহ )  মোট= ০২ দিন

২০২৩ সালের সরকারি সাধারণ ছুটির তালিকা : ২১ ফেব্রুয়ারি (০৮ ফাল্গুন) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৭ মার্চ (০৩ চৈত্র) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস। ২৬ মার্চ (১২ চৈত্র) স্বাধীনতা ও জাতীয় দিবস। ২১ এপ্রিল (৮ বৈশাখ) জুমাতুল বিদা। * ২২ এপ্রিল (৯ বৈশাখ) ঈদ-উল-ফিতর। ০১ মে (১৮ বৈশাখ) মে দিবস। *৪-মে (২১ বৈশাখ) বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)। *২৯ জুন (১৫ আষাঢ়) ঈদ-উল-আযহা। ১৫ আগস্ট (৩১ শ্রাবণ) জাতীয় শোক দিবস। ৬ সেপ্টেম্বর (২২ ভাদ্র) শুভ জন্মাষ্টমী। *২৮ সেপ্টেম্বর (১৩ আশ্বিন) ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ)। ২৪ অক্টোবর (৮ কার্তিক) দূর্গাপূজা (বিজয়া দশমী)। ১৬ ডিসেম্বর (০১ পৌষ) বিজয় দিবস। ২৫ ডিসেম্বর (১০ পৌষ) যীশু খ্রীস্টের জন্মদিন (বড় দিন)।

২০২৩ সালের সরকারি নির্বাহী আদেশে সরকারি ছুটির তালিকা : *৮ মার্চ (২৩ ফাল্গুন) শব-ই-বরাত। ১৪ এপ্রিল (০১ বৈশাখ) বাংলা নববর্ষ। *১৯ এপ্রিল (৬ বৈশাখ) শব-ই-ক্বদর। *২১ ও ২৩ এপ্রিল (৮ ও ১০ বৈশাখ) ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন)। *২৮ ও ৩০ জুন (১৪ ও ১৬ আষাঢ়) ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ও পরের দিন)। *২৯ জুলাই (১৪ শ্রাবণ) আশুরা।

২০২৩ সালের সরকারি ঐচ্ছিক ছুটির তালিকা (মুসলিম পর্ব)

রবিবার, ১৯ ফেব্রয়ারি ( ০৬ ফাল্গুন ১৪২৯),* ঈদ-উল-ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন)সোমবার, ২৪ এপ্রিল ২০২৩  *১ জুলাই (১৭ আষাঢ়) ঈদ-উল-আযহা (ঈদের পরের দ্বিতীয় দিন)। *১৩ সেপ্টেম্বর (২৯ ভাদ্র) আখেরী চাহার সোম্বা, *২৭ অক্টোবর (১১ কার্তিক) ফাতেহা-ই-ইয়াজদাহম ।

২০২৩ সালের সরকারি ঐচ্ছিক ছুটির তালিকা (হিন্দু পর্ব) : ২৬ জানুয়ারি (১২ মাঘ ) শ্রী শ্রী সরস্বতী পূজা। ১৮ ফেব্রুয়ারি(৫ ফাল্গুন) শ্রী শ্রী শিবরাত্রী ব্ৰত । ৭ মার্চ (২২ ফাল্গুন) শুভ দোলযাত্রা। ১৯ মার্চ (৫ চৈত্র) শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব। ১৪ অক্টোবর (২৯ আশ্বিন) শুভ মহালয়া। ২২ ও ২৩ অক্টোবর (৬ ও ৭ কার্তিক) শ্রী শ্রী দূর্গাপূজা (অষ্টমী ও নবমী)। ২৮ অক্টোবর (১২ কার্তিক) শ্রী শ্রী লক্ষ্মীপূজা। ১২ নভেম্বর (২৭ কার্তিক) শ্রী শ্রী শ্যামা পূজা।

২০২৩ সালের সরকারি ঐচ্ছিক ছুটির তালিকা (খ্রীস্টান পর্ব) : ০১ জানুয়ারি (১৭ পৌষ) ইংরেজি নববর্ষ। ২২ ফেব্রুয়ারি (৯ ফাল্গুন) ভস্ম বুধবার। ৬ এপ্রিল (২৩ চৈত্র) পুণ্য বৃহস্পতিবার। ৭ এপ্রিল (২৪ চৈত্র) পূণ্য শুক্রবার। ৮ এপ্রিল (২৫ চৈত্র) পূণ্য শনিবার। ৯ এপ্রিল (২৬ চৈত্র) ইস্টার সানডে। ২৪ ও ২৬ ডিসেম্বর (০৯ ও ১১ পৌষ) যীশু খ্রীস্টের জন্মোৎসব (বড় দিনের পূর্বের ও পরের দিন)

আরও জানুনঃ নৈমিত্তিক ছুটি কি বা সি এল ছুটি কি ? নৈমিত্তিক ছুটির নিয়ম ? নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ? কোন কোন ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় না ?

২০২৩ সালের সরকারি ঐচ্ছিক ছুটির তালিকা (বৌদ্ধ পর্ব): *৫ ফেব্রুয়ারি (২২ মাঘ) মাঘী পূর্ণিমা । ১৩ এপ্রিল (৩০ চৈত্র) চৈত্র সংক্রান্তি। *১ আগস্ট (১৭ শ্রাবণ) আষাঢ়ী পূর্ণিমা । *২৮ সেপ্টেম্বর (১৩ আশ্বিন) মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা)। *২৮ অক্টোবর (১২ কার্তিক) প্রবারণা পূর্ণিমা (আশ্বিণী পূর্ণিমা) ।

 ২০২৩ সালের সরকারি ঐচ্ছিক ছুটির তালিকা (বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সমূহের অনুরূপ উৎসব) : *১২ ও ১৫ এপ্রিল (২৯ চৈত্র ও ০২ বৈশাখ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের অনুরূপ সামাজিক উৎসব ।

২০২৩ সালের সরকারি ঐচ্ছিক ছুটি ভোগ করার নিয়মঃ

  • সরকারি ঐচ্ছিক ছুটির ভোগ করার জন্য বছরের শুরুতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে।
  • সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করা যাবে
  • সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

আগস্ট মাসের সরকারি ছুটির তালিকা :

  • মঙ্গলবার,১৫ আগস্ট (৩১ শ্রাবণ) বা ৩১ শ্রাবণ ১৪৩০ জাতীয় শোক দিবস।

এছাড়া অন্য কোন ছুটি আগষ্ট মাসে নেই।

সেপ্টেম্বর মাসের সরকারি ছুটির তালিকা:

  • ৬ সেপ্টেম্বর (২২ ভাদ্র) শুভ জন্মাষ্টমী।
  • *২৮ সেপ্টেম্বর (১৩ আশ্বিন) ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ)

গুগল নিউজ হতে আপডেট নিউজ সংগ্রহ করে নিতে পারেন।

জুলাই মাসের সরকারি ছুটির তালিকাঃ

  • *২৯ জুলাই (১৪ শ্রাবণ) আশুরা।
  • *১ জুলাই (১৭ আষাঢ়) ঈদ-উল-আযহা (ঈদের পরের দ্বিতীয় দিন)।

মার্চ মাসের সরকারি ছুটির তালিকাঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস,শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

  • ৭ মার্চ (২২ ফাল্গুন) শুভ দোলযাত্রা।
  • ১৯ মার্চ (৫ চৈত্র) শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব
  • *৮ মার্চ (২৩ ফাল্গুন) শব-ই-বরাত

 

আরও জানুনঃ মাতৃত্বকালীন ছুটি কি ? মাতৃত্বকালীন ছুটির নিয়ম এবং মাতৃত্বকালীন ছুটি কবে থেকে কার্যকর হবে ?

২০২৩ বছরের সরকারি ছুটির তালিকার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ নিম্নে প্রদান করা হলোঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

বিধি অনুবিভাগ

বিধি-৪ শাখা

www.mopa.gov.bd

প্রজ্ঞাপন

নং-০৫.০০.০০০০.১৭৩.০৮.০০৩.১৮-২৩৭                 তারিখঃ ০১ নভেম্বর ২০২২

সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ২০২৩ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাসমূহে নিম্নবর্ণিত ছুটি পালন করা হবে :

(ক) সাধারণ ছুটি

ক্রমিক নংপর্বের নাম  সপ্তাহের দিনের নাম ও তারিখবঙ্গাব্দের তারিখছুটির পরিমাণ
১.শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসমঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩০৮ ফাল্গুন ১৪২৯১ দিন  
২.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসশুক্রবার, ১৭ মার্চ ২০২৩  ০৩ চৈত্র ১৪২৯  ১ দিন
৩.স্বাধীনতা ও জাতীয় দিবসরবিবার, ২৬ মার্চ ২০২৩১২ চৈত্র ১৪২৯১ দিন
৪.জুমাতুল বিদাশুক্রবার, ২১ এপ্রিল ২০২৩০৮ বৈশাখ ১৪৩০১ দিন
৫.*ঈদ-উল-ফিতরশনিবার, ২২ এপ্রিল ২০২৩০৯ বৈশাখ ১৪৩০১ দিন
৬.মে দিবসসোমবার, ০১ মে ২০২৩১৮ বৈশাখ ১৪৩০১ দিন
৭.*বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)বৃহস্পতিবার ০৪ মে ২০২৩২১ বৈশাখ ১৪৩০১ দিন
৮.*ঈদ-উল-আযহাবৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩১৫ আষাঢ় ১৪৩০১ দিন
৯.জাতীয় শোক দিবস  মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩৩১ শ্রাবণ ১৪৩০১ দিন
১০.জন্মাষ্টমীবুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩২২ ভাদ্র ১৪৩০১ দিন
১১.*ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩১৩ আশ্বিন ১৪৩০১ দিন
১২.দুর্গাপূজা (বিজয়া দশমী)মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩০৮ কার্তিক ১৪৩০১ দিন
১৩.বিজয় দিবসশনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩০১ পৌষ ১৪৩০১ দিন
১৪.যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন)সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩১০ পৌষ ১৪৩০১ দিন

.                                                       ( ৪টি সাপ্তাহিক ছুটির দিনসহ )  মোট= ১৮ দিন

*.চাঁদ দেখার উপর নির্ভরশীল

 (খ) নির্বাহী আদেশে সরকারি ছুটি

ক্রমিক নংপর্বের নাম  সপ্তাহের দিনের নাম ও তারিখবঙ্গাব্দের তারিখছুটির পরিমাণ
১.*শব-ই-বরাতবুধবার, ০৮ মার্চ ২০২৩২৩ ফাল্গুন ১৪২৯১ দিন
২.নববর্ষশুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩০১ বৈশাখ ১৪৩০১ দিন
৩.*শব-ই-ক্বদরবুধবার, ১৯ এপ্রিল ২০২৩০৬ বৈশাখ ১৪৩০১ দিন
৪.*ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন)শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩            ও রবিবার, ২৩ এপ্রিল ২০২৩০৮ বৈশাখ ১৪৩০          ও ১০ বৈশাখ ১৪৩০২ দিন
৫.*ঈদ-উল-আযহা {ঈদের পূর্বের ও পরের দিন }বুধবার, ২৮ জুন ২০২৩           ও শুক্রবার, ৩০ জুন ২০২৩১৪ আষাঢ় ১৪৩০         ও ১৬ আষাঢ় ১৪৩০২ দিন
৬.* আশুরাশনিবার, ২৯ জুলাই ২০২৩১৪ শ্রাবণ ১৪৩০১ দিন

                                        (৪টি সাপ্তাহিক ছুটির দিনসহ)                 মোট= ০৮ দিন।

*চাঁদ দেখার উপর নির্ভরশীল।

(গ) ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)

ক্রমিক নংপর্বের নাম  সপ্তাহের দিনের নাম ও তারিখবঙ্গাব্দের তারিখছুটির পরিমাণ
১.* শব-ই-মিরাজরবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩০৬ ফাল্গুন ১৪২৯১ দিন
২.* ঈদ-উল-ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন)সোমবার, ২৪ এপ্রিল ২০২৩  ১১ বৈশাখ ১৪৩०  ১ দিন
৩.*ঈদ-উল- আযহা (ঈদের পরের দ্বিতীয় দিন)শনিবার, ০১ জুলাই ২০২৩  ১৭ আষাঢ় ১৪৩०  ১ দিন
৪.*আখেরি চাহার সোম্বাবুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩২৯ ভাদ্র ১৪৩०১ দিন
৫.*ফাতেহা-ই-ইয়াজদাহমশুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩  ১১ কার্তিক ১৪৩০  ১ দিন

                                        (২টি সাপ্তাহিক ছুটির দিনসহ)                 মোট= ০৫ দিন।

 *চাঁদ দেখার উপর নির্ভরশীল।

(ঘ) ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)

ক্রমিক নংপর্বের নাম  সপ্তাহের দিনের নাম ও তারিখবঙ্গাব্দের তারিখছুটির পরিমাণ
১.শ্রীশ্রী সরস্বতী পূজাবৃহস্পতিবার ,২৬ জানুয়ারি ২০২৩১২ মাঘ ১৪২৯১ দিন
২.শ্রীশ্রী শিবরাত্রি ব্রতশনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩০৫ ফাল্গুন ১৪২৯১ দিন
৩.দোলযাত্রামঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩২২ ফাল্গুন ১৪২৯১ দিন
৪.শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবরবিবার, ১৯ মার্চ ২০২৩  ০৫ চৈত্র ১৪২৯  ১ দিন
৫.মহালয়াশনিবার, ১৪ অক্টোবর ২০২৩২৯ আশ্বিন ১৪৩০১ দিন
৬.শ্ৰীশ্ৰী দুর্গাপূজা (অষ্টমী ও নবমী)  রবিবার, ২২ অক্টোবর ২০২৩             ও সোমবার, ২৩ অক্টোবর ২০২৩০৬ কার্তিক ১৪৩০          ও ০৭ কার্তিক ১৪৩০২ দিন
৭.শ্রীশ্রী লক্ষ্মী পূজাশনিবার, ২৮ অক্টোবর ২০২৩১২ কার্তিক ১৪৩০১ দিন
৮.শ্রীশ্রী শ্যামা পূজা  রবিবার, ১২ নভেম্বর ২০২৩  ২৭ কার্তিক ১৪৩০১ দিন

                                        (৩টি সাপ্তাহিক ছুটির দিনসহ)                 মোট= ০৯ দিন।

(ঙ) ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব)

ক্রমিক নংপর্বের নাম  সপ্তাহের দিনের নাম ও তারিখবঙ্গাব্দের তারিখছুটির পরিমাণ
১.ইংরেজি নববর্ষরবিবার, ০১ জানুয়ারি ২০২৩১৭ পৌষ ১৪২৯১ দিন
২.ভস্ম বুধবারবুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩০৯ ফাল্গুন ১৪২৯১ দিন
৩.পুণ্য বৃহস্পতিবারবৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩২৩ চৈত্র ১৪২৯১ দিন
৪.পুণ্য শুক্রবারশুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩২৪ চৈত্র ১৪২৯১ দিন
৫.পণ্য শনিবারশনিবার, ০৮ এপ্রিল ২০২৩২৫ চৈত্র ১৪২৯১ দিন
৬.ইস্টার সানডেরবিবার, ০৯ এপ্রিল ২০২৩২৬ চৈত্র ১৪২৯১দিন  
৭.যিশু খ্রিষ্টের জন্মো  (বড়দিনের পূর্বের ও পরের ও দিন)  রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩              ও মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩০৯ পৌষ ১৪৩০        ও ১১ পৌষ ১৪৩০২ দিন

                                        (২টি সাপ্তাহিক ছুটির দিনসহ)                 মোট= ০৮ দিন।

(চ) ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)

ক্রমিক নংপর্বের নাম  সপ্তাহের দিনের নাম ও তারিখবঙ্গাব্দের তারিখছুটির পরিমাণ
১.* মাঘী পূর্ণিমারবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩২২ মাঘ ১৪২৯১ দিন
২.চৈত্র সংক্রান্তিবৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩৩০ চৈত্র ১৪২৯১ দিন
৩.* আষাঢ়ী পূর্ণিমামঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩১৭ শ্রাবণ ১৪৩०১ দিন
৪.*মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা)বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩১৩ আশ্বিন ১৪৩০১ দিন
৫.*প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)শনিবার, ২৮ অক্টোবর ২০২৩  ১২ কার্তিক ১৪৩০  ১ দিন

                                        (১টি সাপ্তাহিক ছুটির দিনসহ)                 মোট= ০৫ দিন।

*চাঁদ দেখা বা চান্দ্ৰতিথির উপর নির্ভরশীল

(ছ) ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য)

ক্রমিক নংপর্বের নাম  সপ্তাহের দিনের নাম ও তারিখবঙ্গাব্দের তারিখছুটির পরিমাণ
১.পর্বের নাম বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব।  বুধবার, ১২ এপ্রিল ২০২৩     ও শনিবার, ১৫ এপ্রিল ২০২৩  ২৯ চৈত্র ১৪২৯     ও ০২ বৈশাখ ১৪৩০  ২ দিন

                                           (১টি সাপ্তাহিক ছুটির দিনসহ)                 মোট=০২

০২. একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ০৩(তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ০৩(তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।

০৩. যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

   

রাষ্ট্রপতির আদেশক্রমে,

 (মো: মশিউর রহমান তালুকদার)

        উপসচিব

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা বা বাংলাদেশের সরকারি ছুটির তালিকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ ডাউনলোড করে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ সরকারি ছুটির তালিকা ২০২২, সরকারি ছুটির তালিকা ২০২১, ২০২২ সালের সরকারি ছুটির তালিকা, সরকারি ছুটির তালিকা, ২০২১ সালের সরকারি ছুটির তালিকা pdf, ২০২১ সালের সরকারি ছুটির তালিকা, সরকারি ছুটির তালিকা ২০২২ সালের ক্যালেন্ডার, সরকারি ছুটির তালিকা ২০২১ pdf, 2022 সালের সরকারি ছুটির তালিকা, ২০২২ সরকারি ছুটির তালিকা, অক্টোবর মাসে সরকারি ছুটির তালিকা, ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা

Reply

error: Content is protected !!