2comments

ইউএনও এর বেতন কত ? উপজেলা নির্বাহী অফিসার কিভাবে হওয়া যায় ?

বাংলাদেশে সরকারের প্রশাসনিক কাঠামোতে উপজেলা নির্বাহী অফিসার (UNO) একটি গুরুত্বপূর্ণ পদ। এটি মূলত উপজেলাসমূহের প্রশাসনিক কার্যক্রম তদারকি এবং পরিচালনার দায়িত্ব পালন করে। ইউএনও  পদটি সরকারি চাকরির মধ্যে অন্যতম আকর্ষণীয় ও সম্মানজনক পদ হিসাবে  পরিচিত। অনেকেই জানতে চান ইউএনও  হওয়ার যোগ্যতা, বেতন কাঠামো, সুযোগ-সুবিধা ও দায়িত্ব সমূহ কি কি রয়েছে। এই পোস্ট এ আমরা বিস্তারিতভাবে এসব তথ্য তুলে ধরার চেষ্টা করব।

এই পোস্ট নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ

  • উপজেলা নির্বাহী অফিসার কি? অথবা উপজেলা নির্বাহী অফিসার এর কাজ কি ?
  • উপজেলা নির্বাহী অফিসারের পদমর্যাদা বা উপজেলা নির্বাহী অফিসার গ্রেড কত ?
  • উপজেলা নির্বাহী অফিসার কিভাবে হওয়া যায়?, ইউএনও এর বেতন কত ?
  • Uno এর পূর্ণরূপ কি ?
  • টিএনও মানে কি ?
  • টিএনও ও ইউএনও এর মধ্যে পার্থক্য কি ?
  • উপজেলা নির্বাহী অফিসার কিভাবে হওয়া যায় ?
  • ইউএনও এর বেতন কত ?
ইউএনও এর বেতন কত ? উপজেলা নির্বাহী অফিসার কিভাবে হওয়া যায় ?
ইউএনও এর বেতন কত ? উপজেলা নির্বাহী অফিসার কিভাবে হওয়া যায় ?

উপজেলা নির্বাহী অফিসার কি? অথবা উপজেলা নির্বাহী অফিসার এর কাজ কি ?

  • উপজেলা নির্বাহী অফিসার মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে উপজেলা পরিষদকে বিভিন্ন কর্মকান্ডে সাচিবিক সহয়তা প্রদান করে ।  উপজেলা পরিষদের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা চেয়াম্যানকে সহায়তা প্রদান করে।
  • এছাড়া তিনি সেন্টাল government এর সকল সিন্ধান্ত বাস্তবায়ন ও সরকারের বিভিন্ন বিভাগের কাজের সমন্বয় করে থাকে এবং তিনি সাধারণ প্রশাসন, রাজস্ব প্রশাসন, ফৌজদারি প্রশাসন ও একজন ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন।

ইউএনও এর কাজ কি?

উপজেলা নির্বাহী অফিসারের প্রধান দায়িত্বসমূহ নিন্মে উল্লেখ করা হলোঃ

  • উপজেলায় সরকারি নীতিমালা বাস্তবায়ন করা।
  • উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা করা ।
  • বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও তহবিল ব্যবস্থাপনা করা।
  • নির্বাচন ব্যবস্থাপনা ও তদারকি করা।
  • বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় ও প্রশাসনিক দায়িত্ব পালন করা।
  • জনদুর্ভোগ নিরসনে কাজ করা।

উপজেলা নির্বাহী অফিসার (UNO) কিভাবে হওয়া যায়?

UNO হতে হলে প্রথমে বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) পরীক্ষা উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেতে হবে। সাধারণত BCS ক্যাডারের সহকারী কমিশনার (AC Land) হিসেবে কর্মজীবন শুরু করার পর অভিজ্ঞতার ভিত্তিতে UNO পদে পদোন্নতি প্রাপ্ত হয়।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

উপজেলা নির্বাহী অফিসারের পদমর্যাদা বা উপজেলা নির্বাহী অফিসার গ্রেড কত ?

বর্তমানে উপজেলার পদটি ৬ষ্ঠ গ্রেডের।

Uno এর পূর্ণরূপ কি ?

  • Uno এর পূর্ণরূপ: Upazila Nirbahi Officer (উপজেলা নির্বাহী অফিসার)। এটি বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোর একটি অত্যন্ত  গুরুত্বপূর্ণ পদ।

টিএনও মানে কি ?

  • TNO (টিএনও) পূর্ণরুপ হচ্ছে : Thana Nirbahi Officer (থানা নির্বাহী অফিসার)।

আরও জানুনঃ শুক্রাণু কি ? পুরুষের বন্ধ্যাত্বের লক্ষণ এবং পুরুষের বন্ধ্যাত্ব দূর করার উপায় ? শুক্রাণু বৃদ্ধির উপায় বা বীর্যে শুক্রাণু বৃদ্ধির খাবার ?

টিএনও ও ইউএনও এর মধ্যে পার্থক্য কি ?

  • উপজেলার নির্বাহী প্রধানকে বলা হয় UNO (ইউএনও)। 
  • থানার নির্বাহী প্রধানকে বলা হয় TNO (টিএনও)।

উপজেলা নির্বাহী অফিসার কিভাবে হওয়া যায় ?

বিসিএস পরিক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলে প্রমোশনের মাধ্যমে ইএনও (UNO) হতে পারবেন। 

আরও জানুনঃ স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশন জন্য আবেদন করার উপায় ? মৃত ব্যক্তির পেনশন কে  পাবে ?স্বামীর মৃত্যুর পর পেনশন কে পাবে?

ইউএনও এর বেতন কত ?

একজন ইউএনও জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে বেতন পেয়ে থাকেন। এই গ্রেডের স্কেল ৩৫,৫০০ টাকা হলেও তিনি শুরু থেকেই ৫% ইনক্রিমেন্ট পান প্রতি বছর তাই মূল বেতন আরও বেড়ে যায়। এই পদে আসতে ৫-৬ বছর বা আরও কম বেশি সময় লাগতে পারে। মূল বেতনের সাথে কিন্তু বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা আছে।

  • অর্থনৈতিক কোড-৩১১১৩০১ মুল বেতনঃ ৩৫,৫০০ /- টাকা 
  • অর্থনৈতিক কোড-৩১১১৩১০ বাড়িভাড়া ভাতাঃ ১৫,৯৭৫/- টাকা  
  • ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০% ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট,  বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ৫০% এবং অন্যান্য স্থানের জন্য ৪৫% 
  • অর্থনৈতিক কোড-৩১১১৩১১ মেডিকেল ভাতাঃ ১৫০০/- টাকা
  • 3111312-Mobile/cellphone allowance: ১০০০/- টাকা
  • 3111313-Residential telephone encashment allowance : ১২০০/- টাকা।
  • অর্থনৈতিক কোড – 3111306 শিক্ষা ভাতা= ১০০০/- টাকা ( দুই সন্তানের জন্য।

ইউএনও এর মোট বেতন ভাতাদি= (৩৫,৫০০+১৫,৯৭৫+১৫০০+১০০০+১২০০)=৫৫,১৭৫ টাকা।

অন্যান্য ইউএনও এর সুযোগ-সুবিধা

একজন উপজেলা নির্বাহী অফিসারকে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে:

  • সরকারি বাসভবন ও গাড়ি সুবিধা রয়েছে।
  • বিশেষ ভাতা এবং উৎসব বোনাস  প্রাপ্ত হবে।
  • বিদেশে প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
  • অফিস সহকারী এবং নিরাপত্তা সুবিধা রয়েছে।

বাংলাদেশ সরকারের উপজেলা নির্বাহী অফিসার পদটি একটি সম্মানজনক ও চ্যালেঞ্জিং প্রশাসনিক পদ। সরকারি চাকরির মধ্যে এটি অন্যতম আকর্ষণীয় পদের একটি, যা দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে খুবই  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

রিলেটেড ট্যাগঃইউএনও এর বেতন কত ?, উপজেলা নির্বাহী অফিসারের পদমর্যাদা বা উপজেলা নির্বাহী অফিসার গ্রেড কত ?,উপজেলা নির্বাহী অফিসার কিভাবে হওয়া যায়?, Uno এর পূর্ণরূপ কি ?,টিএনও মানে কি ?,uno salary in bangladesh,

2 Comments

Reply

error: Content is protected !!