ibas++increment 1 july 2022 | ১জুলাই ২০২২ এর ইনক্রিমেন্ট এর কপি প্রিন্ট করার উপায় ?
সরকারী কর্মচারীদের প্রত্যেক বছরের ১/৭ তারিখের বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হয় । আপনার ২০২২ সালের ইনক্রিমেন্ট যোগ হয়েছে কিনা, সেটি অবশ্যই চেক করা উচিত। কারণ অনেক সময় সার্ভারের সমস্যার কারণে ইনক্রিমেন্ট নাও লাগতে পারে।
স্বয়ংক্রিয়ভাবে যাঁদের ০১.০৭.২০২১ তারিখের ইনক্রিমেন্ট দেয়া হয়নি:-
1.নতুন নিয়োগপ্রাপ্ত,
2.নতুন নিয়োগপ্রাপ্ত (বেতন সংরক্ষণ) ,
3.যাঁদের ১৫.১২.২০১৫/০১.০৭.২০১৬/০১.০৭.২০১৭/০১.০৭.২০১৮/০১.০৭.২০১৯/০১.০৭.২০২০ তারিখের ইনক্রিমেন্ট এখনও দেয়া হয়নি,
4.হিসাবরক্ষণ অফিসে বেতন নির্ধারণী চুড়ান্তকরণের অপেক্ষাধীন।
ibas increment 1 july 2022 | ১জুলাই ২০২২ এর ইনক্রিমেন্ট এর কপি প্রিন্ট করার উপায় ভিডিও দেখতে পারেন।
জিপিএফ ব্যালেন্স এর স্লিপ বের করে নিতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।