nocomments

Gpf calculator & Future gpf calculatorএর সাহায্যে জিপিএফ হিসাব এবং ভবিষৎ জিপিএফ হিসাব বের করার উপায় ?

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ

  • জিপিএফ ক্যালকুলেটর ছাড়া ম্যানুয্যাল পদ্ধতিতে হিসাব করা উপায় ?
  • gpf calculator সাহায্যে জিপিএফ হিসাব করার উপায় ?
  • , Future GPF Calculator এর সাহায্যে ভবিষ্যে হিসাব করার পদ্ধতি ?
  • জিপিএফ চাঁদা কর্তনের নিয়ম ২০২৩ ?
  • কত বছর চাকুরী হলে জিপিএফ চাঁদা কর্তনের ব্যাধ্যতামূলক ?

Gpf calculator & Future gpf calculator বা জিপিএফ ক্যালকুলেটর ছাড়া ম্যানুয্যাল পদ্ধতিতে হিসাব করা উপায় ?

সরকারি চাকরি জীবিদের জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফ্যান্ড একটি লাভজনক বিনিয়োগ ব্যবস্থা। জিপিএফ চাঁদা আপনি চাকরি জীবনে শুরুতেও করতে পারেন আবার পরেও জিপিএফ এর চাঁদা কর্তন করতে পারেন কিন্তু দুই বছর পর জিপিএফ এর চাদা কর্তন বাধ্যতামুলক।

প্রত্যেক অর্থ বছর শেষে জিপিএ এর চাঁদা, মনুফা এবং সর্বমোট জিপিএফ ব্যালেন্স বের করার প্রয়োজন হয়। জিপিএফ ক্যালকুলেটর ছাড়া এটি ম্যানুয়্যাল পদ্ধতি করা একটু জটিল এবং সময় সাপেক্ষ । এ জন্য জিপিএফ ব্যালেন্স এর হিসাব জানতে আমরা প্রায়ই হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করি।

জিপিএফ এর মুনাফা এবং জিপিএফ ব্যালেন্স বের করার জন্য জিপিএফ ক্যালকুলেটর ছাড়া ম্যানুয়্যাল জিপিএফ হিসাব বের করার সূত্র:

Gpf calculator & Future gpf calculator
Gpf calculator & Future gpf calculator

Gpf calculator সহজেই জিপিএফ হিসাব বের পদ্ধতি ?

  • Gpf calculator সহজেই জিপিএফ হিসাব বের করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে গুগলে আসবেন।
  • গুগল টাইপ করবেন Gpf calculator অথবা cafopfm.gov.bd/calculator.php

তারপর অপনি নিচের স্ক্রিন পাবেন:

Gpf calculator & Future gpf calculatorএর সাহায্যে জিপিএফ হিসাব এবং ভবিষৎ জিপিএফ হিসাব বের করার উপায় ?
Gpf calculator & Future gpf calculatorএর সাহায্যে জিপিএফ হিসাব এবং ভবিষৎ জিপিএফ হিসাব বের করার উপায় ?

এখানে আপনার জিপিএফ নিম্নরুপ তথ্যসমূহ প্রদান করবেনঃ

  • জিপিএফ হিসাব দেখার জন্য ওপেনিং ব্যালেন্স দিতে হবে।
  • জিপিএফ হিসাসের মাসিক চাঁদার পরিমাণ দিতে হবে।
  • কোন জিপিএফ থেকে অগ্রিম গ্রহণ করলে তার পরিমাণ দিতে হবে।
  • জিপিএফ মুনাফর হার দিতে হবে।

আরও জানুনঃ জিপিএফ মুনাফর হার এখানে হতে জেনে নিতে পারেন।

এরপর Result অপশনে ক্লিক করলে আপনি ফলাফল দেখতে পাবেন।

Future gpf calculator বা জিপিএফ এর কত টাকা চাঁদা কর্তন করলে চাকরি শেষে কত টাকা পাওয়া যাবে?

আপনি চাকরি শুরুতে যদি ৫০০০ টাকা জিপএফ চাঁদা কর্তন করেন ও ৩০শে জুন তারিখে জিপিএফল ওপেনিং ব্যালেন্স ৬লক্ষ টাকা হয় এবং আপনি যদি ২৭ বা ৩০ বছর চাকরি করেন, তাহলে আপনার টাকার পরিমাণ দাঁড়াবে ২,৩৪,৬৯,৫৩৮ টাকা ।

Future gpf calculator
Future gpf calculator

জিপিএফ চাঁদা কর্তনের নিয়ম ২০২৩ এবং কত বছর চাকুরী হলে জিপিএফ চাঁদা কর্তনের ব্যাধ্যতামূলক ?

সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ এর বিধিমালা আনুযায়ী একজন সরকারি চাকুরীজীবির জিপিএফ চাঁদা কর্তনের নিয়ম :

  • ইচ্ছা করলে যে কোন সময় জিপিএফ চাঁদা কর্তন করা যাবে;
  • সরকারি চাকরি মেয়াদ দুই বছর হলে জিপিএফ চাঁদা কর্তন ব্যাধ্যতামূলক;
  • ৫২ বছর হলে জিপিএফ চাঁদা কর্তন বন্ধ করা যাবে;
  • জিপিএফ তহবিলে চাঁদার সর্বনিম্ন হার হইবে নিম্নরূপ: ৫% এবং সর্বোচ্চ ২৫%

আরও জানুন

আইবাস++ এ Distance Calculator মাধ্যমে নতুন টিএ বিলের দূরত্ব বা কিলোমিটার বের করা উপায় ২০২২

Gpf calculator & Future gpf calculatorএর সাহায্যে জিপিএফ হিসাব এবং ভবিষৎ জিপিএফ হিসাব বের করার উপায় বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ জিপিএফ ক্যালকুলেটর, , GPF interest calculation formula bd, GPF interest calculation formula bd, GPF Calculation formula, জিপিএফ চাঁদা কর্তনের নিয়ম ২০২৩ ? কত বছর চাকুরী হলে জিপিএফ চাঁদা কর্তনের ব্যাধ্যতামূলক ?জিপিএফ হিসাব ক্যালকুলেটর,জিপিএফ চাঁদা কর্তন ,

Reply

error: Content is protected !!