nocomments

কাঠাল খাওয়ার উপকারিতা এবং কাঠালে কি কি ভিটামিন আছে ? কাঠাল বিচির উপকারিতা কি কি ?

পোস্ট সামারীঃ

  • কাঠাল খাওয়ার উপকারিতা কি কি ?
  • কাঠালে কি কি ভিটামিন আছে ?
  • কাঠাল খাওয়ার ২০টি উপকারিতা ?
  • কাঠাল বিচির উপকারিতা কি কি ?
  • কী কী গুণ আছে কাঁঠালের বীজের ?
  • কাঠালের বীজ কী ভাবে খাবেন ?

কাঠাল


কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, এর ইংরেজী নাম হলো (Jackfruit) । বাংলাদেশের সব স্থানেই কম- বেশি কাঁঠাল পাওয়া যায়। মধুমাস ও গ্রীস্মের প্রথমে কাঁচা অবস্থায় তার সাথে গ্রীস্ম ও বর্ষায় পাকা কাঁঠাল পাওয়া যায়। কাঁঠাল আকারে অনেক বড় হয় এবং পুষ্ঠিগুণে ভরপুর। কাঁঠালের ৪-৫ কোষ থেকে ১০০ kilo calories শক্তি আমরা পেয়ে থাকি।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

কাঠালে কি কি ভিটামিন আছে ?

  • কাঠাল এর হলুদ কালারের কোষ হচ্ছে Vitamin A সমদ্ধ।
  • ২-৩ কোয়া কাঁঠাল আমাদের ১ দিনের Vitamin A এর চাহিদা পূরণ করে।
  • সেজন্য কাঁঠাল অপুষ্টিজনিত সমস্যা রাতকানা এবং রাতকানা থেকে অন্ধত্ব প্রতিরোধ করার জন্য খুবই যোগ্য ফল। শিশু, কিশোর, কিশোরী এবং পূরণ বয়সী নারী- পুরুষ সব শ্রেণীর জন্যই কাঁঠাল খুবই মঙ্গলময় ফল।
  • দেহে Vitamin A এর অভাব দেখা দিলে ত্বক খসখসে হয়ে যায় এবং দেহের লাভণ্যতা নষ্ট হয়ে যায়। এটি কাঁঠাল প্রতিরোধ করতে পারে।  
  • এ ছাড়া কাঁঠালের ভিতরে ভিটামিন ‘সি’ এবং কিছুটা ‘বি’ আছে। পাকা কাঁঠাল যেমন অনুগ্রহ রয়েছে, তেমনি কাঁচা কাঁঠালও কম উপকারী নয়।
  • কাঁচা কাঁঠাল প্রোটিন ও ভিটামিনসমদ্ধ তরকরি।

আরও জানুনঃ ভিটামিন ডি কি ? ভিটামিন ডি এর উপকারিতা ? ভিটামিন ডি এর অভাবে কি কি হয় ?

কাঠাল খাওয়ার ২০টি উপকারিতা ?

  • কাঁঠালে ফ্যাটের পরিমাণ অনেক কম থাকে এবং কাঁঠাল খাওয়ার ফলে ওয়েট বা ওজন বাড়ার আংশকা অনেক কম।
  • কাঁঠাল পটাশিয়ামের উত্তম উৎস। ১০০ গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ ৩০৩ মিলিগ্রাম। যারা পটাশিয়উ্চ্চ রক্তচাপ কমাতে সহযোগিতা করে। এ জন্যে কাঁঠালে হাই  ব্লাড প্রেসার উপশম হয়।
  • কাঁঠালে  প্রচুর পরিমাণ Vitamin A আছে এবং কাঁঠাল রাতকানা রোগ প্রতিরোধ করতে সাহায্যে করে।
  • কাঁঠালের সেরা উপযোগিতা হল ভিটামিন সি। প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন “সি” সৃষ্টি হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে ভিটামিন “সি”।
  • কাঁঠালে আছে ফাইটোনিউট্রিয়েন্টস- আলসার, ক্যান্সার, শীর্ষ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম।
  • কাঁঠালে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্বাস্থ্যকে ক্ষতিকর ফ্রিরেডিকেলস হতে রক্ষা করে। এছাড়াও আমাদেরকে সর্দি-কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে।

আরও জানুনঃ গর্ভবতী মায়ের যত্ন কি কি এবং গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা ? গর্ভবতী মায়ের কি কি চেকআপ করা দরকার ?

  • tension তার সাথে nervousness  কমাতে কাঁঠাল বেশ effective.
  • বদহজম রোধ করে কাঁঠাল।
  • কাঁঠাল উদ্ভিদের শেকড় হাঁপানী উপশম করে। শেকড় সেদ্ধ করলে যে সর্বশ্রেষ্ঠ পুষ্টি উপাদান নিষ্কাশিত হয় তা হাঁপানীর প্রকোম নিয়ন্ত্রণে সক্ষম।
  • চর্মরোগের সমস্যা সমাধানেও কাঁঠালের শেকড় কার্যকরী। জ্বর তার সাথে ডায়রিয়া নিরাময় করে কাঁঠালের শেকড়।
  • কাঁঠাল এ প্রচুর পরিমাণে ম্যাঈানিজ রয়েছে, এটি ব্লাডের শর্করা বা সুগারের পরিমাণ কন্টোল করে।
  • কাঁঠালে আছে Magnesium, calcium যা হাড়ের আকার ও হাড় শক্তিশালী করে
  • কাঁঠালে Vitamin B6  আছে এটি হৃদরোগের ঝুঁকি কমায়।
  • কাঁঠালে আছে ক্যালসিয়াম শুধুমাত্র হাড়ের জন্য মঙ্গলময় নয় রক্ত গুটানো প্রক্রিয়া সমাধানেও অবদান রাখে।

আরও জানুনঃ ডায়াবেটিস কি ? ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় বা ডায়াবেটিস কমানোর উপায় ?

  • ৬ মাসে বয়সের শিশুকে মায়ের ব্রেষ্ট মিল্ক এর সাথে কাঠালের রস খাওয়ালে শিশুর ভিটামিনের অভাব পূরণ হয় ।
  • চিকিৎসা শাস্ত্র মতে ডেইলি ২০০ গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব মুছে হয়।
  • প্রেগনেন্ট মহিলাগণ কাঠাল খেলে শরীর সুস্থ থাকে এবং গর্ভের বাচ্চের বৃদ্ধি স্বাভাবিক হয়।
  • কাঠাল বুকের দুধ বৃদ্ধি করে।
  • এই ফল আঁশালো বিধায় কোষ্ঠকাঠিণ্য মুছে করে।
  • কাঁঠালে iron যা দেহের রক্তাল্পতা দূর করে।

আরও জানুনঃ গর্ভাবস্থায় যে সব ভিটামিন খাওয়া যাবে না এবং কোন ভিটামিন খাওয়া যাবে ?

কাঠাল বিচির উপকারিতা কি কি ?

  • পাকা কাঁঠালের বিচি বাদামের মতো ভেজে যেমন খাওয়া যায়, তেমনি তরকারি হিসেবেও খাওয়া যায়।
  • ১০০গ্রাম কাঁঠালের বিচিতে ৬.৬ গ্রাম আমিষ রয়েছে ও ২৫.৮গ্রাম কার্বোহাইড্রেট আছে।
  • সবার জন্যই আমিষসমদ্ধ কাঁঠালের বিচি উপকারী।
  • কাঁঠাল বিচি খেয়ে ভিটামিন ‘এ’- এর ঘাটতি পূর্ণ করা সম্ভব।

আরও জানুনঃ ইউরিক অ্যাসিড বেশী থাকলে আমে খাওয়ার অপকারিতা কি ? আম খেলে কি ইউরিক এসিড বেশি হয় ?

কী কী গুণ আছে কাঁঠালের বীজের ?

  • কাঁঠালের বীজ খেলে মানসিক চাপ কমে, কারণ এতে বিদ্যমান অনেক পরিমাণে আমিষ ও মাইক্রোনিউট্রিয়েন্টস।
  • এই বীজে ভরপুর মাত্রায় iron থাকে, যা হিমোগ্লোবিনের সেরা উপাদান। রক্তাল্পতা থাকলে আয়রন সমৃদ্ধ ডায়েটের জন্য পুষ্টিবিদরাও কাঁঠাল বীজ খেতে বলেন।
  • কাঁঠাল বীজে ভিটামিন এ থাকে। একারণে দৃষ্টি স্বচ্ছ রাখতে তার সাথে চুলের গোড়া দৃঢ় করতে এই বীজ রাখা যেতেই পারে ডায়েটে।
  • কাঁঠাল বীজে ভিটামিন এ থাকে।
  • যাঁরা নিরামিষ খান তাঁদের পক্ষে মাছ-মাংস হতে আমিষ পাওয়া সম্ভব হয়ে ওঠে না। কাঁঠাল বীজ সে ক্ষেত্রে ডায়েটে রাখা অতিমাত্রা জরুরি। এটি পেশির শক্তি বৃদ্ধিতেও হেল্প করে।
  • কাঁঠালের বীজ রোদে শুকিয়ে গুঁড়ো করে নিলে সেটি নিয়মিত খেলে গ্যাস-অম্বলের আশঙ্কা কমে। এ ছাড়া কাঁঠাল বীজে প্রিবায়োটিক থাকে। এগুলি শরীরে ভাল ব্যাক্টেরিয়ার সংখ্যা বাড়ায়।

আরও জানুনঃ মধুর উপকারিতা এবং খাঁটি মধু চেনার উপায় ? মধু খাওয়ার নিয়ম ও সময় ?

কাঠালের বীজ কী ভাবে খাবেন ?

  • রোদে শুকিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে ঘিয়ে রোস্ট করে নুন, গোলমরিচ দিয়ে আহার করা যায়।
  • রোদে শুকিয়ে নিয়ে তার পর সেদ্ধ করে তেল লঙ্কা দিয়ে মেখে ভোজন করা যায়।
  • আর পাঁচটা সব্জির মতোই তরকারি বানিয়ে আহার করা যেতে পারে। নানারকম নিরামিষ তরকারির মধ্যে দিলেও খেতে ভাল লাগে।
  • যে কোনও ঝোলে প্রয়োগ করার জন্য পারেন।

তথ্যসূত্রঃকৃষি সম্প্রসারণ অধিদপ্তর , নীলফামারী।

রিলেটেড ট্যাগঃ কাঠাল খাওয়ার উপকারিতা কি কি ?,কাঠালে কি কি ভিটামিন আছে ? ,কাঠাল খাওয়ার ২০টি উপকারিতা ?, কাঠাল বিচির উপকারিতা কি কি ?, কী কী গুণ আছে কাঁঠালের বীজের ?,কাঠালের বীজ কী ভাবে খাবেন ?

Reply

error: Content is protected !!