নতুন পদ্ধতিতে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন এবং বিভিন্ন প্রশ্ন এবং উত্তর পর্ব ।
সঞ্চয়পত্র ক্রয় ফরমের সাথে কিকি কাগজপত্র প্রদান করতে হয় ?
উঃ ক) ক্রেতা ও নমিনী প্রত্যেকের ০২(দুই) কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি (ক্রেতার ছবি ১ম শ্রেনীর কর্মকর্তা কর্তৃক ও নমিনীর ছবি ক্রেতা কর্তৃক সত্যায়িত)।
খ) ক্রেতা ও নমিনীর জাতীয় পরিচয় পত্রের কপি (নমিনী নাবালক হলে তার জন্ম নিবন্ধন এবং প্রত্যয়ন কারীর জাতীয় পরিচয় পত্রের কপি)
গ) ক্রেতা (গণ)-এর E-TIN সার্টিফিকেটের কপি
ঘ) গ্রাহকের নিজ ব্যাংক হিসাবের MICR চেকের কপি; যে হিসাবে সঞ্চয় পত্রের মনাফা ও আসল EFT-এর মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে জমা করা হবে।
বর্তমানে কয়টি সঞ্চয় প্রকল্প চালু রয়েছে ও কিকি ?
উঃ ৪টি। যথা-(ক) পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ;
(খ) পরিবার সঞ্চয়পত্র ;
(গ) তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও
(ঘ) পেনশনার সঞ্চয়পত্র।
পরিবার সঞ্চয়পত্র কত বছর মেয়াদী ?
উঃ৫(পাঁচ) বছর। তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কত বছর মেয়াদী ?
উঃ ৩(তিন) বছর।
পেনশনার সঞ্চয়পত্র কত বছর মেয়াদী ?
উঃ৫(পাঁচ) বছর।
কোথায় সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায় ?
উঃবাংলাদেশ ব্যাংকের সকল অফিস, সকল বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অধীনস্থ সারাদেশে ৭১টি সঞ্চয় ব্যরো অফিস এবং ডাকঘর (Post Office) সমূহে।
সকল প্রকার সঞ্চয়পত্র সবাই(পুরুষ/মহিলা) কিনতে পারে নকি-না ?
উঃ না।
কো সঞ্চয়পত্র সকলে কিনতেপারেন ?উঃপাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র (শুধমাত্র জাতীয় পরিচয় পত্র ধারী)।
কোথায় সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায় ?
উঃ বাংলাদেশ ব্যাংকের সকল অফিস, সকল বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অধীনস্থ সারা দেশে ৭১টি সঞ্চয় ব্যরো অফিস এবং ডাকঘর (Post Office) সমূহে।
সকল প্রকার সঞ্চয়পত্র কি পুনঃ বিনিয়োগ যোগ্য ?
উঃনা, শুধুমাত্রপাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র পরবর্তী ১(এক) মেয়াদের জন্য স্বয়ংক্রিয় পুনঃ বিনিয়োগ যোগ্য।
বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।
এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর সর্ম্পকে এখান থেকে জেনে নিতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।