nocomments

আইবাস ++ এ জিপিএফ এর চাঁদা কম/বেশি,চাঁদা কর্তন বন্ধ, নতুন ডিজিটাল নম্বর বের করার এবং সুদ মুক্ত করার পদ্ধতি ?

আইবাস++ এ কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ কম/বেশি করার জন্য হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হয়। ডিডিওগণ তাদের আইডি থেকে কর্মচারিদের জিপিএফ চাঁদা কম/বেশি, পুরাতন ও নতুন ডিজিটাল জিপিএফ নম্বর বের করা এবং জিপিএফ এর হিসাব সুদমুক্ত করতে পারবে।

এ জন্য কোন ব্রাউজারের সাহয্যে ibas.finance.gov.bd ঠিকানায় প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++gpf subscription deduction
ibas++gpf subscription deduction

এখানে iBAS++( ২০১৮-১৯) থেকে নতুন কোড অনুযায়ী অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

তারপর ddo এর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর নিচের স্ক্রিন আসবেঃ

তারপর Ibas++ Accounting Module এ প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

তারপর Ibas++ gpf management অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++gpf subscription deduction
ibas++gpf subscription deduction

এখন Ibas++ gpf master data অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++gpf subscription deduction
ibas++gpf subscription deduction

gpf subscription configuration অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++gpf subscription deduction
ibas++gpf subscription deduction

National ID নম্বর দিয়ে go অপশনে ক্লিক করলে উপরের তথ্যগুলো দেখা যাবে।

Employee Name : অটোমেটিক দেখা যাবে।

Current Office : অটোমেটিক দেখা যাবে।

GPF A/C No [Old] : অটোমেটিক দেখা যাবে।

GPF A/C No : নতুন ডিজিটাল জিপিএফ একাউন্ট নম্বর অটোমেটিক দেখা যাবে।

Current Basic Pay : অটোমেটিক দেখা যাবে।

Subscription Amount : অটোমেটিক দেখা যাবে এবং Subscription Amount কম/বেশি করা যাবে।

Commence Date : অটোমেটিক দেখা যাবে। নতুন তারিখে সংযোজন করা যাবে।

Volume Number : অটোমেটিক দেখা যাবে এবং পরিবর্তন করা যাবে।

Latest Page Number : অটোমেটিক দেখা যাবে এবং পরিবর্তন করা যাবে।

Active : ঠিক চিহ্ন উটিয়ে দিলে জিপিএফ একাউন্ট বন্ধ হয়ে যাবে।

Profit Applicable History : অটোমেটিক দেখা যাবে এবং Profit Applicable অপশনে save করে দিয়ে সেভ করলে সুদমুক্ত করা যাবে।

আইবাস++ এ ডিডিও আইডি থেকে বাজেট বরাদ্দ, প্রকৃত খরচ এবং অবশিষ্ট বাজেট বরাদ্দ বের করার পদ্ধতি জেনে নিতে পারেন।

আইবাস ++ এ জিপিএফ এর চাঁদা কম/বেশি,চাঁদা কর্তন বন্ধ, নতুন ডিজিটাল নম্বর বের করার এবং সুদ মুক্ত করার পদ্ধতির ডিডিও দেখে নিতে পারেন।

Reply

error: Content is protected !!