আইবাস ++ এ জিপিএফ এর চাঁদা কম/বেশি,চাঁদা কর্তন বন্ধ, নতুন ডিজিটাল নম্বর বের করার এবং সুদ মুক্ত করার পদ্ধতি ?
আইবাস++ এ কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ কম/বেশি করার জন্য হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হয়। ডিডিওগণ তাদের আইডি থেকে কর্মচারিদের জিপিএফ চাঁদা কম/বেশি, পুরাতন ও নতুন ডিজিটাল জিপিএফ নম্বর বের করা এবং জিপিএফ এর হিসাব সুদমুক্ত করতে পারবে।
এ জন্য কোন ব্রাউজারের সাহয্যে ibas.finance.gov.bd ঠিকানায় প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
এখানে iBAS++( ২০১৮-১৯) থেকে নতুন কোড অনুযায়ী অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর ddo এর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর নিচের স্ক্রিন আসবেঃ
তারপর Ibas++ Accounting Module এ প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
তারপর Ibas++ gpf management অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
এখন Ibas++ gpf master data অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
gpf subscription configuration অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ
National ID নম্বর দিয়ে go অপশনে ক্লিক করলে উপরের তথ্যগুলো দেখা যাবে।
Employee Name : অটোমেটিক দেখা যাবে।
Current Office : অটোমেটিক দেখা যাবে।
GPF A/C No [Old] : অটোমেটিক দেখা যাবে।
GPF A/C No : নতুন ডিজিটাল জিপিএফ একাউন্ট নম্বর অটোমেটিক দেখা যাবে।
Current Basic Pay : অটোমেটিক দেখা যাবে।
Subscription Amount : অটোমেটিক দেখা যাবে এবং Subscription Amount কম/বেশি করা যাবে।
Commence Date : অটোমেটিক দেখা যাবে। নতুন তারিখে সংযোজন করা যাবে।
Volume Number : অটোমেটিক দেখা যাবে এবং পরিবর্তন করা যাবে।
Latest Page Number : অটোমেটিক দেখা যাবে এবং পরিবর্তন করা যাবে।
Active : ঠিক চিহ্ন উটিয়ে দিলে জিপিএফ একাউন্ট বন্ধ হয়ে যাবে।
Profit Applicable History : অটোমেটিক দেখা যাবে এবং Profit Applicable অপশনে save করে দিয়ে সেভ করলে সুদমুক্ত করা যাবে।
আইবাস++ এ ডিডিও আইডি থেকে বাজেট বরাদ্দ, প্রকৃত খরচ এবং অবশিষ্ট বাজেট বরাদ্দ বের করার পদ্ধতি জেনে নিতে পারেন।
আইবাস ++ এ জিপিএফ এর চাঁদা কম/বেশি,চাঁদা কর্তন বন্ধ, নতুন ডিজিটাল নম্বর বের করার এবং সুদ মুক্ত করার পদ্ধতির ডিডিও দেখে নিতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।