ibas++ এ partial bill submission করার পদ্ধতি ?
আংশিক(Partial) বিল কি এবং কখন ibas++ এ partial bill submission সাবমিট করতে হয় ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিগণ এক স্টেশন হতে অন্য স্টেশনে বদলি হলে অথবা Attachment, PRL, Lien, Deputation এবং Leave অর্থাৎ ছুটিতে গমন করে । এ ক্ষেত্রে কালেন্ডার মাসের ১ তারিখ হয় না। আবার মাসের শেষ তারিখও হয় না, এ সব ক্ষেত্রে ভাতাদিরও পরিবর্তন ঘটে এ অবস্থায় আংশিক(ibas++ এ partial bill submission) বিল করার প্রয়োজন হয়।
ibas++ এ officer partial bill submission) বিল করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে আইবাসে প্রবেশ করার পর নিচের স্ক্রিন আসবেঃ
এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে নিচের স্ক্রিন আসবেঃ
আইবাস++ এ Budget Execution অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।
আইবাস++ এ Pay bill অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।
আইবাস++ এ Partial bill submission অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।
Fiscal year of salary: অটোমেটিক সিলেক্ট থাকবে।
Partial bill period: দুইটি তারিখ দেখা যাবে। দুইটি তারিখ সিলেক্ট করে go অপশনে ক্লিক করে বিল সাবমিট করতে হবে।
এখানে go ক্লিক করলে আপনার মোবাইলে প্রেরণকৃত ওটিপি দিয়ে ok অপশনে ক্লিক করলে বিলটি সাবমিট হয়ে যাবে।
বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।
শ্রান্তি ও বিনোদন ছুটি কি? কিভাবে শ্রান্তি ও বিনোদন ছুটি অনুমোদন করা হয় বিস্তারিত জেনে নিন।
এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর সর্ম্পকে এখান থেকে জেনে নিতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।