nocomments

ibas++ এ partial bill submission করার পদ্ধতি ?

আংশিক(Partial) বিল কি এবং কখন ibas++ এ partial bill submission সাবমিট করতে হয় ?

সরকারী কর্মকর্তা/কর্মচারিগণ এক স্টেশন হতে অন্য স্টেশনে বদলি হলে অথবা Attachment, PRL, Lien, Deputation এবং Leave অর্থাৎ ছুটিতে গমন করে । এ ক্ষেত্রে কালেন্ডার মাসের ১ তারিখ হয় না। আবার মাসের শেষ তারিখও হয় না, এ সব ক্ষেত্রে ভাতাদিরও পরিবর্তন ঘটে এ অবস্থায় আংশিক(ibas++ এ partial bill submission) বিল করার প্রয়োজন হয়।

ibas++ এ officer partial bill submission) বিল করার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে আইবাসে প্রবেশ করার পর নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ partial bill entry
আইবাস++ পারশিয়াল বিল

এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ partial bill entry
আইবাস++ পারশিয়াল বিল

আইবাস++ এ Budget Execution অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।

Ibas++ partial bill entry
আইবাস++ পারশিয়াল বিল

আইবাস++ এ Pay bill অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।

Ibas++ partial bill entry
Ibas++ partial bill entry

আইবাস++ এ Partial bill submission অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবে।

Ibas++ partial bill entry
Ibas++ partial bill entry

Fiscal year of salary: অটোমেটিক সিলেক্ট থাকবে।

Partial bill period: দুইটি তারিখ দেখা যাবে। দুইটি তারিখ সিলেক্ট করে go অপশনে ক্লিক করে বিল সাবমিট করতে হবে।

আইবাস++ পারশিয়াল বিল
Ibas++ partial bill entry

এখানে go ক্লিক করলে আপনার মোবাইলে প্রেরণকৃত ওটিপি দিয়ে ok অপশনে ক্লিক করলে বিলটি সাবমিট হয়ে যাবে।

বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।

শ্রান্তি ও বিনোদন ছুটি কি? কিভাবে শ্রান্তি ও বিনোদন ছুটি অনুমোদন করা হয় বিস্তারিত জেনে নিন।

এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর সর্ম্পকে এখান থেকে জেনে নিতে পারেন

Reply

error: Content is protected !!