nocomments

সেনাবাহিনীর ছুটি কত প্রকার ও কি কি বা  সামরিক বাহিনীর সদস্যগণ কি কি ছুটি প্রাপ্য হন ?

পোস্ট সামারীঃ

  • সেনাবাহিনীর ছুটি কত প্রকার ও কিকি ?
  • সামরিক বাহিনীর সদস্যগণ কি কি ছুটি প্রাপ্য হন ?

সামরিক বাহিনীর সদস্যগণ (অফিসার, জেসিও ওয়ারস) কে বিধি মোতাবেক চার প্রকার ছুটি মঞ্জুর করা হয় । উহা নিম্নে বর্ণনা করা হইলঃ-

  • নৈমিত্তিক ছুটি (Casual leave);
  • প্রিভিলেজ ছুটি (Privilege leave);
  • ফারলো ছুটি (Furlough leave) ;
  • রূগ্ন ছুটি ( Sick leave ) এবং ডাক্তারী সনদের ভিত্তিতে ছুটি;

(বিধি-৭, আর্মী লিভ রুল)

আরও জানুনঃ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এর পারসোনাল লেজার বা পিএল অ্যাকাউন্ট তৈরী এবং অর্থ জমাকরণ ও ইএফটিতে বিল পরিশোধ করার উপায় ?

সেনাবাহিনীর নৈমিত্তিক ছুটি (Casual leave) কি এবং কত দিন প্রাপ্য হবেন ?

  • সেনাবাহিনীর নৈমিত্তিক ছুটি (Casual leave)সাধারণভাবে ১০ দিন পর্যন্ত মঞ্জুর করা যায়।
  • বিশেষ ক্ষেত্রে পরবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষ এই ছুটি এককালীন ১৫ দিন পর্যন্ত মঞ্জুর করতে পারেন ।
  • নৈমিত্তিক ছুটি কার্যকাল হিসেবে গণ্য হবে।
  • এই ছুটি অন্য কোন ছুটির সঙ্গে সংযুক্ত কর যাবে না ।
  • নৈমিত্তিক ছুটি বিলম্বিত হইলে উহা প্রিভিলেজ ছুটি অথবা ডাক্তারী সনদের ভিত্তিতে ছুটি হিসাবে রূপান্তরিত হবে এবং কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে এই বিলম্বিত ছুটির জন্য কোন বেতন প্রদান করবেন না ।

(বিধি-৮ আর্মী লিভ রুল)

পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

সেনাবহিনীর প্রিভিলেজ ছুটি (Privilege leave ) কি এবং কতদিন মঞ্জুর করা যায় ?

  • প্রিভিলেজ ছুটি সামরিক বাহিনীর অফিসারগণ প্রতি বছর এক মাস ভোগ করতে পারেন ।
  • কোন বিশেষ কারণে পরবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষ অতিরিক্ত এক মাস সহ বছরে মোট ২ মাসের ছুটি মঞ্জুর করতে পারেন ।
  • জেসিও/ওয়ার্কসগণ এই ছুটি বছরে দুই মাস ভোগ করা যাবে।
  • কোন বছরের পরিত্যক্ত ছুটি পাওয়া হিসেবে জমা থাকবে।
  • যদি কোন সৈনিক আদৌ কোন ছুটি ভোগ না করে থাকেন তাহা হইলে এক মাস ছুটি জমা হবে ।
  • প্রিভিলেজ ছুটিকে ফারলো ছুটিতেরূ পান্তর করা যাবে না ।

(বিধি-৯ আর্মী লিভ রুল)

আরও জানুনঃ গ্রাচুইটি কি ? সরকারি চাকরিজীবীদের পেনশন কত ? স্ত্রীর পেনশন কি স্বামী পাবে ?

ফারলো ছুটি (Furlough leave) কি এবং কতদিন প্রাপ্য হবেন ?

  • সেনাবাহিনীর কোন অফিসারগণ পূর্ণ চাকুরী জীবনে সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত এই ছুটি ভোগ করতে পারেন ।
  • এই ছুটি বাংলাদেশে ভোগ করার জন্য এককালীন তিন মাস এবং বাংলাদেশের বাহিরে ভোগ করার জন্য এককালীন নয় মাস পর্যন্ত মঞ্জুর করা যায় ।
  • তবে Study leave এর সঙ্গে সংযুক্ত করে এই ছুটি বাংলাদেশে ভোগ করার জন্য নয় মাস পর্যন্ত মঞ্জুর করা যেতে পারে । এল,পি,আর কালীন ছয় মাস ফারলো লিভ এবং বাকী ছয় মাস প্রিভিলেজ লিভ ভোগ করতে পারেন ।

(বিধি-১৩, আর্মী লিভ রুল)

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

রূগ্ন ছুটি ( Sick leave ) এবং ডাক্তারী সনদের ভিত্তিতে ছুটি কতদিন প্রাপ্য হবেন ?

শারীরিক অসুস্থতার জন্য এই ছুটিকে নিম্ন বর্ণিত পর্যায়ে মঞ্জুর করা যাইতে পারেঃ সিক লিষ্ট কনসেশন (Sick list Concession) :

  • সামরিক বাহিনীর কোন অফিসার/জোয়ান কর্তব্যরত থাকাকালে যদি অসুস্থ হয়ে পড়ে এবং রোগ যদি সংশ্লিষ্ট ব্যক্তির নিজের অনিয়মের কারণে না হয় তাহা হলে প্রিভিলেজ লিভ মঞ্জুরকারী কর্তৃপক্ষ তাকে সিক লিষ্ট কনসেশনে রেখে কর্তব্য পালন হতে অব্যাহতি দিতে পারে । তবে এই অব্যাহতি কাল এক মাসের অধিক হবে না ।

আরও জানুনঃ লাইফ ভেরিফিকেশন কী ? Pensioner Life Verification App ? লাইফ ভেরিফিকেশন এখন আপনার হাতের মুঠোয় ?

রূগ্ন ছুটি (Sick leave ) কি ?

রূগ্ন ছুটি (Sick leave ):

  • সিক লিস্টে থাকাকালীন সময় ব্যতীত হাসপাতালে রূগ্ন অবস্থায় থাকালানীন সময়কে রূগ্নছুটি হিসেবে গণ্য করা হবে ।
  • সামরিক বাহিনীর কোন অফিসার ও ওয়ার্কস অসুস্থ হয়ে সামারিক হাসপাতালে চিকিৎসাধীন থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ ওসি’র নির্দেশ মোতাবেক রূগ্নছুটি মঞ্জুর করতে পারেন ।

আরও জানুনঃ আলট্রাসনোগ্রাফি কি এবং এর উপকারিতা কি কি ?সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য দায়ী কে ?

ডাক্তারী সনদের ভিত্তিতে ছুটি ?

ডাক্তারী সনদের ভিত্তিতে ছুটিঃ

সামরিক হাসপতালে চিকিৎসা শেষে হাসপাতাল হতে অব্যাহতি পাওয়ার পরও যদি কারো বিশ্রামের জন্য যদি ছুটির প্রয়োজন হয় এবং এই ব্যাপারে যদি হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশ থাকে তবে তাকে অনুর্ধ্ব চার সপ্তাহের ছুটি মঞ্জুর করা যেতে পারে । এই ছুটিকে ডাক্তারী সনদের ভিত্তিতে ছুটি বলা হয় ।

উপরে বর্ণিত ছুটিসমূহ সেনাবাহিনীর অফিসার ও ওয়ার্কসগণকে এককালীন ১২ মাস পর্যন্ত মঞ্জুর করা যায়। এরপরও যদি কেহ সুস্থ না হয় তবে মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে তাহাকে সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত ছুটি মঞ্জুর করা যেতে পারে। এরপরও যদি কোন ব্যক্তি তাহার কর্তব্য পালনে অক্ষম হয়, তাহা হলে তাকে অক্ষমতা জনিত পেনশন প্রদান করিয়া চাকুরী হতে অব্যাহতি প্রদান করা যায় ।

(বিধি-১৪ আর্মী লিভ রুল);

রিলেটেড ট্যাগঃ সেনাবাহিনীর ছুটি কি কি ?, রূগ্ন ছুটি কি ?

Reply

error: Content is protected !!