ভ্রাম্যমান আদালতের আদায়কৃত অর্থ Automated Challan System চালান করার উপায় ?
মােবাইল কোর্ট আইন-২০০৯ বা ভ্রাম্যমান আদালতের আদায়কৃত অর্থ এ-চালানে পদ্ধতিতে জমা করার অর্থনৈতিক কোড
বিষয়ঃ মােবাইল কোর্ট আইন-২০০৯ এর আওতায় আদায়কৃত অর্থদন্ড এবং অন্যান্য অর্থ ‘এ-চালান পদ্ধতিতে নির্দিষ্ট অর্থনৈতিক কোডে জমাকরণ।
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোন কোন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর/সংস্থার অধীনে পরিচালিত মােবাইল কোর্টের মাধ্যমে আদায়কৃত অর্থদন্ড/জরিমানার অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে না কিংবা বিলম্বে জমা দেওয়া হচ্ছে, যা আর্থিক শৃঙ্খলার পরিপন্থী। আদালত কর্তৃক অর্থদন্ড/জরিমানা বাবদ আদায়কৃত অর্থ সরকারি পাওনা হিসেবে অবিলম্বে সরকারি কোষাগারে জমা প্রদান করা প্রয়ােজন।
২। সরকারের রাজস্ব ও বিভিন্ন সেবা ফি বাবদ সরকারি খাতে অর্থ জমা দেওয়ার বিদ্যমান পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে সরকার ইতােমধ্যে Automated Challan System (এ-চালান) চালু করেছে। অর্থ বিভাগ কর্তৃক প্রবর্তিত ‘এ-চালান’ সিস্টেম ব্যবহার করে অনলাইনে অথবা যে কোন বাণিজ্যিক ব্যাংকের যে কোন শাখায় (Over the Counter) সরকারি রাজস্ব বাবদ প্রাপ্ত অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা করা যায়।
৩। বর্ণিত প্রেক্ষাপটে, অর্থ বিভাগ কর্তৃক প্রবর্তিত ‘এ-চালান’ সিস্টেমের মাধ্যমে অনলাইনে অথবা যে কোন বাণিজ্যিক ব্যাংকের যে কোন শাখায় বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর/সংস্থা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতায় মােবাইল কোর্ট আইন-২০০৯ মােতাবেক পরিচালিত মােবাইল কোর্টের মাধ্যমে আদায়কৃত অর্থদন্ড/জরিমানা, বাজেয়াপ্ত অর্থ এবং বাজেয়াপ্তকৃত দ্রব্য বিক্রয়লব্ধ অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমাকরণের লক্ষ্যে নিম্নেবর্ণিত অর্থনৈতিক কোডসমূহ ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হল:
অর্থনৈতিক কোড (নতুন | ইংরেজি | বাংলা |
1431101 | Fines | জরিমানা |
1431103 | Forfeiture | বাজেয়াপ্তকরণ |
1431104 | Sale of confiscated items | বাজেয়াপ্ত দ্রব্য বিক্রয়। |
৪। উল্লেখ্য, বাজেয়াপ্তকৃত দ্রব্য নিলাম বিক্রয়ের ক্ষেত্রে নিলাম ক্রেতার নিকট থেকে প্রযােজ্য হারে আদায়কৃত আয়কর (কোড) ১১১১১০১ ও মূল্য সংযােজন কর (কোড-১১৪১১০১) ‘এ-চালান’ সিস্টেমের মাধ্যমে জমা করতে হবে।
অর্থনৈতিক কোড (নতুন | ইংরেজি | বাংলা |
আদায়কৃত আয়কর | ১১১১১০১ | আয়কর |
মূল্য সংযােজন কর | ১১৪১১০১ | মূল্য সংযােজন কর |
জিপিএফ ব্যালেন্স এর স্লিপ বের করার নিয়ম জেনে নিন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।