Site icon Govt news

ibas++gpf account balance check or Ibas++ gpf account balance check online 2024 ?

ibas++gpf account balance check or Ibas++ gpf account balance check online

পোস্ট সামারী :

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

ibas++gpf balance check করার জন্য কি কি তথ্য প্রয়োজন ?

আইবাস++এ কর্মকর্তা/ কর্মচারিদের আইবাস++ এ জিপিএফ ব্যালেন্স দেখা এবং জিপিএফ স্লিপ প্রিন্ট করার উপায়

সরকারি কর্মকর্তা/কর্মচারিগণে জিপিএফ (gpf) হিসাব হতে জিপিএফ( gpf balance) এর ব্যালেন্স জানার জন্য এবং জিপিএফ স্লিপ (gpf slip) নেওয়ার জন্য হিসাবরক্ষণ অফিসে যোগাযোগের প্রয়োজন হতো। বর্তমানে সকল কর্মকর্তা এবং কর্মচারিগণের বেতন বিল ইফটি (ibas++ Eft) হওয়ায় এখন অনলাইনে জিপিএফ স্লিপ ( online gpf slip) নেওয়া যায়। এখানে কর্মচারিদের ডিডিও আইডি হতে অনলাইন জিপিএফ স্লিপ নেওয়ার পদ্ধতি দেখানো হয়েছে।

আরও জানুনঃ অফিস সহায়ক পদের ইতিহাস ? অফিস সহায়ক এর কাজ কি ? ২০তম গ্রেডের বেতন কত অফিস সহায়ক এর সুযোগ সুবিধা ?

ibas++gpf balance check করার প্রথম ধাপ ?

ডিডিও আইডির সাহায্যে অনলাইনে জিপিএফ স্লিপ ( online gpf slip) নেওয়ার জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে আইবাস++(ibas.finance.gov.bd) এ প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবে।

Ibas++ gpf account balance check online

আরও জানুনঃ Pay fixation increment bd 2023 & Pay fixation verification number বের করার উপায় ?

ibas++gpf balance check করার দ্বিতীয় ধাপ ?

আইবাস++ এ জিপিএফ ব্যালেন্স দেখা এবং জিপিএফ স্লিপ প্রিন্ট করার জন্য ibas++ (২০১৮-১৯ থেকে নতুন কোড অনুযায়ী ) অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

ibas++gpf balance check করার তৃতীয় ধাপ ?

তারপর ডিডিও এর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর নিচের স্ক্রিন আসবেঃ

Ibas++ gpf account balance check online

ibas++gpf balance check করার চতুর্থ ধাপ ?

এখানে থেকে Accounting অপশনে ক্লিক করলে নিচের স্কিন আসবেঃ

Ibas++ gpf account balance check online

ibas++gpf balance check করার পঞ্চম ধাপ ?

তারপর gpf management option এ ক্লিক করলে নিচের স্ক্রিনআসবেঃ

আইবাস-জিপিএফ-ব্যালেন্স-চেক

ibas++gpf balance check করার ৬ষ্ট ধাপ ?

জিপিএফ রিপোর্ট অপশন হতে জিপিএফ একাউন্ট স্লিপ এবং Gpf sub-ledger রিপোর্ট বের করা যাবে।

আইবাস-জিপিএফ-ব্যালেন্স-চেক

Ibas ++ gpf slip online এ বের করার উপায় ?

এখানে gpf reports হতে gpf accounts slip, Fiscal year and National ID দিয়ে সার্চ করলে gpf accounts slip চলে আসবে। এখান হতে Ibas ++ gpf slip download অথবা online gpf statement প্রিন্ট করতে পারবেন।

আরও জানুনঃ টাইম স্কেল কি ? টাইম স্কেল পাওয়ার নিয়ম ? ২০১৫ পে স্কেল এর পরও কি বহাল রয়েছে ? টাইম স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি ?


আইবাস-জিপিএফ-ব্যালেন্স-চেক

এখানে জিপিএফ স্লিপ দেখা এবং প্রিন্ট করা যাবে।

Ibas++gpf sub ledger ‍বের করার উপায় এবং gpf sub ledger থেকে GPF এর কি কি Information পাওয়া যাবে ?

আরও জানুনঃ কোন গ্রেডে কত পেনশন ? সরকারি কর্মকর্তা/কর্মচারিদের কোন গ্রেডে পেনশন কত ২০২৪ ?

Ibas++Gpf sub-ledger সিলেক্ট করলে জিপিএফ সাবলেজার পাওয়া যাবে।

আইবাস-জিপিএফ-ব্যালেন্স-চেক or gpf balance check এর গুরুত্বপূর্ণ তথ্য ?

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

১। online হতে প্রাপ্ত gpf slip হিসাবরক্ষণ অফিসের অনুমোদনের প্রয়োজন নেই।

২। সাধারণ ভবিষৎ তহবিলের নমিনি পরিবর্তন করতে হলে অবশ্যই হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করতে হবে।

৩। জিপিএফ ব্যক্তিগত তথ্য বা জিপিএফ স্লিপে যদি কোন তথ্যের গরমিল থাকে তাহলে অবশ্যই হিসারক্ষণ অফিসকে তিন মাসের মধ্যে জানাতে হবে।

আরও জানুনঃ পলিসিস্টিক ওভারি সিনড্রোম কি ? পলিসিস্টিক ওভারি সিনড্রোম লক্ষণ ?

আইবাস++ এ কর্মচারিদের GPF Accounts Slip এবং ‍Sub-ledger বের করার পদ্ধতি বিস্তারিত জেনে নিন।

নিজে নিজে অনলাইনে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স যাচাই করার এবং জিপিএফ একাউন্টস স্লিপ প্রিন্ট করার পদ্ধতি জেনে নিন।

পোস্ট রিলেটেড ট্যাগঃ Ibas++gpf-accounts-slip , ibas++ gpf balance check, ibas ++ gpf slip 2023, ibas ++ gpf statement, ibas ++ gpf account balance check, ibas++ gpf slip, ibas++ gpf login, ibas++ gpf statement, ibas++gpf balance check,gpf balance check,ibas++ gpf,gpf balance check on mobile,gpf fund balance check bd

Exit mobile version