সরকারি কর্মকর্তা/কর্মচারিদের কোন গ্রেডে পেনশন কত ২০২৪ ?
বাংলাদেশে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের পে স্কেল ১ম গ্রেড হতে ২০তম গ্রেড রয়েছে।
কোন গ্রেডে কত পেনশন ?
১ম গ্রেডের কর্মকর্তার বেতন কত ?
১ম গ্রেডের কর্মকর্তার বেতন ৭৮০০০/- টাকা।
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
১ম তম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ৭৮,০০০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =৭০,২০০/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =৩৫,১০০/- টাকা *২৩০ টাকা
= ৮০,৭৩,০০০ টাকা
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৩৫,১০০ টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
২য় গ্রেডের পেনশন কত ?
সরকারি ২য় গ্রেডের কর্মকর্তার বেতন কত ?
সরকারি ২য় গ্রেডের কর্মকর্তার বেতন: বেতন স্কেল টাকা ৬৬০০০-৬৮৪৮০- ৭১০৫০-৭৩৭২০-৭৬৪৯০
২য় গ্রেডের কর্মকর্তার শুরুতে বেতন ৬৬,০০০/- টাকা ও ২য় গ্রেডের শেষ বেতন ৭৬,৪৯০/- টাকা
২য় গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ৬৮,৮৪১ /- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =৬৮,৮৪১/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =৩৪,৪২০.০৫/- টাকা X ২৩০ টাকা
= ৭৯,১৬,৭১৫ টাকা
২য় গ্রেডের পেনশন সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৩৪,৪২০/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
নোটঃ এখানে পেনশন হিসাবের ক্ষেত্রে সর্বশেষ ধাপের হিসাব করা হয়েছে।
আরও জানুনঃ
সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?
৩য় গ্রেডের পেনশন কত ?
৩য় গ্রেডের কর্মকর্তার বেতন কত ?
৩য় গ্রেডের কর্মকর্তার বেতন: ৩য় গ্রেডের কর্মকর্তার বেতন স্কেল হলোঃ ৫৬৫০০-৫৮৭৬০-৬১১২০-৬৩৫৭০-৬৬১২০-৬৮৭৭০-৭১৫৩০-৭৪৪০০/- টাকা
৩য় গ্রেডের কর্মকর্তার বেতন ৫৬,৫০০/- টাকা এবং ৩য় গ্রেডের কর্মকর্তার বেতন সর্বশেষ বেতন ৭৪,৪০০/- টাকা
৩য় গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ৭৪,৪০০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =৬৬,৯৬০/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =৩৪,৮০০/- টাকা X ২৩০ টাকা
= ৭৭,০০,৪০০/- টাকা
৩য় গ্রেডের পেনশন সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৩৪,৮০০/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
৪র্থ তম গ্রেডের পেনশন কত ?
৪র্থ গ্রেডের কর্মকর্তার বেতন কত?
Fourth grade salary : ৫০০০০-৫২০০০-৫৪০৮০-৫৬২৫০-৫৮৫০০-৬০৮৪০-
৬৩২৮০-৬৫৮২০-৬৮৪৬০-৭১২০০ বেতন স্কেল টাকা
৪র্থ গ্রেডের শুরুতে বেতন ৫০,০০০/- টাকা ও ৪র্থ গ্রেডের সর্বশেষ বেতন ৭১,২০০/- টাকা
৪র্থ তম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ৭১.২০০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =৬৪,০৮০/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =৩২,০৪০/- টাকা *২৩০ টাকা
= ৭৩,৬৯,২০০/- টাকা
৪র্থ তম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৩২,০৪০ /- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
আরও জানুনঃ
Ibas++ta da Bill entry by sdo | সেলফ ড্রয়িং অফিসারদের ভ্রমন আইবাসে বিল এন্টি করার উপায় ২০২৩?
৫ম গ্রেডের পেনশন কত ?
গ্রেডের কর্মকর্তার বেতন কত?
Five grade এ বেতন : ৪৩০০০-৪৪৯৪০-৪৬৯৭০-৪৯০৯০-৫১৩০০-৫৩৬১০-৫৬০৩০-৫৮৫৬০-
৬১২০০-৬৩৯৬০-৬৬৮৪০-৬৯৮৫০/-
৫মগ্রেডের শুরুতে বেতন ৪৩,০০০/- টাকা ও ৫ম গ্রেডের সর্বশেষ বেতন ৬৯,৮৫০/- টাকা
৫ম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ৬৯,৮৫০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =৬২,৮৬৫/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =৩১,৪৩২.৫/- টাকা *২৩০ টাকা
= ৭২,২৯,৪৭৫/- টাকা
৫ম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৩১,৪৩২.৫ টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
৬ষ্ঠ গ্রেডের পেনশন কত ?
৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তার বেতন কত?
Six grade এ বেতন : ৩৫৫০০-৩৭২৮০-৩৯১৫০-৪১১১০-৪৩১৭০-৪৫৩৩০-৪৭৬০০-৪৯৯৮০-
৫২৪৮০-৫৫১১০-৫৭৮৭০-৬০৭৭০৬৩৮১০-৬৭০১০/-
৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তার গ্রেডের শুরুতে বেতন ৩৫,৫০০/- টাকা ও ষষ্ঠ গ্রেডের সর্বশেষ বেতন ৬৭,০১০/- টাকা
৬ষ্ঠ গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ৬৭,০১০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =৬০,৩০৯/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =৩০,১৫৪.৫/- টাকা *২৩০ টাকা
= ৬৯,৩৫,৫৩৫ টাকা
৬ষ্ঠ গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৩০,১৫৪.৫ টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৪ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?
৭ম গ্রেডের পেনশন কত ?
৭তম গ্রেডের কর্মকর্তার বেতন কত?
৭ম গ্রেডের কর্মকর্তার বেতন কত: গ্রেডের কর্মকর্তার বেতন স্কেল হলোঃ টাকা ২৯০০০-৩০৪৫০-৩১৯৮০-৩৩৫৮০-৩৫২৬০-৩৭০৩০-৩৮৮৯০-৪০৮৪০-৪২৮৯০-৪৫০৪০-৪৭৩০০-৪৯৬৭০৫২১৬০-৫৪৭৭০-৫৭৫১০-৬০৩৯০-৬৩৪১০
৭ম গ্রেডের শুরুতে বেতন ২৯,০০০/- টাকা ও ৭তম গ্রেডের সর্বশেষ বেতন ৬৩,৪১০/- টাকা
৭ম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ৬৩,৪১০ /- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =৫৭,০৬৯/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =২৮,৫৩৪.৫/- টাকা *২৩০ টাকা
= ৬৫,৬২,৯৩৫ টাকা
৭ম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৬৩,৪১০ টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
৮ম গ্রেডের পেনশন কত ?
৮ম গ্রেডের কর্মকর্তার বেতন কত?
৮ তম গ্রেডের কর্মকর্তার বেতন কত: গ্রেডের কর্মকর্তার বেতন হলোঃ টাকা ২৩০০০-২৪১৫০-২৫৩৬০-২৬৬৩০-২৭৯৭০-২৯৩৭০-৩০৮৪০-৩২৩৯০-৩৪০১০-৩৫৭২০-৩৭৫১০-৩৯৩৯০
-৪১৩৬০-৪৩৪৩০-৪৫৬১০-৪৭৯০০-৫০৩০০- ৫২৮২০-৫৫৪৭০
৮ম গ্রেডের শুরুতে বেতন ২৩,০০০/- টাকা ও ৮ম গ্রেডের সর্বশেষ বেতন ৫৫,৪৭০/- টাকা
৮ম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ৫৫,৪৭০ /- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =৪৯,৯২৩/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ = ২৪,৯৬১.৫ /- টাকা *২৩০ টাকা
= ৫৭,৪১,১৪৫/- টাকা
৮ম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ২৪,৯৬১.৫ টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
আরও জানুনঃ প্রাপ্যতা বিহীন ছুটি ? প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?
৯ম গ্রেডের পেনশন কত ?
নবম গ্রেডের কর্মকর্তার বেতন কত?
৯ তম গ্রেডের কর্মকর্তার বেতন কত: ৯ম গ্রেডের কর্মকর্তার বেতন স্কেল হলোঃ টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০-২৫৪৮০-২৬৭৬০-২৮১০০-২৯৫১০-৩০৯৯০-৩২৫৪০-৩৪১৭০-৩৫৮৮০-৩৭৬৮০৩৯৫৭০-৪১৫৫০-৪৩৬৩০-৪৫৮২০-৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০
নবম গ্রেডের শুরুতে বেতন ২২,০০০/- টাকা ও নবম গ্রেডের সর্বশেষ বেতন ৫৩,০৬০/- টাকা
৯ম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ৫৩,০৬০ /- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =৪৭,৭৫৪/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =২৩,৮৭৭/- টাকা *২৩০ টাকা
= ৫৪,৯১,৭১০/- টাকা
৯ম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ২৩,৮৭৭ টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ? ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?
১০ম গ্রেডের পেনশন কত ?
দশম গ্রেডের কর্মকর্তার বেতন কত?
১০ তম গ্রেডের কর্মকর্তার বেতন : ১০ গ্রেডের গ্রেডের কর্মকর্তার বেতন স্কেল হলোঃ টাকা ১৬০০০-১৬৮০০-১৭৬৪০-১৮৫৩০-১৯৪৬০-২০৪৪০-২১৪৭০-২২৫৫০-২৩৬৮০-২৪৮৭০-২৬১২০-২৭৪৩০২৮৮১০-৩০২৬০-৩১৭৮০-৩৩৩৭০-৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০
দশম গ্রেডের কর্মকর্তাদের শুরুতে বেতন ১৬,০০০/- টাকা ও দশম গ্রেডের কর্মকর্তাদের সর্বশেষ বেতন ৩৮,৬৪০/- টাকা
১০ম গ্রেডের পেনশন কত ২০২৪ ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ৩৮,৬৪০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =৩৪,৭৭৬/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =১৭,৩৮৮/- টাকা *২৩০ টাকা
= ৩৯,৯৯,২৪০/- টাকা
১০ম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ১৭,৩৮৮/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
আরও জানুনঃ জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২৪ ?
১১তম গ্রেডের পেনশন কত ?
১১তম গ্রেডের কর্মকর্তার বেতন কত?
১১তম গ্রেডের কর্মকর্তার বেতন : ১১গম গ্রেডের কর্মকর্তার বেতন স্কেল হলোঃ টাকা ১২৫০০-১৩১৩০-১৩৭৯০-১৪৪৮০-১৫২১০-১৫৯৮০-১৬৭৮০-১৭৬২০-১৮৫১০-১৯৪৪০-২০৪২০-২১৪৫০-২২৫৩০২৩৬৬০-২৪৮৫০-২৬১০০-২৭৪১০-২৮৭৯০-৩০২৩০
১১ তম গ্রেডের শুরুতে বেতন ১২,৫০০/- টাকা ও ১১তম গ্রেডের সর্বশেষ বেতন ৩০,২৩০/- টাকা
১১তম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ৩০,২৩০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =২৭,২০৭/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =১৩,৬০৩.৫/- টাকা *২৩০ টাকা
= ৩১,২৮,৮০৫/- টাকা
১১তম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৩৫,১০০ টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
আরও জানুনঃ সাধারণ ভবিষ্য তহবিল বা জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২৩ অথবা জিপিএফ লোন এর নিয়ম ?
১২তম গ্রেডের পেনশন কত ?
১২ তম গ্রেডের কর্মচারির বেতন কত?
১২ তম গ্রেডের কর্মচারির বেতন : ১২তম গ্রেডের কর্মচারির বেতন স্কেল হলোঃ টাকা ১১৩০০-১১৮৭০-১২৪৭০-১৩১০০-১৩৭৬০-১৪৪৫০-১৫১৮০-১৫৯৪০-১৬৭৪০-১৭৫৮০-১৮৪৬০-১৯৩৯০২০৩৬০-২১৩৮০-২২৪৫০- ২৩৫৮০-২৪৭৬০-২৬০০০-২৭৩০০
১২তম গ্রেডের শুরুতে বেতন ১১,৩০০/- টাকা ও ১২ তম গ্রেডের সর্বশেষ বেতন ২৭,৩০০/- টাকা
১২তম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ২৭,৩০০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =২৫,১০০/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =১২,৫৫৫/- টাকা *২৩০ টাকা
= ২৮,৮৭,৬৫০ টাকা
১২তম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ১২,৫৫৫/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
১৩তম গ্রেডের পেনশন কত ?
১৩তম গ্রেডের কর্মচারির বেতন কত?
১৩ তম গ্রেডের কর্মচারির বেতন : ১৩ তম গ্রেডের কর্মচারির বেতন স্কেল হলোঃ টাকা ১১০০০-১১৫৫০-১২১৩০-১২৭৪০-১৩৩৮০-১৪০৫০-১৪৭৬০-১৫৫০০-১৬২৮০-১৭১০০-১৭৯৬০-১৮৮৬০-১৯৮১০২০৮১০-২১৮৬০-২২৯৬০-২৪১১০-২৫৩২০-২৬৫৯০
১৩তম গ্রেডের শুরুর বেতন ১৬৮২০/- টাকা ও ১৩তম গ্রেডের সর্বশেষ বেতন ২৬৫৯০/- টাকা
১৩তম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ২৬৫৯০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব = ২৩,৯৩১/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =১১,৯৬৫.৫/- টাকা *২৩০ টাকা
= ২৭,৫২,০৬৫/- টাকা
১৩তম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ১১,৯৬৫.৫/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
আরও জানুনঃ পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করা প্রয়োজন ?
১৪ তম গ্রেডের পেনশন কত ?
১৪ তম গ্রেডের কর্মচারির বেতন কত ?
১৪ তম গ্রেডের কর্মচারির বেতন : ১৪ গ্রেডের শুরুতে বেতন ১০,২০০/- টাকা ও সর্বশেষ বেতন ২৬,৫৯০/- টাকা
১৪ তম গ্রেডের কর্মচারির বেতন স্কেল হলো : টাকা ১০২০০-১০৭১০-১১২৫০-১১৮২০-১২৪২০-১৩০৫০-১৩৭১০-১৪৪০০-১৫১২০-১৫৮৮০-১৬৬৮০-১৭৫২০১৮৪০০-১৯৩২০-২০২৯০-২১৩১০- ২২৩৮০- ২৩৫০০-২৪৬৮০
১৪ তম গ্রেডের শুরুতে বেতন ১০,২০০/- টাকা ও ১৪ তম গ্রেডের সর্বশেষ বেতন ২৪,৬৮০/- টাকা
১৪ তম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ২৪,৬৮০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =২২,২১২/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =১১,১০৬/- টাকা *২৩০ টাকা
= ২৫,৫৪,৩৮০/- টাকা
১৪ তম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ১১,১০৬/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
আরও জানুনঃ ১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ও পেনশন কত হতে পারে ?
১৫ তম গ্রেডের পেনশন কত ?
১৫তম গ্রেডের কর্মচারির বেতন কত ?
১৫তম গ্রেডের কর্মচারির বেতনঃ বেতন স্কেল টাকা ৯৭০০-১০১৯০-১০৭০০-১১২৪০-১১৮১০-১২৪১০-১৩০৪০-১৩৭০০-১৪৩৯০-১৫১১০-১৫৮৭০-১৬৬৭০১৭৫১০-১৮৩৯০-১৯৩১০-২০২৮০-২১৩০০-২২৩৭০-২৩৪৯০
১৫ তম কর্মচারিদের গ্রেডের শুরুতে বেতন ৯৭,০০/- টাকা ও ১৫তম কর্মচারিদের গ্রেডের সর্বশেষ বেতন ২৩,৪৯০/- টাকা
১৫ তম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ২৩,৪৯০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =২১,১৪১/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =১০,৫৭০.৫/- টাকা *২৩০ টাকা
= ২৪,৩১,২১৫/- টাকা
১৫ তম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ১০,৫৭০.৫/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
১৬ তম গ্রেডের পেনশন কত ?
১৬তম গ্রেডের কর্মচারির বেতন কত ?
১৫তম গ্রেডের কর্মচারির বেতন : বেতন স্কেল টাকা ৯৩০০-৯৭৭০-১০২৬০-১০৭৮০-১১৩২০-১১৮৯০-১২৪৯০-১৩১২০-১৩৭৮০-১৪৪৭০-১৫২০০-১৫৯৬০১৬৭৬০-১৭৬০০ -১৮৪৮০-১৯৪১০-২০৩৯০-২১৪১০-২২৪৯০
১৬ তম কর্মচারির গ্রেডের শুরুতে বেতন ৯৩০০/- টাকা ও ১৬তম কর্মচারির গ্রেডের সর্বশেষ বেতন ২২,৪৯০/- টাকা
১৬ তম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ২২,৪৯০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =২০,২৪১/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =১০,১২০.৫/- টাকা *২৩০ টাকা
= ২৩,২৭,৭১৫/- টাকা
১৬ তম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ১০,১২০.৫/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
১৭ তম গ্রেডের পেনশন কত ?
১৭ তম গ্রেডের কর্মচারির বেতন কত ?
১৭ তম গ্রেডের কর্মচারির বেতন: বেতন স্কেল টাকা ৯০০০-৯৪৫০-৯৯৩০-১০৪৩০-১০৯৬০-১১৫১০-১২০৯০-১২৭০০-১৩৩৪০-১৪০১০-১৪৭২০-১৫৪৬০১৬২৪০-১৭০৬০-১৭৯২০-১৮৮২০-১৯৭৭০- ২০৭৬০ – ২১৮০০
১৭ তম কর্মচারিদের গ্রেডের শুরুতে বেতন ৯,০০০/- টাকা ও ১৭ তম কর্মচারিদের গ্রেডের সর্বশেষ বেতন ২১,৮০০/- টাকা
১৭ তম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ২১,৮০০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =১৯,৬২০/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =৯,৮১০/- টাকা *২৩০ টাকা
= ২২,৫৬,৩০০/- টাকা
১৭ তম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৯,৮১০/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
১৮ তম গ্রেডের পেনশন কত ?
১৮তম গ্রেডের কর্মচারিদের বেতন কত ?
১৮ তম গ্রেডে কর্মচারিদের বেতন : বেতন স্কেল টাকা ৮৮০০-৯২৪০-৯৭১০-১০২০০-১০৭১০-১১২৫০-১১৮২০-১২৪২০-১৩০৫০-১৩৭১০-১৪৪০০-১৫১২০১৫৮৮০-১৬৬৮০-১৭৫২০-১৮৪০০-১৯৩২০-২০২৯০-২১৩১০
১৮ তম গ্রেডের কর্মচারিদের শুরুতে বেতন ৮৮০০/- টাকা ও ১৮তম গ্রেডের কর্মচারিদের সর্বশেষ বেতন ২১,৩১০/- টাকা
১৮ তম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ২১,৩১০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =১৯,১৭৯/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =৯,৫৮৯.৫/- টাকা *২৩০ টাকা
= ২২,০৫,৫৮৫/- টাকা
১৮ তম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৯,৫৮৯.৫/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
১৯ তম গ্রেডের পেনশন কত ?
১৯তম গ্রেডে কর্মচারিদের বেতন কত ?
১৯ তম গ্রেডে কর্মচারিদের বেতন : বেতন স্কেল টাকা ৮৫০০-৮৯৩০-৯৩৮০-৯৮৫০-১০৩৫০-১০৮৭০-১১৪২০-১২০০০-১২৬০০-১৩২৩০-১৩৯০০-১৪৬০০১৫৩৩০-১৬১০০-১৬৯১০-১৭৭৬০-১৮৬৫০-১৯৫৯০-২০৫৭০
১৯ তম গ্রেডের কর্মচারিদের শুরুতে বেতন ৮৫০০/- টাকা ও ১৯তম গ্রেডের কর্মচারিদের সর্বশেষ বেতন ২০,৫৭০/- টাকা
১৯ তম গ্রেডের পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ২০,৫৭০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =১৮,৫১৩/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =৯,২৫৬.৫/- টাকা *২৩০ টাকা
= ২১,২৮,৯৯৫ টাকা
১৯ তম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৯,২৫৬.৫/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
২০ তম গ্রেডের পেনশন কত ?
২০ তম গ্রেডে কর্মচারিদের বেতন কত ?
২০ তম গ্রেডে কর্মচারিদের বেতন : বেতন স্কেল টাকা ৮২৫০-৮৬৭০-৯১১০-৯৫৭০-১০০৫০-১০৫৬০-১১০৯০-১১৬৫০-১২২৪০-১২৮৬০-১৩৫১০-১৪১৯০১৪৯০০-১৫৬৫০-১৬৪৪০-১৭২৭০-১৮১৪০-১৯০৫০-২০০১০
২০ তম গ্রেডের কর্মচারিদের শুরুতে বেতন ৮২৫০/- টাকা ও ২০ তম গ্রেডের কর্মচারিদের সর্বশেষ বেতন ২০,০১০/- টাকা
২০ তম গ্রেডের পেনশন কত ?
অফিস সহায়ক এর পেনশন কত ?
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন এবং আনুতোষিক হিসাব = ( ২০,০১০/- X ৯০%)/২
সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও আনুতোষিক হিসাব =১৮,০০৯/২
সুতরাং এককালীন আনুতোষিকের পরিমাণ =৯০০৪.৫/- টাকা *২৩০ টাকা
= ২০,৭১,০৩৫/- টাকা
২০ তম গ্রেডের সরকারী কর্মকর্তা/কর্মচারিদের পেনশন মাসিক পেনশনের পরিমাণ হবে = ৯০০৪.৫/- টাকা এবং চিকিৎসা ভাতা-১৫০০টাকা (যদি পেনশনারের ৬৫ বছরের উর্দ্ধে হলে ২৫০০/- টাকা)
সরকারি কর্মর্কতা/কর্মচারিদের ১০ তম গ্রেডের পেনশন কত ২০২৪ ? ১০ তম গ্রেডের পেনশন কত ?
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
নোটঃ এখানে কোন গ্রেডে কত পেনশন প্রাপ্য হবে, তা হিসাব করার জন্য বেতন স্কেলের সর্বশেষ ধাপ ধরে হিসাব করা হয়েছে। ধাপ এর উপর নির্ভর করে পেনশন কম বেশি হতে পারে। কোন ভুল ক্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভাল লাগলে অবশ্যই লাইক,শেয়ার এবং কোন তথ্য জানার থাকলে কমেন্ট করতে ভুলবে না।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।