ibas++ pay app | আইবাস++ অ্যাপ | Ibas++app bd | অনলাইনে বেতন সাবমিট ibas++ অ্যাপের সাহায্যে বেতন ও অন্যান্য বিল সাবমিট করার পদ্ধতি ?
আইবাস++ এর সকল কাজ যে কোন স্থানে বসে মোবাইলে করার জন্য চালু হয়েছে ibas++ app ( আইবাস++ মোবাইল অ্যাপ। গুগল play store হতে অ্যাপটি ডাউনলোড করা যাবে। আইবাস ++ অ্যাপ হতে নিম্ন লিখিত বিষয়সমূহ জানা যাবে:
১। পূর্বের বিলের টোকেন এর বর্তমান অবস্থা জানা যাবে।
২। আইবাস++ এ বেতন বিল সাবমিট করা যাবে।
৩। বেতন বিলের রিপোর্ট নেওয়া যাবে।
৪। আয়কর কর্তনের রিপোর্ট পাওয়া যাবে।
৫। জিপিএফ স্লিপ ডাউনলোড করা যাবে।
নতুন নিয়োগে অনলাইনে বেতন নির্ধারণের প্রদ্ধতি।। pay fixation.gov.bd 2022 ।। ibas++ new pay fixation এখান থেকে জেনে নিতে পারেন।
বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।
রিলেটড ট্যাগঃ অনলাইনে বেতন সাবমিট
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।