2comments

ibas++ pay fixation on promotion কিভাবে করবেন ? সম্পূর্ণ নির্দেশিকা ২০২৫ !


ibas++ pay fixation

সরকারি চাকরিতে বিভিন্ন কারণে নতুন করে বেতন নির্ধারণের প্রয়োজন হয়। যখন কোন সরকারি চাকরিজীবী নতুন চাকরিতে যোগদান করে তখন তাদের বেতন প্রদান করার জন্য সর্বপ্রথমপে ফিক্সেশন করতে হয়। এছাড়াও পদোন্নতি বা উচ্চতর গ্রেডের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন করে বেতন নির্ধারণ করতে হয়। আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে পদোন্নতিতে অর্থাৎ ibas++ pay fixation on promotion বা পদোন্নতি পেলে কিভাবে বেতন নির্ধারণ করা যায়। 

ibas++ pay fixation on promotion করার পূর্ব প্রস্তুতি সমূহ ?

পদোন্নতিতে বেতন নির্ধারণের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি সমূহঃ

১।  আপনার জাতীয় পরিচয় পত্র  যে নম্বর দিয়ে আপনার  পে ফিক্সেশন করা রয়েছে।

২। পে ফিক্সেশন এর ভেরিফিকেশন নাম্বার ।

৩। আপনার মোবাইল ফোন যে নম্বর দ্বারা আপনার পে ফিক্সেশন করা রয়েছে।

৪। পদোন্নতির অফিস আদেশ।

৫। পদোন্নতি প্রাপ্ত পদে যোগদান পত্র।

৬। পদোন্নতি যে তারিখ হতে কার্যকর হবে তার প্রতিলিপি।

৭. প্রিন্ট করার ব্যবস্থা

সূত্রঃ payfixation.gov.bd

ibas++ payfixation on promotion form কিভাবে পূরণ করবেন ?

ibas++ payfixation on promotion কিভাবে করবেন ?
ibas++ payfixation on promotion কিভাবে করবেন ?

পদোন্নতি পদে অনলাইন বেতন নির্ধারণ করার ফরম ২০২৫ ?

জাতীয় বেতন স্কেল ২০১৫ এ পদোন্নতি প্রাপ্ত কর্মচারীর বেতন নির্ধারণ বিবরণী:

০১। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর: অটোমেটিক পূরণ করা থাকবে।

০২। ভেরিফিকেশন নম্বর: অটোমেটিক পূরণ করা থাকবে।

০৩। কর্মচারীর নাম:অটোমেটিক পূরণ করা থাকবে।

০৪। জন্ম তারিখ:অটোমেটিক পূরণ করা থাকবে।

০৫। মোবাইল ফোন নম্বর:অটোমেটিক পূরণ করা থাকবে।

০৬। পদোন্নতিপ্রাপ্তির পূর্ব পদের তথ্য:অটোমেটিক পূরণ করা থাকবে।

ক) পদবি:অটোমেটিক পূরণ করা থাকবে।

খ) কর্মরত পদ:অটোমেটিক পূরণ করা থাকবে।

গ) অফিস:অটোমেটিক পূরণ করা থাকবে।

ঘ) স্কেল/গ্রেড:অটোমেটিক পূরণ করা থাকবে।

ঙ) মূল বেতন:অটোমেটিক পূরণ করা থাকবে।

  • তবে উপরের তথ্য payfixation এ ভুল থাকলে সেটি অবশ্যই সংশোধন করতে হবে।

০৭। পদোন্নতিপ্রাপ্ত পদে বেতন নির্ধারণ সংক্রান্ত তথ্য

ক) পদোন্নতিপ্রাপ্তির আদেশ নম্বর: সঠিকভাবে পূরণ করতে হবে।

খ) পদোন্নতি আদেশের তারিখ:সঠিকভাবে পূরণ করতে হবে।

গ) প্রোফর্মা পদোন্নোতিতে যোগদানের তারিখ (সিনিয়রিটি গণনার জন্য);সঠিকভাবে পূরণ করতে হবে।

ঘ) পদোন্নতি প্রাপ্ত পদে বাস্তব যোগদানের তারিখ;সঠিকভাবে পূরণ করতে হবে।

ঙ) অফিস, মন্ত্রণালয়/বিভাগ: ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে।

চ) পদোন্নতিপ্রাপ্ত পদ;ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে।

ছ) কর্মরত পদ;ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে।

জ) পদোন্নতিপ্রাপ্ত পদের গ্রেড:ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে।

ঝ) পদোন্নতির প্রান্তিক সুবিধা (প্রযোজ্য ক্ষেত্রে): প্রযোজ্য নয়:

ঞ) পদোন্নতিপ্রাপ্ত পদে নির্ধারিত বেতন: অটোমেটিক চলে আসবে।

পদোন্নতি প্রাপ্ত পদে অনলাইন বেতন নির্ধারণ পূর্বের ইনক্রিমেন্ট ডিলিট করতে হবে কি ?

পদোন্নতি প্রাপ্ত পদে পদোন্নতি কার্যকরের তারিখ ১ জুলাইয়ের ibas++ increment এর পূর্বে তাহলে পূর্বের ইনক্রিমেন্ট ডিলিট করতে হবে।

ibas++ increment ডিলিট করবেন কিভাবে ?

হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে।

ibas++ pay fixation on promotion বা পদোন্নতিতে পে ফিক্সেশন করার বিস্তারিত ভিডিও দেখে নিন।

যদি তথ্য সংশোধন করার দরকার তাহলে সংশোধন করুন অপশনে আর যদি সংশোধন করার দরকার না হয়, তাহলে দাখিল করুন অপশনে ক্লিক করুন।

দাখিল করার পর অপনি প্রিন্ট করুন অপশনে থেকে প্রিন্ট করে নিবেন । তারপর ডিডিও অনুমোদনের পর হিসাবরক্ষণ অফিসের অনুেমোদনের জন্য প্রেরণ করতে হবে।

আইবাস++ এ ২০২২ সালে ব্যাংক একাউন্ট পরিবর্তন করার পদ্ধতি | ibas++ bank account change 2022 এখান থেকে জেনে নিতে পারেন।

অনলাইনে বেতন নির্ধারনের নির্দেশনা।

2 Comments

  1. MD.ABU HANIF

Reply

error: Content is protected !!