ibas++pension Arrear Payment Certification entry
নতুন পেনশন মঞ্জুরের ক্ষেত্রে অথবা পেনশনারের কোন বকেয় বিল পরিশোধ করাের প্রয়োজন হলে পূর্বে পেনশানার আদার্স বিল অপশন থেকে পরিশোধ করা হতো। বর্তমানে pension Arrear Payment করা প্রয়োজন হলে ibas++এ pension Arrear Payment Certification entry এবং অনুমোদন করার পর আপনি পেনশনারের বকেয়া বিল প্রদানের জন্য আপনি Ibas++ pension token entry করতে পারবেন।
এ জন্য অডিটরের আইডি থেকে আইবাস++ এ প্রবেশ করার পর Pension Management থেকে Pension Processing তারপর Arrear Payment Certification থেকে Arrear Payment Certification Entry অপশনে প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ
এখানে এনআইডি দিয়ে go অপশনে ক্লিক করলে পেনশনারের নাম, টাইপ ইপিপিও নম্বর দেখা যাবে। Bill Type সিলেক্ট করার পর তারিখ দিয়ে ইকোনোমিক কোডে প্রবেশ কররে অটোমেটিক Certification Number দেখা যাবে। তারপর সেভ করলে pension Arrear Payment Certification entry সম্পন্ন হবে।
How create ibas++ registration of self drawing officer (SDO) id বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ibas++pension Arrear Payment Certification entry ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।