ibas++stock take of bank account entry registration | আাইবাস++ স্টক টেক ব্যাংক একাউন্ট এন্ট্রি এবং অনুমোদন করার উপায় ?
ibas++stock take of bank account entry registration এর ১ম ধাপ ?
আইবাস++ এ সকল ডিডিওগণের অফিসিয়াল stock take of bank একাউন্ট এন্টি ও অনুমোদন করতে হবে।
ibas++stock take of bank এন্ট্রি ও অনুমোদন করা না হলে ডিডিওগণের বেতন সাবমিট করতে নিম্নরুপ ম্যাসেজ প্রদর্শন করবেঃ
”It is not possible to submit your bill before entry the bank information of your office/department in iBAS++ Please entry the bank account details. “
সমাধানঃ ibas++stock take of bank এন্ট্রি ও অনুমোদন করলে উক্ত ম্যাসেজ প্রদর্শন করবে না এবং ডিডিওগণ বেতন সাবমিট করতে পারবে।
পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
ibas++stock take of bank account entry registration এর ২য় ধাপ ?
ibas++stock take of bank account entry registration বা আাইবাস++ স্টক টেক ব্যাংক একাউন্ট এন্ট্রি ?
- প্রথমে একজন ১৬ থেকে ১১তম গ্রেডের একজন স্টাফকে Data Entry User (DDO) আইবাস++ এন্টি করতে হবে।
- Office Order Data Entry User : এই ঘরে ডাটা এন্ট্রি ইউজার তাঁর অফিস প্রধানের স্বাক্ষরিত চিঠি/অনুমোদনের কপি সংযুক্ত করতে হবে। বিস্তারিত ভিডিও দেখতে দেখে নিতে পারেন।
ibas++stock take of bank account entry registration এর তৃতীয় ধাপ ?
ডিডিও কর্তৃক এন্ট্রি ইউজার-এর অনুমোদন প্রক্রিয়া
- ডিডিও কর্তৃক ডাটা এন্ট্রি ইউজারদের তথ্য যাচাই এবং ফরোয়ার্ড এর জন্য নিন্মের ধাপসমূহ অনুসরণ করতে হবে।
- ডিডিও কর্তৃক iBAS++ এ Login করার পর Subsystem Selection থেকে যে ধরনের মডিউলের কাজ করবেন সেই নির্দিষ্ট মডিউলটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে এন্ট্রি ইউজারের তথ্য অনুমোদের জন্য ‘Security’ মডিউলটি নির্বাচন করতে হবে ।
- Self User Registration Pending User Registration (By DDO);
- Pending User Registration (By DDO)’ সাব-মেন্যুতে ক্লিক করলে বাম পাশে ডিডিও-এর আওতায় সমস্ত কর্মকর্তা/কর্মচারীর লিস্ট প্রদর্শিত হবে। স্ক্রিন থেকে বাম পাশের চেক বক্সে এ টিক চিহ্ন দিয়ে “Forward” করুন। ভিডিও দেখে নিতে পারেন।
ibas++stock take of bank account entry registration এর চতুর্থ ধাপ ?
Pending User Registration (By DDO);
- ২য় ধাপে আইবাস++ এর সাপোর্ট টিম কর্তৃক ibas++stock take of bank account entry registration অনুমোদন করবে।
- সংশ্লিষ্ট স্টাফ এর মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে।
- তারপর আইবাস++ এ লগইন করে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে।
- আইবাস++ এ নতুন পাসওয়ার্ড নির্ধারণের নিয়ম জেনে নিতে পারেন।
ibas++stock take of bank account entry registration এর ৫ম ধাপ ?
ibas++ stock take of bank account entry পদ্ধতি ?
- সংশ্লিষ্ট স্টাফ Ibas++ user id ব্যবহার করে ডিডিও এর ব্যাংক একাউন্ট এর তথ্য এন্টি করবে।
আরও জানুনঃ
সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?
ibas++stock take of bank account entry registration এর ৬ষ্ট ধাপ ?
Ddo কর্তৃক ibas++ stock take of bank account entry Approval করার উপায় ?
- ডিডিও তার আইডি হতে Budget Execution অপশন হতে উক্ত ব্যাংক একাউন্ট অনুমোদন করতে পারবে।
- আবার ভুল থাকলে সেটি সংশোধনের জন্য ফেরত প্রদান করতে পারবে।
রিলেটেড ট্যাগঃ
ibas++stock take of bank account entry registration,,আাইবাস++ স্টক টেক ব্যাংক একাউন্ট এন্ট্রি এবং অনুমোদন করার উপায় ?,ibas++ stock take of bank account entry Approval,ibas++ stock take of bank account entry পদ্ধতি ?
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।