nocomments

ibas++stock take of bank account entry registration |  আাইবাস++ স্টক টেক ব্যাংক একাউন্ট এন্ট্রি এবং অনুমোদন করার উপায় ?

Table of Contents

ibas++stock take of bank account entry registration এর ১ম ধাপ ?

আইবাস++ এ সকল ডিডিওগণের অফিসিয়াল stock take of bank একাউন্ট এন্টি ও অনুমোদন করতে হবে।

ibas++stock take of bank  এন্ট্রি ও অনুমোদন করা না হলে ডিডিওগণের বেতন সাবমিট করতে নিম্নরুপ ম্যাসেজ প্রদর্শন করবেঃ

”It is not possible to submit your bill before entry the bank information of your office/department in iBAS++ Please entry the bank account details. “

সমাধানঃ ibas++stock take of bank  এন্ট্রি ও অনুমোদন করলে উক্ত ম্যাসেজ প্রদর্শন করবে না এবং ডিডিওগণ বেতন সাবমিট করতে পারবে।

Ibas ++ stock take of bank account entry registration online
Ibas ++ stock take of bank account entry registration online

পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

ibas++stock take of bank account entry registration এর ২য় ধাপ ?

ibas++stock take of bank account entry registration বা আাইবাস++ স্টক টেক ব্যাংক একাউন্ট এন্ট্রি ?

  • প্রথমে একজন ১৬ থেকে ১১তম গ্রেডের একজন স্টাফকে Data Entry User (DDO) আইবাস++ এন্টি করতে হবে।
  • Office Order Data Entry User : এই ঘরে ডাটা এন্ট্রি ইউজার তাঁর অফিস প্রধানের স্বাক্ষরিত চিঠি/অনুমোদনের কপি সংযুক্ত করতে হবে। বিস্তারিত ভিডিও দেখতে দেখে নিতে পারেন।

ibas++stock take of bank account entry registration এর তৃতীয় ধাপ ?

ডিডিও কর্তৃক এন্ট্রি ইউজার-এর অনুমোদন প্রক্রিয়া

  • ডিডিও কর্তৃক ডাটা এন্ট্রি ইউজারদের তথ্য যাচাই এবং ফরোয়ার্ড এর জন্য নিন্মের ধাপসমূহ অনুসরণ করতে হবে।
  • ডিডিও কর্তৃক iBAS++ এ Login করার পর Subsystem Selection থেকে যে ধরনের মডিউলের কাজ করবেন সেই নির্দিষ্ট মডিউলটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে এন্ট্রি ইউজারের তথ্য অনুমোদের জন্য ‘Security’ মডিউলটি নির্বাচন করতে হবে ।
  • Self User Registration Pending User Registration (By DDO);
  •  Pending User Registration (By DDO)’ সাব-মেন্যুতে ক্লিক করলে বাম পাশে ডিডিও-এর আওতায় সমস্ত কর্মকর্তা/কর্মচারীর লিস্ট প্রদর্শিত হবে। স্ক্রিন থেকে বাম পাশের চেক বক্সে এ টিক চিহ্ন দিয়ে “Forward” করুন। ভিডিও দেখে নিতে পারেন।

ibas++stock take of bank account entry registration এর চতুর্থ ধাপ ?

Pending User Registration (By DDO);

  • ২য় ধাপে আইবাস++ এর সাপোর্ট টিম কর্তৃক ibas++stock take of bank account entry registration অনুমোদন করবে।
  • সংশ্লিষ্ট স্টাফ এর মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে।
  • তারপর আইবাস++ এ লগইন করে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে।

ibas++stock take of bank account entry registration এর ৫ম ধাপ ?

ibas++ stock take of bank account entry পদ্ধতি ?

  • সংশ্লিষ্ট স্টাফ Ibas++ user id ব্যবহার করে ডিডিও এর ব্যাংক একাউন্ট এর তথ্য এন্টি করবে।

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

ibas++stock take of bank account entry registration এর ৬ষ্ট ধাপ ?

Ddo কর্তৃক ibas++ stock take of bank account entry Approval করার উপায় ?

  • ডিডিও তার আইডি হতে Budget Execution   অপশন হতে উক্ত ব্যাংক একাউন্ট অনুমোদন করতে পারবে।
  • আবার ভুল থাকলে সেটি সংশোধনের জন্য ফেরত প্রদান করতে পারবে।

রিলেটেড ট্যাগঃ

ibas++stock take of bank account entry registration,,আাইবাস++ স্টক টেক ব্যাংক একাউন্ট এন্ট্রি এবং অনুমোদন করার উপায় ?,ibas++ stock take of bank account entry Approval,ibas++ stock take of bank account entry পদ্ধতি ?

Reply

error: Content is protected !!