nocomments

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় | ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করার পদ্ধতি?

তিন মাস মনুফাভিত্তিক সঞ্চয়পত্র :

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ফরম ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করার পদ্ধত্তি :

প্রবর্তনঃ ১৯৯৮ খ্রিঃ মূল্যমানঃ ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা।

৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কোথায় পাওয়া যায়ঃ  জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।

নিম্নে বর্ণিত যে কেউ এই সার্টিফিকেট ক্রয় করতে পারবেন:

যথা- (১) একজন প্রাপ্তবয়স্ক; (২) একজন নাবালক; ৩) দুইজন প্রাপ্তবয়স্ক তাহাদের যৌথ নামে- (ক) গ্রাহকদের যৌথভাবে প্রদেয় অথবা যে কোনো একজনের লিখিত সম্মতিতে অন্যজনকে প্রদেয়; (খ) যে কোনো একজনকে প্রদেয়।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পিডিএফ ফরম ডাউনলোড করে নিতে পারেন।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ওয়ার্ড ফরম ডাউনলোড করতে পারেন।

এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর বিস্তারিত জেনে নিন।

রিলেটেড ট্যাগঃ তিন মাস মনুফাভিত্তিক সঞ্চয়পত্র

Reply

error: Content is protected !!