nocomments

সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ | পেনশন সহজীকরণ বিধিমালা ২০২০

Table of Contents

পেনশন সহজীকরণ আদেশ ২০২০ | পেনশন সহজীকরণ নীতিমালা ২০২০ | পেনশনের নতুন নিয়ম ২০২০| পেনশন নীতিমালা ২০২১

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের পেনশন ও অনুতোষিক সঠিক সময়ে প্রাপ্তির লক্ষ্যে পেনশন সংক্রান্ত নীতিমালা সহজীকরনের জন্য পেনশন সহজীকরণ নীতিমালা ২০০৯ সংশোধন করে সরকারি কর্মচারিদের পেনশন সহজীকরণ আদেশ ২০২০ জারি করেছেন। সরকারি কর্মচারিদের পেনশন সহজীকরণ বিধিমালা ২০২০ এর সারসংক্ষেপ নিম্ন দেওয়া হলোঃ

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

এখানে ক্রমিক নম্বর এবং শিরোনাম উল্লেখ করা হয়েছে। উক্ত ক্রমিক নম্বরের বিস্তারিত বিবরণ পাওয়া যাবে।

(১) এই আদেশ শুধুমাত্র  প্রযোজ্য হবে সরকারি কর্মচারিদের জন্য যারা পেনশন সরকারি পেনশন স্কিমের আওতাভুক্ত।

(২) এই আদেশ সশস্ত্র বাহিনীর জন্য প্রযোজ্য নয়।

২.০০ অবসর জনিত পেনশন

২.০.১ কল্যাণ কর্মকর্তা মনোয়ন ও দায়িত্ব সম্পর্কিত

২.০.২ নন গেজেটেড কর্মচারিদের সার্ভিস বুক সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করা হয়েছে।

২.০৩ গেজেটেড কর্মকর্তাগণের চাকরি বৃত্তান্ত সংরক্ষণ সম্পর্কিত

২.০৪ অবসরগ্রহণকারীগণের অগ্রিম তালিকা প্রণয়ন ও প্রেরণ সম্পর্কিত

২.০৫ অবসর গ্রহণের পূর্বে প্রত্যাশিত শেষ বেতনপত্র ( ইএলপিসি) (Expected Last Pay Certificate)

২.০৬ অবসর-উত্তর ছুটি, ছুটি নগদায়ন( লাম্পগ্রান্ট), ভবিষ্য তহবিলের স্থিতি, আনুতোষিক ও পেনশনের আবেদন দাখিল এবং মঞ্জুরির সময়সীমা সম্পর্কিত ।

২.০৭ ছুটি নগদায়ন ( লাম্পগ্রান্ট), আনুতোষিক ও পেনশন প্রদান সম্পর্কিত

২.০৮ প্রেষণে/লিয়েনে থাকাকালীন লীভ স্যালারি ও পেনশন কন্ট্রিবিউশন সম্পর্কিত

২.০৯ বিতর্কিত চাকরিকাল সম্পর্কিত

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

২.১০ পেনশন কেইস নিষ্পত্তির অগ্রগতি পরিদর্শন ও মনিটরিং সম্পর্কিত

২.১১ সাময়িক(Provisional)পেনশন প্রদান সম্পর্কিত

২.১২ পেনশন সমর্পণ ও বার্ষিক ইনক্রিমেন্ট সম্পর্কিত

২.১৩ পেনশন পুনঃস্থাপন সম্পর্কিত

২.১৪ চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা সম্পর্কিত

৩.০০ পারিবারিক পেনশন

৩.০১ উত্তরাধিকারী মনোয়ন সম্পর্কিত

৩.০২ বিধবা স্ত্রী/ বিপত্মীক স্বামীর পুনঃ বিবাহ না করা সম্পর্কিত

৩.০৩ প্রতিবন্ধী সন্তানের অজীবন পেনশন প্রাপ্যতা সম্পর্কিত

৩.০৪ পুত্র ও অবিবাহিত কন্য সন্তানের বয়সসীমা সম্পর্কিত

৩.০৫ অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্ত কন্যার বয়সসীমা সম্পর্কিত

৩.০৬ অবসরগ্রহণের পরে মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক পেনশনের হার সম্পর্কিত

৩.০৭ অত্মহত্যার ক্ষেত্রে পেনশন প্রাপ্যতা সম্পর্কিত

৪.০০ পেনশন সংক্রান্ত অন্যান্য বিষয় সম্পর্কিত

৪.০১ পেনশন/পারিবারিক পেনশন পুনঃমঞ্জুরী সংক্রান্ত

৪.০২ জরুরিভিত্তিক পেনশন প্রদান সম্পর্কিত

৪.০৩ বার্ষিক গোপনীয় প্রতিবেদন সম্পর্কিত

৪.০৪ প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত তথ্যাদি গ্রহণ সম্পর্কিত

৪.০৫ বিভিন্ন প্রকার দেনা-পাওনা নিষ্পত্তি সম্পর্কিত

৪.০৬  পিপিও(Pension Payment Order) ও ডি-হাফ(Disburser’s half)   

৪.০৭ পেনশন ফরম সম্পর্কিত

আর জানুনঃ

আইবাস++ কর্মচারিদের ভ্রমন বিল অনলাইনে সাবমিট করার পদ্ধতি ? ibas++ta da staff login ?

৪.০৮ অনুত্তোলিত পেনশ এবং বকেয়া পেনশন প্রদানের পদ্ধতি সম্পর্কিত

৪.০৯ পেনশন মঞ্জুরীর প্রয়োজনীয় ফরম, সনদ ও কাগজপত্রাদি সম্পর্কিত

৪.১০ অডিট আপত্তি নিষ্পত্তি সম্পর্কিত

৪.১১ পেনশন মঞ্জুরীর ক্ষমতা সম্পর্কিত

৪.১২ বিভাগীয়/বিচারিক কাযক্রম চালু থাকলে অবসরকালীন সুবিধা সম্পর্কিত

৪.১৩ নিখোঁজ সরকারি কর্মচারির উত্তরাধিকারীকে পেনশন/অনুতোষিক ইত্যাদি সম্পর্কিত

৪.১৪  পেনশন প্রক্রিয়ার ধারাবাহিক কাযক্রমের নমুনা সম্পর্কিত

৫.০০ কর্তব্যে অবহেলার কারণে বিভাগীয় ব্যাবস্থা সম্পর্কিত

সরকারি কর্মচারিদের পেনশন সহজীকরণ আদেশ ২০২০ ডাউনলোড করে নিতে পারেন।

পেনশন সহজীকরণ ফরম ওয়ার্ড ফাইল ডাউনলোড করার জন্য করে রাখতে পারেন।

সরকারি কর্মচারিদের পেনশন সহজীকরণ আদেশ ২০২০ ভিডিও দেখে নিতে পারেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ (খসড়া) দেখে নিন।

Reply

error: Content is protected !!