ibas++ Lien Entry। লিয়েন কি। লিয়েন ছুটির নিয়ম | Lien Entry (Self) for officer
লিয়েন কি অথবা লিয়েন কাকে বলে?
লিয়েন শব্দের অর্থ অধিকার । স্থায়ী পদে বাস্তবভাবে নিয়োজিত হলে ঐ পদের অধিকার উপর যে, অধিকার জম্মায় তাকে লিয়েন বা পূর্ব -স্বত্ব বলে।অর্থাৎ কোন সরকারী কর্মচারীর অনুপস্থিতি বা ছুটিকালীন অবস্থায় উক্ত পদে নিয়োগ প্রদান করা যাবে না। [ F.R 9(13), BSR Rule 5(34)]
কোন পদে লিয়েন অর্জনের জন্য নিম্নোক্ত শর্ত পূরণ করতে হয়ঃ
(ক) পদটি স্থায়ী পদ হতে হবে।
(খ) উক্ত স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োজিত হতে হবে। উল্লেখ্য স্থায়ী পদে সর্বদাই শিক্ষানবিশ হিসাবে নিয়োগ প্রদান করতে হয় বিধায় শিক্ষানবিশকালীন সময় শেষে স্থায়ী না হওয়া পযন্ত এবং কোন অস্থায়ী পদে বা উন্নয়ন প্রকল্পের পদে লিয়েন সৃষ্টি হয় না ।
Ibas++ এ সরকারী কর্মকর্তাদের নিজে নিজেই Lien Entry করার পদ্ধতি বিস্তারিত জেনে নিতে পারেন।
এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর জেনে নিতে পারেন।