লিয়েন কি ? লিয়েন ছুটির নিয়ম ?

লিয়েন অর্থ কি বা লিয়েন ছুটি মানে কি ?

লিয়েন শব্দের অর্থ অধিকার ।

লিয়েন কি অথবা লিয়েন কাকে বলে?

স্থায়ী পদে বাস্তবভাবে নিয়োজিত হলে ঐ পদের অধিকার উপর যে, অধিকার জম্মায় তাকে লিয়েন বা পূর্ব -স্বত্ব বলে।অর্থাৎ কোন সরকারী কর্মচারীর অনুপস্থিতি বা ছুটিকালীন অবস্থায় উক্ত পদে নিয়োগ প্রদান করা যাবে না। [ F.R 9(13), BSR Rule 5(34)]

কোন পদে লিয়েন অর্জনের জন্য কি কি শর্ত পূরণ করতে হয় ?

কোন পদে লিয়েন অর্জনের জন্য নিম্নোক্ত শর্ত পূরণ করতে হয়ঃ

(ক) পদটি স্থায়ী পদ হতে হবে।

(খ) উক্ত স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োজিত হতে হবে। উল্লেখ্য স্থায়ী পদে সর্বদাই শিক্ষানবিশ হিসাবে নিয়োগ প্রদান করতে হয় বিধায় শিক্ষানবিশকালীন সময় শেষে স্থায়ী না হওয়া পযন্ত এবং কোন অস্থায়ী পদে বা উন্নয়ন প্রকল্পের পদে লিয়েন সৃষ্টি হয় না ।

রিলেটড ট্যাগঃ লিয়েন কি, লিয়েন অর্থ কি, লিয়েন ছুটি মানে কি, লিয়েন ও প্রেষণ কি,লিয়েন কাকে বলে, লিয়েন কত প্রকার, লিয়েন বলতে কি বুঝায়

ibas++ Lien Entry করার উপায় ?

Ibas++ এ সরকারী কর্মকর্তাদের নিজে নিজেই Lien Entry করার পদ্ধতি বিস্তারিত জেনে নিতে পারেন।

এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর জেনে নিতে পারেন।

Check Also

কোন গ্রেডে কত বেতন ?

কোন গ্রেডে কত বেতন ? সরকারি চাকরিতে কোন গ্রেডে কত বেতন ২০২৫ ?

🏁 ভূমিকা বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন নির্ধারণের মূল কাঠামো তৈরি করা হয় জাতীয় বেতন …

ibas++ pay fixation on promotion

ibas++ pay fixation on promotion কিভাবে করবেন ? সম্পূর্ণ নির্দেশিকা ২০২৫ !

ibas++ pay fixation on promotion কিভাবে করবেন ? পদোন্নতিতে বেতন নির্ধারণের সম্পূর্ণ গাইড ! ভুমিকা …

উচ্চতর গ্রেড পাওয়ার নতুন নিয়ম কী

পদ আপগ্রেড: উচ্চতর গ্রেড পাওয়ার নতুন নিয়ম কী ?

পদ আপগ্রেড: উচ্চতর গ্রেড পাওয়ার নতুন নিয়ম কী ? প্রাথমিক শিক্ষক সহ সকল সরকারি কর্মচারীর …

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫ : ৩টি অপরাধে চাকরি শেষ !

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫ : ৩টি অপরাধে চাকরি শেষ ! সরকারি চাকরি (দ্বিতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *