nocomments

শিক্ষা সয়াহক ভাতা কি ? শিক্ষা ভাতা নীতিমালা কি এবং শিক্ষা ভাতা অনলাইন পাওয়ার জন্য আবেদন করার উপায় ?

এই পোস্ট থেকে নিম্নবর্ণিত বিষয়সমূহ জানা যাবে;

  • শিক্ষা সয়াহক ভাতা কি ?
  • শিক্ষা ভাতা নীতিমালা কি ?
  • শিক্ষা ভাতা অনলাইন পাওয়ার জন্য আবেদন করার উপায় ?
  • আইবাস++ এ শিক্ষা ভাতা এন্ট্রি করার উপায় ?
  • Ibas++ এ তথ্য  এন্ট্রি করার সময় স্বামী/স্ত্রী এর NID না থাকলে  শিক্ষা সহায়ক ভাতা পাওয়া যাবে কি ?
  • শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স কত ?
  • সন্তানের জম্ম নিবন্ধন না থাকলে তার নাম আইবাস ++ এ এন্ট্রি করা যাবে কি?
  • শিক্ষা ভাতা সংক্রান্ত গেজেট ২০২১ ও আদেশ ডাউনলোড করা উপায় ?
  • শিক্ষা ভাতা অনলাইন আবেদনের নমুনা ডাউনলোড করা যাবে ;
  • শিক্ষা ভাতা প্রত্যয়ন পত্র কখন নিতে হবে?
  • শিক্ষা ভাতা প্রত্যয়ন পত্র ডাউনলোড করা যাবে ;

সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা ?

শিক্ষা সয়াহক ভাতা: সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ তাদের সন্তানদের লেখা পড়ার জন্য যে ভাতা প্রদান করে তাকে শিক্ষা সহায়ক ভাতা বলা হয়।

শিক্ষা ভাতা নীতিমালা ২০২৪ ?

শিক্ষা ভাতা নীতিমালা ২০২৪
শিক্ষা ভাতা নীতিমালা ২০২৪
  • সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ১ সন্তানের জন্য ৫০০ (পাঁচ শত) টাকা;
  • ২ (দুই) সন্তানের জন্য প্রতি মাসে সর্বোচ্চ ১০০০ টাকা
  • স্বামী ও স্ত্রী উভয়ই সরকারি কর্মচারী হলে সন্তান সংখ্যা যে কোন এক একজন ( পিতা/মাতা) শিক্ষা ভাতা প্রাপ্য হবেন।
  • ২ সন্তানের অধিক শিক্ষা ভাতা প্রাপ্য হবে না।
  • বয়সের সাটিফিকেট দাখিল সাপেক্ষে ২৩ বছর পর্যন্ত শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্য হবেন।

আরও জানুনঃ আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

শিক্ষা সহায়ক ভাতা পাওয়ার আবেদন ২০২৪ ?

শিক্ষা সহায়ক ভাতা পাওয়ার আবেদন ২০২৪ ?
শিক্ষা সহায়ক ভাতা পাওয়ার আবেদন ২০২৪ ?

শিক্ষা ভাতা অনলাইন পাওয়ার জন্য আবেদন করার উপায় ?

  • শিক্ষা সহায়ক ভাতার জন্য সংশ্লিষ্ঠ অফিস প্রধান বরাবর আবেদন করতে হবে।
  • জম্মনিবন্ধন সার্টিফিকেট এবং শিক্ষা ভাতা পাওয়ার জন্য সংশ্লিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যায়ন সংযুক্ত করতে হবে।
  • স্টাফ হলে ডিডিও আইডি হতে শিক্ষা ভাতা যোগ করতে হবে।
  • অফিসার হলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস হতে শিক্ষা ভাতা আইবাস++ এ যোগ করে নিতে হবে।

গুগল নিউজ হতে আপডেট নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

শিক্ষা ভাতা প্রত্যয়ন পত্র কখন নিতে হবে?

  • শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানে নিকট প্রতি বছর একবার অধ্যয়নরত প্রত্যায়ন পত্র নিতে হবে।

আরও জানুনঃ অফিস সহায়ক পদের ইতিহাস ? অফিস সহায়ক এর কাজ কি ২০২৪ ? ২০তম গ্রেডের বেতন কত অফিস সহায়ক এর সুযোগ সুবিধা ?

আইবাস++ এ শিক্ষা ভাতা এন্ট্রি করার উপায় ?

  • সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা পাওয়ার জন্য কর্মচারি হলে সংশ্লিষ্ঠ ডিডিও এর আইডি হতে এন্টি করা যাবে।
  • কর্মকর্তা হলে সংশ্লিষ্ঠ হিসাবরক্ষণ অফিস হতে শিক্ষা সহায়ক ভাতা এন্ট্রি করা করতে হবে।

প্রশ্নঃ Ibas++ এ তথ্য  এন্ট্রি করার সময় স্বামী/স্ত্রী এর NID না থাকলে  শিক্ষা সহায়ক ভাতা পাওয়া যাবে কি ?

  • উত্তরঃ Ibas++ স্বামী/স্ত্রী এর NID অবশই লাগবে ।

প্রশ্নঃ শিক্ষা ভাতার সর্বনিম্ন বয়স ও সর্বোচ্চ বয়স কত ?

উত্তরঃ সর্বনিম্ন ৫ ও সর্বোচ্চ বয়স ২৩ বছর।

প্রশ্নঃ সন্তানের জম্ম নিবন্ধন না থাকলে তার নাম আইবাস ++ এ এন্ট্রি করা যাবে কি?

উত্তরঃ জম্ম নিবন্ধন না থাকলে তার নাম আইবাস ++ এ এন্ট্রি করা যাবে না।

আরও জানুনঃ স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশন জন্য আবেদন করার উপায় ? মৃত ব্যক্তির পেনশন কে  পাবে ?স্বামীর মৃত্যুর পর পেনশন কে পাবে?

শিক্ষা সহায়ক ভাতা নীতিমালা ?

শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সের গেজেট ?

  • শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির বয়স ২১ হতে ২৩ বছর করার গেজেট ডাউনলোড করে নিতে পারেন।

শিক্ষা সহায়ক ভাতা পাওয়ার আবেদন ২০২৪ ?

  • শিক্ষা ভাতা প্রত্যয়ন পত্র ওয়ার্ড কপি ডাউনলোড করে নিতে পারেন।
শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়স ?

শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়স ৫ বছর।

শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির বয়স ?

শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির বয়স সর্বনিম্ন ৫ ও সর্বোচ্চ বয়স ২৩ বছর।

রিলেটেড ট্যাগঃ শিক্ষা সয়াহক ভাতা কি ?, শিক্ষা ভাতা নীতিমালা ,শিক্ষা ভাতা অনলাইন আবেদন, শিক্ষা ভাতা পাওয়ার আবেদন, শিক্ষা ভাতা প্রত্যয়ন পত্র, শিক্ষা ভাতা ফরম, শিক্ষা ভাতা সংক্রান্ত গেজেট ২০২১, শিক্ষা ভাতা ২০২২, শিক্ষা ভাতার পরিপত্র ,শিক্ষা ভাতার আবেদন ফরম pdf, শিক্ষা ভাতার সর্বনিম্ন বয়স,

Reply

error: Content is protected !!