নৈমিত্তিক ছুটি কি ? নৈমিত্তিক ছুটির নিয়ম ২০২৪ ?
সরকারি কর্মকর্তা/কর্মচারীদের পারিবারিক বিভিন্ন প্রয়োজনে ছুটি নিতে হয়। বিভিন্ন ছুটির মধ্যে সবচেয়ে সহজ নৈমিতিক ছুটি নেওয়া। তবে নৈমিত্তিক ছুটি নেওয়ার কিছু নিয়ম রয়েছে। এই ছুটি সর্বোচ্চ কতদিন নেওয়া যায় এবং ছুটির মাঝখানে ছুটি নেয়া যায় কিনা, এই ছুটি অর্জিত ছুটি হতে মাইনাস হয় কিনা ও এই সময় অর্জিত ছুটি অর্জন হয় কিনা এই অর্থাৎনৈমিত্তিক ছুটির নিয়ম আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন।
এই পোস্ট থেকে নিম্ন বর্ণিত বিষয় সমূহ জানা যাবেঃ
- নৈমিত্তিক ছুটি কি?
- Cl এর পূর্ণরূপ কি/সি এল ছুটি কি
- নৈমিত্তিক ছুটির নিয়ম ?
- নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ?
- কোন কোন ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় না?
- নৈমিত্তিক ছুটির জন্য আবেদন বা নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম?
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
Cl এর পূর্ণরূপ কি/ সি এল ছুটি বা নৈমিত্তিক ছুটি কি?
Cl বা সিএল শব্দের অর্থ casual leave বা ক্যাজুয়্যাল লিফ।
নৈমিত্তিক ছুটি কি ?
নৈমিত্তিক ছুটি কি: সামান্য শারীরিক অসুস্থতা বা কোন ব্যক্তিগত প্রয়োজনে একটি পঞ্জিকা বর্ষে ২০ দিন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোন সরকারী কর্মচারী/কর্মকর্তা যে ছুটি ভোগ করেন তাকে Cl/সি এল বা ক্যাজুয়াল বা নৈমিত্তিক ছুটি বলে। নৈমিত্তিক ছুটিকালীন সময় কর্তব্য কর্মেরত হিসাবে বিবেচনা করা হয় ৷ ক্যাজুয়াল লিভ ভোগকালে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগ করা যায় না।
নৈমিত্তিক ছুটির নিয়মাবলী বা নৈমিত্তিক ছুটির নিয়ম ?
ক্যাজুয়াল লিভ এর নিয়ম বা নৈমিত্তিক ছুটির নির্দেশাবলী নিম্নরূপঃ
নৈমিত্তিক ছুটির বিধিমালা :
- নৈমিত্তিক ছুটি চাকুরী বিধিমালা স্বীকৃত ছুটি নয় এবং নৈমিত্তিক ছুটিজনিত অনুপস্থিতিকে কাজে অনুপস্থিতি হিসাবে গণ্য করা হয় না।
- পঞ্জিকাবর্ষে সকল সরকারী কর্মচারী বৎসরে সর্বমোট ২০ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবেন।
- কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে নৈমিতিক ছুটি ভোগকারী কোন ব্যক্তি সদর দপ্তর ত্যাগ করতে পারবে না।
- নৈমিত্তিক ছুটিতে থাকাকালীন কোন ব্যক্তিকে সদর দপ্তর হতে এমন দূরত্বে যেতে অনুমতি দেওয়া যাবে না, যেখান হতে সদর দপ্তরে কাজে যোগদানের আদেশ পাওয়ার পর কাজে যোগদান করিতে ৪৮ ঘন্টার অধিক সময় লাগতে পারে।
- নিয়মিত ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ অথবা অধস্তন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ নৈমিত্তিক ছুটি এবং তৎসংগে সদর দপ্তর ত্যাগের অনুমতি প্রদান করতে পারবেন।
- সরকারী কাজে অথবা প্রশিক্ষাণার্থে বাংলাদেশের বাহিরে অবস্থানরত কর্মকর্তাদিগকে নৈমিত্তিক ছুটি প্রদান সরকার নিরুৎসাহিত করেন। তবে কেবল বিশেষ পরিস্থিতিতে অত্র বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত সাপেক্ষে নৈমিত্তিক ছুটি প্রদান করা যাবে।
- ৭ দিনের অতিরিক্ত নৈমিত্তিক বা ক্যাজুয়াল লিভ এর ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট এর বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে ।
আরও জানুন: মাতৃত্বকালীন ছুটি কি ? মাতৃত্বকালীন ছুটির নিয়ম এবং মাতৃত্বকালীন ছুটি কবে থেকে কার্যকর হবে ?
নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ?
- কোন সরকারী কর্মচারীকে এক সংগে ১০ দিনের বেশী নৈমিত্তিক ছুটি প্রদান করা যাবে না।
- তবে, ২৫-০২-১৯৮২ ইং তারিখের বিজ্ঞপ্তি নং ইডি (রেগ-৬)/ ছুটি – ১৩/৮০-১৪ মোতাবেক পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান জেলায় কর্মরত সকল সরকারী কর্মচারীকে এক বৎসরে মঞ্জুরযোগ্য ২০ দিনের মধ্যে ১৫ দিন নৈমিত্তিক ছুটি একই সংগে ভোগ করিতে দেওয়া যেতে পারে।
কোন কোন ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় না ?
” গুগল নিউজ হতে আপডেট করে রাখুন ”
সরকারি কর্মচারীদের নৈমিত্তিক ছুটি বিধিমাল ও নৈমিত্তিক ছুটির নিয়ম ২০২৪ ?
নিম্নবর্ণিত ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় নাঃ
এক সঙ্গে কতদিন সর্বোচ্চ নৈমিত্তিক ছুটি নেওয়া যায় ২০২৪?
- এক সঙ্গে দশ দিনের বেশী ছুটি: কোন কারণেই এক সাথে ১০ দিনের বেশী নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যাবে না।
এক সঙ্গে কতদিন সাপ্তাহিক ছুটির সাথে সর্বোচ্চ নৈমিত্তিক ছুটি নেওয়া যায় ২০২৪?
- সাপ্তাহিক ছুটির সাথে তিন দিনের বেশী: বর্তমানে সাপ্তাহিক ছুটি ২ দিন সাপ্তাহিক ছুটির সাথে সর্বোচ্চ তিন দিনের বেশী ছুটি মঞ্জুর করা যাবে না।
সরকারি ছুটির সাথে নৈমিত্তিক ছুটি কত দিন নেওয়া যায় ?
- কোন সরকারি ছুটির সাথে তিন দিনের বেশী: সাপ্তাহিক ছুটির মত সরকারি ছুটি থাকলে তার সাথে তিন দিনের বেশী ছুটি মঞ্জুর করা যাবে না ।
দুই সরকারি ছুটির মধ্যেবর্তী কর্মদিবসে কি নৈমিত্তিক নেওয়া যায় ?
- দুটি ছুটির মধ্যবর্তী কাজের দিন: সাপ্তাহিক ছুটি বা অন্য কোন ছুটির কোন মধ্যর দিনকে নৈমিত্তিক ছুটি হিসাবে মঞ্জুর করা যাবে না। উদাহরণ হিসাবে উল্লেখ করা যায় যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, রবিবার কাজের দিন এবং সোমবার সরকারি ছুটি এ ক্ষেত্রে রবিবার নৈমিত্তিক ছুটি হিসাবে মঞ্জুর করা যাবে না। ছুটি মঞ্জুর করতে হলে রবিবার ও সোমবার দুদিন নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতে হবে।
কোন কোন ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি নেওয়া যায় না ?
- বিদেশে গমনকালে: বৈদেশিক ছুটির ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায়না।
- যোগদানকালীন সময়: বদলী কারণে প্রাপ্য যোগদানকালীন সময়ের সাথে নৈমিতিক ছুটি মঞ্জুর করা যায় না বা প্রাপ্য নয়।
নৈমিত্তিক ছুটি বিধিমালা
নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম | তিন দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন ?
নৈমিত্তিক ছুটির আবেদন
নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম অথবা নৈমিত্তিক ছুটির আবেদন ফরম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন পত্রের নমুনা নিম্নে দেওয়া হলো :
বরাবর
প্রধান শিক্ষক
——,
— ।
বিষয়: নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র ।
মহোদয়,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, মোছাঃ কামরুন নাহার, সহকারি শিক্ষক হিসেবে কর্মরত । আমার পারিবারিক কারণে—– তারিখ হতে — তারিখ পর্যন্ত ৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি প্রয়োজন।
আরও পড়ুনঃ
সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২২
অতএব, অতএব, আমাকে উক্ত ৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতে জনাবের সদয় মর্জি হয়।
নিবেদক
নামঃ
পদবী:
তারিখঃ
নোটঃ হেডকোয়াটার ত্যাগ করলে সদর দপ্তর ত্যাগের অনুমতিসহ আবেদন করতে হবে এবং ছুটিকালীন ঠিকানা উল্লেখ করতে হবে।
উদাহরণঃ অতএব, আমাকে উক্ত ৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি সদরদপ্তর ত্যাগের অনুমতিসহ মঞ্জুর করতে জনাবের সদয় মর্জি হয়।
ছুটিকালীন ঠিকানা:
# কর্মকর্তা/কর্মচারির আবেদন অনুযায়ী নৈমিত্তিক ছুটি ৩দিন পর্যন্ত নেওয়া যাবে।
# নৈমিত্তিক ছুটি একসাথে সর্বোচ্চ ১০দিন পর্যন্ত নেওয়া যাবে।
# নৈমিত্তিক ছুটি পার্বত্য অঞ্চলে ২০ দিন পর্যন্ত নেওয়া যাবে।
# নৈমিত্তিক ছুটি বাসৎসরিক ২০ পর্যন্ত নেওয়া যাবে ।
Cl বলতে বলতে বুঝায় casual leave বা ক্যাজুয়্যাল লিফ বা নৈমিত্তিক ছুটি ।
নৈমিত্তিক ছুটির আবেদন পত্র বা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীদের নৈমিত্তিক ছুটির আবেদন পত্রের ওয়ার্ড কপি ডাউনলোড করতে এখানে হতে সংগ্রহ করতে পারেন ।
২০ দিনের নৈমিত্তিক ছুটির আদেশ ?
২০ দিনের নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি প্রদানের আদেশ আদেশ সংগ্রহ করে রাখতে পারেন।
নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ ১৫দিন নেওয়ার অর্ডার ?
নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ ১৫দিন নেওয়ার আদেশ সংগ্রহ করে রাখতে পারেন।
নৈমিত্তিক ছুটি বিধি ও নৈমিত্তিক ছুটির নৈমিত্তিক নিয়মাবলী সংক্রান্ত আদেশ ?
সরকারি কর্মচারীদের নৈমিত্তিক ছুটি বিধি ও নৈমিত্তিক ছুটির নৈমিত্তিক নিয়মাবলী সংক্রান্ত আদেশ জেনে নিতে পারেন।
দুটি ছুটির মধ্য নৈমিত্তিক ছুটির নিয়মাবলী না নেওয়ার আদেশ জেনে নিতে পারেন।
শেষ কথাঃ উপরের আলোচনায় থেকে আশা করি ছুটি সকল বিষয়ে আদেশসহ আলোচনা করা হয়েছে। তবে নৈমিতিক ছুটির অনুমোদন করে কর্মস্থল ত্যাগ করা উচিত।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।