ibas++ master data entry I bas++ Employee Information Entry | কর্মচারীদের ই এফ টি ফরম পূরণ
Ibas++ এ ডিডিও আইডির (DDO Id) এর মাধ্যামে সরকারি কর্মচারিদের বেতন বিল ইএফটি (EFT ) করার জন্য ibas++ এ staff master data entry ( Ibas++ Employee information entry ) করার প্রদ্ধতি ?
Ibas++এ কর্মচারিদের বেতন বিল অনলাইনে দাখিল করার জন্য এবং ডিডিও (DDO ) কর্তৃক হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করার জন্য ডিডিও আইডির প্রয়োজন । ডিডি আইডি ও পার্সওয়ার্ড পাওয়ার পর যাবতীয় তথ্য Ibas++ এ Budget Execution option এ ক্লিক করার পর master data থেকে Staff Information Entry (New) যাবতীয় কর্মচারিদের তথ্য Ibas++ Employee information entry ) করতে হবে।
Ibas++ Employee information entry অথবা কর্মচারীদের ই এফ টি ফরম পূরণ করার জন্য নিম্ন লিখিত তথ্য সমূহের প্রয়োজন হবেঃ
- ব্যাংক সম্পর্কিত তথ্য এন্ট্রি দিতে হবে।
- বর্তমান পদবী
- যোগদানের তারিখ
- বর্তমান স্কেল
- অফিসের নাম, ডিডিও এর নাম
- প্রথম যোগদানের তথ্য
- পদোন্নতি/ উচ্চতর স্কেল প্রাপ্তির তথ্য
- কর্মচারির মুল বেতন
- শিক্ষা ভাতা
- যাতাযাত ভাতা
- টিফিন ভাতা
- বাড়ি ভাড়া
- চিকিৎসা ভাতা সহ অন্যন্যা ভাতার তথ্য এন্ট্রি দিতে হবে।
এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
কর্মচারীদের ই এফ টি ফরম পূরণ করার সরাসরি ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।