nocomments

ibas++ master data entry I bas++ Employee Information Entry | কর্মচারীদের ই এফ টি ফরম পূরণ

Ibas++ এ ডিডিও আইডির (DDO Id) এর মাধ্যামে সরকারি কর্মচারিদের বেতন বিল ইএফটি (EFT ) করার জন্য ibas++ এ staff master data entry ( Ibas++ Employee information entry ) করার প্রদ্ধতি ?

Ibas++এ কর্মচারিদের বেতন বিল অনলাইনে দাখিল করার জন্য এবং ডিডিও (DDO ) কর্তৃক হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করার জন্য ডিডিও  আইডির প্রয়োজন । ডিডি আইডি ও পার্সওয়ার্ড পাওয়ার পর যাবতীয় তথ্য Ibas++ এ Budget Execution option এ ক্লিক করার পর master data থেকে Staff Information Entry (New) যাবতীয় কর্মচারিদের তথ্য Ibas++ Employee information entry ) করতে হবে।

Ibas++ Employee information entry অথবা কর্মচারীদের ই এফ টি ফরম পূরণ করার জন্য নিম্ন লিখিত তথ্য সমূহের প্রয়োজন হবেঃ

  • ব্যাংক সম্পর্কিত তথ্য এন্ট্রি দিতে হবে।
  • বর্তমান পদবী
  • যোগদানের তারিখ
  • বর্তমান স্কেল
  • অফিসের নাম, ডিডিও এর নাম
  • প্রথম যোগদানের তথ্য
  • পদোন্নতি/ উচ্চতর স্কেল প্রাপ্তির তথ্য
  • কর্মচারির মুল বেতন
  • শিক্ষা ভাতা
  • যাতাযাত ভাতা
  • টিফিন ভাতা
  • বাড়ি ভাড়া
  • চিকিৎসা ভাতা সহ অন্যন্যা ভাতার তথ্য এন্ট্রি দিতে হবে।

এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কর্মচারীদের ই এফ টি ফরম পূরণ করার সরাসরি ভিডিও দেখতে এখানে ‍ ক্লিক করুন।

Reply

error: Content is protected !!