nocomments

ibas++এর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ibas++ password management এবং আইবাস++ এ নতুন পাসওয়ার্ড নির্ধারণের নিয়ম?

ibas++ এ your password has been expired. Please change your password. এই ম্যাসেজ প্রদর্শন করলে তার সমাধান কি?

সরকারি আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে সকল মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/সংস্থাসমূহে সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি (Integrated Budget and Accounting System, iBAS++) চালু করা হয়েছে। এটি ইন্টারনেট ভিত্তিক হওয়ায় এর ব্যবহারকারীগণ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে যে কোন স্থান থেকে এ সিস্টেমে প্রবেশ এবং ব্যবহারকারীর জন্য নির্ধারিত সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। iBAS++-এর মাধ্যমে বরাদ্দ প্রদান, বরাদ্দ পুনঃউপযোজন, ইএফটি প্রেরণ ইত্যাদি নানা আর্থিক কর্মকান্ড সম্পন্ন করা যায়, যা অত্যন্ত স্পর্শকাতর। এ কারণে প্রকৃত ব্যবহারকারী ব্যতীত অন্য কেউ iBAS++-এ প্রবেশ করতে সক্ষম হলে তা ব্যাপক আর্থিক ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা তৈরি করবে এবং যার আইডি ব্যবহার করে এ সকল কর্মকান্ড করা হবে, তিনিও বিপদে পড়বেন। 

আরও জানুনঃ

সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?

০২। বর্ণিত প্রেক্ষাপটে, iBAS++-এর নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে এর ব্যবহারকারীদের নির্দেশনাঃ

১. পাসওয়ার্ড সর্বদা গোপন রাখতে হবে। সহকর্মী বা অন্য কোন ব্যক্তিকে পাসওয়ার্ড জানানো যাবে না;

 ২. কম্পিউটারে যেন ভাইরাস বা বিভিন্ন ধরনের ম্যালওয়ার না থাকে সে জন্য এন্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হবে; 

৩. অনেক ক্ষেত্রে ওয়েব ব্রাউজার পাসওয়ার্ড সংরক্ষণ করে যাবে না;

৪. কর্মস্থলের বাইরে (যেমন বাজারে, কম্পিউটার দোকানে, সাইবার ক্যাফেতে) যে সকল কম্পিউটার সাধারণ জনগণের জন্য উন্মুক্ত, সেগুলোতে iBAS++ ব্যবহার করা যাবে না;

৫. ব্যবহারকারীর পাসওয়ার্ড বা দেখার কথা নয় লগ ইন করার পর এমন কোন মেনু দেখলে সাথে সাথে তা হেল্প ডেস্ককে অবহিত করতে হবে;

৬. প্রতি তিনমাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে;

৭. পাসওয়ার্ড এমন কোন স্থানে লিখে রাখা যাবে না, যেখান থেকে অন্য কেউ জেনে যেতে পারে।

৮. পাসওয়ার্ড নির্ধারণ করার সময় নিচের বিষয়গুলি বিবেচনা করতে হবেঃ 

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

iBAS++এর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ibas++ password management এবং ibas++ password change করার নিয়মঃ

ক) সিস্টেম ৮ অক্ষরের কম দৈর্ঘ্যের পাসওয়ার্ড গ্রহণ করে না। অপরদিকে পাসওয়ার্ড খুব দীর্ঘ হলে মনে রাখার অসুবিধার কারণে লিখে রাখার প্রবণতা দেখা দেয়, যার ফলে পাসওয়ার্ডের গোপনীয়তা নষ্ট হতে পারে;

 খ) সহজে অনুমান করা যায় এমন শব্দ পাসওয়ার্ডে ব্যবহার না করাই ভাল যেমন, নিজের অথবা পরিচিত কারো নাম, আশেপাশের স্থানের নাম, দপ্তরের নাম, জন্ম তারিখ, সাল, ইত্যাদি;

 গ) সচরাচর ব্যবহৃত শব্দ, যেমন Bangladesh, abcd, 1234, ইত্যাদি পাসওয়ার্ড ব্যবহার না করাই উত্তম; এবং

ঘ) বড় হাতের ও ছোট হাতের অক্ষর, নিউমেরিক সংখ্যা এবং বিভিন্ন চিহ্ন (! @ # $ % & *) মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। 

iBAS++এর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ibas++ password management এবং আইবাস++ এ নতুন পাসওয়ার্ড নির্ধারণের নিয়ম?
আইবাস++ এ নতুন পাসওয়ার্ড নির্ধারণের নিয়ম?

Ibas++ password change and management | ibas++ password reset করার পদ্ধতি জেনে নিন।

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা । অজীবন সার্বজনীন পেনশন প্রাপ্তি । জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ (খসড়া) বিস্তারিত জেনে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ ibas++ password management, আইবাস++ এ নতুন পাসওয়ার্ড নির্ধারণের নিয়ম?ibas++ password reset ,ibas++ password change,ibas++ এ your password has been expired. Please change your password,

Reply

error: Content is protected !!