ibas++এর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ibas++ password management এবং আইবাস++ এ নতুন পাসওয়ার্ড নির্ধারণের নিয়ম?
ibas++ এ your password has been expired. Please change your password. এই ম্যাসেজ প্রদর্শন করলে তার সমাধান কি?
সরকারি আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে সকল মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/সংস্থাসমূহে সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি (Integrated Budget and Accounting System, iBAS++) চালু করা হয়েছে। এটি ইন্টারনেট ভিত্তিক হওয়ায় এর ব্যবহারকারীগণ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে যে কোন স্থান থেকে এ সিস্টেমে প্রবেশ এবং ব্যবহারকারীর জন্য নির্ধারিত সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। iBAS++-এর মাধ্যমে বরাদ্দ প্রদান, বরাদ্দ পুনঃউপযোজন, ইএফটি প্রেরণ ইত্যাদি নানা আর্থিক কর্মকান্ড সম্পন্ন করা যায়, যা অত্যন্ত স্পর্শকাতর। এ কারণে প্রকৃত ব্যবহারকারী ব্যতীত অন্য কেউ iBAS++-এ প্রবেশ করতে সক্ষম হলে তা ব্যাপক আর্থিক ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা তৈরি করবে এবং যার আইডি ব্যবহার করে এ সকল কর্মকান্ড করা হবে, তিনিও বিপদে পড়বেন।
আরও জানুনঃ
সরকারি কর্মচারীদের দৈনিক ভাতার ও ভ্রমণ ভাতার নতুন হার ২০২৩ ?
০২। বর্ণিত প্রেক্ষাপটে, iBAS++-এর নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে এর ব্যবহারকারীদের নির্দেশনাঃ
১. পাসওয়ার্ড সর্বদা গোপন রাখতে হবে। সহকর্মী বা অন্য কোন ব্যক্তিকে পাসওয়ার্ড জানানো যাবে না;
২. কম্পিউটারে যেন ভাইরাস বা বিভিন্ন ধরনের ম্যালওয়ার না থাকে সে জন্য এন্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হবে;
৩. অনেক ক্ষেত্রে ওয়েব ব্রাউজার পাসওয়ার্ড সংরক্ষণ করে যাবে না;
৪. কর্মস্থলের বাইরে (যেমন বাজারে, কম্পিউটার দোকানে, সাইবার ক্যাফেতে) যে সকল কম্পিউটার সাধারণ জনগণের জন্য উন্মুক্ত, সেগুলোতে iBAS++ ব্যবহার করা যাবে না;
৫. ব্যবহারকারীর পাসওয়ার্ড বা দেখার কথা নয় লগ ইন করার পর এমন কোন মেনু দেখলে সাথে সাথে তা হেল্প ডেস্ককে অবহিত করতে হবে;
৬. প্রতি তিনমাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে;
৭. পাসওয়ার্ড এমন কোন স্থানে লিখে রাখা যাবে না, যেখান থেকে অন্য কেউ জেনে যেতে পারে।
৮. পাসওয়ার্ড নির্ধারণ করার সময় নিচের বিষয়গুলি বিবেচনা করতে হবেঃ
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
iBAS++এর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ibas++ password management এবং ibas++ password change করার নিয়মঃ
ক) সিস্টেম ৮ অক্ষরের কম দৈর্ঘ্যের পাসওয়ার্ড গ্রহণ করে না। অপরদিকে পাসওয়ার্ড খুব দীর্ঘ হলে মনে রাখার অসুবিধার কারণে লিখে রাখার প্রবণতা দেখা দেয়, যার ফলে পাসওয়ার্ডের গোপনীয়তা নষ্ট হতে পারে;
খ) সহজে অনুমান করা যায় এমন শব্দ পাসওয়ার্ডে ব্যবহার না করাই ভাল যেমন, নিজের অথবা পরিচিত কারো নাম, আশেপাশের স্থানের নাম, দপ্তরের নাম, জন্ম তারিখ, সাল, ইত্যাদি;
গ) সচরাচর ব্যবহৃত শব্দ, যেমন Bangladesh, abcd, 1234, ইত্যাদি পাসওয়ার্ড ব্যবহার না করাই উত্তম; এবং
ঘ) বড় হাতের ও ছোট হাতের অক্ষর, নিউমেরিক সংখ্যা এবং বিভিন্ন চিহ্ন (! @ # $ % & *) মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে।
Ibas++ password change and management | ibas++ password reset করার পদ্ধতি জেনে নিন।
সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা । অজীবন সার্বজনীন পেনশন প্রাপ্তি । জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ (খসড়া) বিস্তারিত জেনে নিতে পারেন।
রিলেটেড ট্যাগঃ ibas++ password management, আইবাস++ এ নতুন পাসওয়ার্ড নির্ধারণের নিয়ম?ibas++ password reset ,ibas++ password change,ibas++ এ your password has been expired. Please change your password,
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।